বর্তমানে অবসর সময়ে বাড়িতে বসে কাজ করে পার্ট-টাইম বা ফুল-টাইম ইনকাম করাটা আজকাল অনেক কমন বিষয়।

যদি আপনি একজন ছাত্র, পুরুষ বা মহিলা যার কাছে প্রচুর খালি সময় রয়েছে, তাহলে এরকম প্রচুর কাজ রয়েছে যেগুলো করে প্রচুর ইনকাম করা সম্ভব।
খালি সময়ে কাজ করে টাকা ইনকাম করার অনলাইন উপায় প্রচুর রয়েছে যেগুলো সত্যি অনেক লাভজনক ও কার্যকর।
তবে, নেটওয়ার্ক মার্কেটিং এর মতো কিছু offline income এর রাস্তাও রয়েছে যেগুলো আপনারা অবশই করতে পারেন।
এমনিতে অনলাইন কামাই আপনার আয় বাড়ানোর ক্ষেত্রে একটি দারুন ভূমিকা পালন করতে পারে।
এদের মধ্যে কিছু লাভজনক ও গুরুত্বপূর্ণ কামাই করার অনলাইন মাধ্যম গুলোর বিষয়ে নিচে আমরা আলোচনা করবো।
ইন্টারনেট এর ব্যবহার এবং কিছুটা খালি সময়, অবসর সময়ে কাজ করে টাকা ইনকাম করার এর থেকে দারুন উপায় আরেকটি খুঁজে পাবেননা।
তবে এই উপায় গুলোর মাধ্যমে টাকা ইনকাম করার জন্যে আপনাকে কোথাও বেড়িয়ে যেতে হবেনা।
সবটাই নিজের ঘরে বসে ইন্টারনেট এবং ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারবেন।
অবসর সময়ে বাড়িতে বসে কাজ করে ইনকাম করার সেরা উপায়
যা আমি ওপরেই বলেছি, ঘরে বসে নিজের খালি সময়ে কাজ করে ইনকাম করার উপায় প্রচুর রয়েছে।
তবে, একটি মাত্র আর্টিকেলের মধ্যে প্রত্যেক উপায় গুলোর বিষয়ে বলাটা সম্ভব হবেনা।
তাই, অবসর সময়ে ঘরে বসে টাকা ইনকাম করার কেবল সেরা এবং জনপ্রিয় উপায় গুলোর বিষয়ে আমি বলতে চলেছি।
মনে রাখবেন, এই কাজ গুলো করার জন্যে আপনার কাছে একটি laptop / desktop computer এবং internet connection থাকতে হবে।
১. Content writing করে ইনকাম করুন
বর্তমান সময়ে মূলত students এবং housewife দের জন্যে কনটেন্ট রাইটিং এর কাজ অনেক প্রিয় হয়ে পড়েছে।
কারণ, এক্ষেত্রে তারা দিনের মধ্যে ১ থেকে ৩ ঘন্টা কাজ করে প্রত্যেক দিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করে নিতে পারছেন।
তাই, যদি আপনিও লেখালেখি করে ভালো পেয়ে থাকেন, তাহলে এরকম প্রচুর অনলাইন পোর্টাল বা ওয়েবসাইট আছে,
যেখানে আপনাকে বিভিন্ন ধরণের content লিখার বিপরীতে টাকা দেওয়া হয়।
যেমন, e-book, story, articles, book, news ইত্যাদি।
আপনারা সরাসরি, website এর মালিক দের ইমেইল পাঠিয়ে কাজের খোঁজ করতে পারবেন।
এছাড়া, আপনারা চাইলে amazon kindle এর থেকেও লেখালেখির মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
আপনারা, ওয়েবসাইটের মধ্যে Self-publish eBooks এর সুবিধা এখানে পাবেন।
নিজেকে রেজিস্টার করে এখানে আপনারা books এর content গুলো Kindle book store এর মধ্যে publish করতে পারবেন।
Book publish হওয়ার পর, যদি সেই বই বিক্রি হয়ে থাকে তাহলে আপনাকে ৭০% পর্যন্ত রয়্যালটি দেওয়া হয়।
এই বিষয়ে অধিক জানার জন্যে এবং নিজেকে রেজিস্টার করার জন্যে এই লিংকে ভিসিট করুন – https://kdp.amazon.com/
২. YouTube tutorial channel
আমরা প্রত্যেকেই জানি যে, বর্তমান সময়ে একটি YouTube channel এর মধ্যে ভালো সংখ্যায় subscribers থাকলে, সেখান থেকে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।
যেমন, advertisements, affiliate marketing, sponsorship ইত্যাদি।
তাই, যদি আপনার কাছে প্রচুর খালি সময় থেকে থাকে, তাহলে আপনি নিজের একটি টিউটোরিয়াল চ্যানেল বানিয়ে সেখানে নিয়মিত কাজ করতে পারেন।
হে, শুরুতে আপনার কোনো রকমের ইনকাম হবেনা, তবে নিয়মিত ভিডিও বানিয়ে আপলোড করতে থাকলে, ধীরে ধীরে subscribers এর সংখ্যা বাড়বে এবং একদিন আপনি টাকা ইনকামের সুযোগ অবশই পাবেন।
মনে রাখবেন, আপনার যেই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান এবং অভিজ্ঞতা আছে কেবল সেই বিষয়েই চ্যানেল তৈরি করবেন।
যেমন, যদি আপনি গিটার বাজাতে পারেন তাহলে গিটার শেখানোর চ্যানেল বানাতে পারেন।
এছাড়া, যদি আপনি রান্না করতে ভালো পান তাহলে অবশই একটি রানার ইউটিউব চ্যানেল খুলতে পারেন।
৩. ব্লগিং (blogging)
Blogging হলো বর্তমানে বিশ্বজুড়ে অনলাইনে টাকা ইনকাম করার সব থেকে অধিক লাভজনক ও কার্যকর উপায় গুলোর মধ্যে একটি।
আমি নিজে বিগত ৪ বছর ধরে ফুল-টাইম ব্লগিং করে রোজগার করছি।
অবশই, শুরুতে আমি নিজেই এই কাজ কেবল খালি সময়ে বা অবসর সময়ে করতাম।
তবে ধীরে ধীরে আমার ব্লগ প্রচুর জনপ্রিয়তা লাভ করে এবং এর থেকে প্রচুর ইনকাম এর সুযোগ হয়ে দাঁড়ায়।
তাই, যদি আপনার কাছে দিনে ২ থেকে ৩ ঘন্টার খালি সময় থেকে থাকে, তাহলে ব্লগিং শুরু করুন।
বিশ্বাস করুন এই মাধ্যমে ঘরে বসে অনলাইনে প্রচুর ইনকাম এর সুযোগ থাকছে।
আপনি ইউটিউবে গিয়ে ব্লগিং কি এবং কিভাবে শুরু করবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে শিখে নিতে পারবেন।
এখানে আপনাকে নিয়মিত কিছু বিশেষ বিষয়ের ওপরে আর্টিকেল পাবলিশ করতে হয়।
যখন আপনার ব্লগ সাইট এর মধ্যে গুগল এবং অন্যান্য মাধ্যম থেকে ট্রাফিক / ইউসার আসতে শুরু হবে,
আপনি নিজের ব্লগ সাইট থেকে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগ থেকে টাকা ইনকাম করার সব থেকে জনপ্রিয় উপায় হলো, “গুগল এডসেন্স“.
৪. Affiliate marketing করুন
কেবল দুই থেকে তিন ঘন্টা কাজ করে অনলাইনে ইনকাম করার আরেকটি দারুন উপায় হলো “এফিলিয়েট মার্কেটিং“.
বর্তমান সময়ে এটা হলো কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা এফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে টাকা আয় করছেন।
এখানে মূলত আপনাকে বিভিন্ন affiliate program গুলোকে join করতে হয়।
তারপর, সেই affiliate program গুলোর থেকে আপনাকে একটি বা একাধিক অফার বেছে নিতে হয়।
আপনি আপনার blog, website, YouTube channel, social media page ইত্যাদিতে সেই offer গুলোর প্রচার করতে পারেন।
এবার, আপনার প্রচার করা offer গুলোতে আগ্রহী হয়ে যদি কোনো user কোনো product কিনে থাকেন, তাহলে আপনাকেও সেই বিক্রির থেকে কমিশন দেওয়া হয়।
আর এভাবে, product এবং services গুলোকে প্রচার করে affiliate marketing এর মাধ্যমে online income আপনি করতে পারবেন।
৫. Freelancing করে ইনকাম করুন
অনলাইনে খালি সময়ের ব্যবহার করে টাকা ইনকাম করার আরেকটি দারুন উপায় হলো “freelancing”.
ইন্টারনেটে বিভিন্ন freelancing marketplace গুলো রয়েছে যেখানে বিভিন্ন ধরণের freelance work গুলো আপনারা পাবেন।
ব্যাস, আপনি কতটা অবসর সময় পাচ্ছেন সেই হিসেবে কাজ নিয়ে সেগুলোকে সম্পূর্ণ করুন এবং নিয়মিত ইনকামের সুযোগ পেতে থাকুন।
তবে এক্ষেত্রে কাজ খুজার জন্যে প্রথমে আপনাকে দেখতে হবে আপনি কোন কাজে উত্তম বা কোন কাজ আপনি ভালো করে জানেন।
সেটা হতে পারে, website development, content writing, app development, graphics design, editing, logo design ইত্যাদি।
ব্যাস, আপনি যেই কাজ গুলো করতে পারবেন সেই কাজ / প্রজেক্ট গুলো খুজুন আর সময় মতো সম্পূর্ণ করে জমা দিন।
Freelancing করে আপনারা অনলাইনে unlimited টাকা ইনকাম করতে পারবেন।
তবে, শুরুতে কাজ পেতে অল্প কষ্ট অবশই হবে, তাই শুরুতে কেবল কাজ পাওয়ার ওপরে নজর দিতে হবে।
>> ফ্রিল্যান্সিং কি ? কিভাবে ইনকাম করবেন
৬. অনলাইন ছবি বিক্রি করুন
ইন্টারনেটে এরকম প্রচুর ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনারা নিজেদের তোলা ছবি গুলো আপলোড করে সেগুলোকে বিক্রি করতে পারবেন।
তবে হে, আপনার তোলা ছবি গুলোর quality অবশই অনেক ভালো হতে হবে।
তাই, আপনি যদি অবসর সময়ে ছবি তুলতে পছন্দ করেন, তাহলে আপনার তোলা ছবি গুলো অনলাইনে বিক্রি করিয়ে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।
চলুন জেনেনেই কিছু সেরা ওয়েবসাইট গুলোর নাম যেখানে ছবি বিক্রি করা যাবে,
- Alamy
- 500px
- SmugMug Pro
- Shutterstock
- iStock Photo
- Getty Images
- Can Stock Photo
- Adobe Stock
৭. অনলাইনে টিউশন করান
বর্তমান সময়ে অনলাইন টিউশন করানোর বিষয়টা দারুন লাভজনক হয়ে দাঁড়িয়েছে।
তাই, আপনার কাছে যদি অবসর সময় রয়েছে, তাহলে আপনি অনলাইনে টিউশন করিয়ে ভালো ইনকাম করতে পারবেন।
আপনি যেটাই জানেন সেটা নিয়ে টিউশন করাতে পারেন।
যেমন, গিটার বাজানো, ছবি আঁকা, অংক, ইংরেজি ইত্যাদি যেটাই পারেন সেটাই শেখাতে পারবেন।
ইন্টারনেটে zoom এর মতো প্রচুর free application বা software গুলো রয়েছে যেগুলোর দ্বারা online tuition করানো যাবে।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা, যদি আপনি একজন ছাত্র বা হাউস ওয়াইফ বা জেকেও যে অবসর সময়ে বাড়িতে বসে কাজ করে ইনকাম করতে চাইছেন,
ওপরে বলা প্রত্যেকটি উপায়ে আপনারা ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।
তবে মনে রাখবেন, যেকোনো অন্য কাজের মতোই, এই উপায় গুলোর থেকে টাকা ইনকাম করতে কিছুটা সময় অবশই লাগবে।
একবার আপনি সম্পূর্ণ বিষয়টি ভালো করে বুঝতে পারলে এবং যেই প্লাটফর্ম বেছে নিয়েছেন সেটা সেট হয়ে যাওয়ার পর, তারপর ইনকাম এর কথা ভাবতে পারবেন।
আশা করছি ঘরে বসে অবসর সময়ে অনলাইনে ইনকাম করার উপায় গুলো আপনাদের অবশই কাজে লাগবে।