মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস । গেম খেলে টাকা আয় করুন

বর্তমান সময়ে অনলাইনে টাকা ইনকাম করার প্রচুর উপায় এবং প্রক্রিয়া গুলো রয়েছে। এরমধ্যে, প্রচুর লোকেরা আবার নিজের মোবাইলে গেমস খেলে অনলাইনে টাকা আয় করার উপায় গুলো খুজচ্ছেন। মোবাইলে কোন গেম খেলে টাকা আয় করা যায়, গেম খেলে টাকা ইনকাম বা টাকা ইনকাম করার গেম, এই প্রত্যেকটি বিষয়ে বর্তমানে লোকেরা ইন্টারনেটে প্রচুর সার্চ করে থাকেন। 

গেম খেলে টাকা ইনকাম
Earn money by playing games in mobile.

তাই, আমি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের এমন কিছু সেরা এন্ড্রয়েড গেমিং অ্যাপস (android gaming apps) গুলোর বিষয়ে বলবো,

যেগুলো ব্যবহার করে আপনারা নিজের মোবাইলের ভালো ভালো গেমস গুলো খেলে টাকা ইনকাম করতে পারবেন।

যদি সত্যি কথা বলা হয় তাহলে আজকাল কম্পিউটার এর তুলনায় প্রত্যেকেই তাদের স্মার্টফোনে (smartphone) গেম খেলতে পছন্দ করেন।

আর আমরা আমাদের প্রচুর সময় মোবাইলে গেম খেলার ক্ষেত্রে নষ্ট করে থাকি।

তাই, আপনারা এমন কিছু গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস (apps) গুলো ব্যবহার করতে পারেন যেখানে গেম খেলার জন্য আপনাকে টাকা দেওয়া হবে।

এতে, মনোরঞ্জনের সাথে সাথে আপনারা কিছু টাকা ইনকাম করে নিতে পারবেন আর আপনার সময় নষ্ট হবেনা।

চলুন, নিচে আমরা সরাসরি জেনেনেই গেম খেলে অনলাইনে ইনকাম করার জন্য কোন অ্যাপস (apps) গুলো ব্যবহার করতে হবে সেটা জেনেনেই। 

টাকা ইনকাম করার গেম গুলো খেলে সত্যি ইনকাম হবে ?

যদি সোজা ভাবে বলা হয়, তাহলে হে, এরকম প্রচুর android gaming apps গুলো রয়েছে যেখানে গেম খেলার জন্য টাকা দেওয়া হয়।

তবে মনে রাখবেন, অনেক apps বা games এরকম আছে যেগুলো fake apps থাকে এবং পরে গিয়ে আপনাকে টাকা দেয়না।

তাই, গেম খেলে অনলাইনে আয় করার ক্ষেত্রে আপনাকে প্রচুর সজাগ হতে হবে।

এছাড়া, আপনাকে যেকোনো অনলাইন ইনকাম করার গেমিং অ্যাপস ব্যবহার করার আগে সেগুলোর রিভিউ (review) ইন্টারনেটে দেখে নেওয়াটা দরকার।

যেগুলো জেনুইন বা রিয়েল টাকা ইনকাম করার গেম রয়েছে সেগুলো তাদের অ্যাপ এর মধ্যে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন (ads), প্রমোশন (promotion), টূর্নামেন্ট, এফিলিয়েট মার্কেটিং ইত্যাদির মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করে থাকেন। 

আর অ্যাপস গুলো তাদের আয় করা টাকার থেকে কিছুটা আমাদের দিয়ে থাকেন।

এতে, অ্যাপসটি ব্যবহার করে টাকা ইনকাম করার লোভে আমরা গেম খেলতেই থাকি আর অ্যাপ এর মালিক বিজ্ঞাপন এবং অন্যান্য কিছু মাধ্যমে আয় করতে থাকেন।

তাই, গেম খেলে টাকা আয় করার অ্যাপস বলে কিছু real / genuine apps রয়েছে এবং কিছু fake.

তবে, টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনাকে কিছু real / genuine apps গুলোর ব্যবহার করতে হবে।

গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস দিয়ে কতটা ইনকাম সম্ভব ?

দেখুন, ইন্টারনেটের মধ্যে প্রচুর আর্টিকেল রয়েছে যেখানে বলা হয় যে এই ধরণের গেম গুলো খেলে আপনারা লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

কিন্তু, ইন্টারনেটে ভালো করে রিসার্চ (research) করে জানতে পারলাম যে, এই ধরণের ইনকাম করার অ্যাপস গুলোর মাধ্যমে একেবারেই কম ইনকাম হয়ে থাকে।

এছাড়া, নিজের অধিক সময় খরচ করার পরেও কেবল সামান্য পরিমানের ইনকাম হয়ে থাকে এই গেম গুলো খেলে।

যদি গেম খেলেই মানুষ হাজার হাজার বা লাখ লাখ টাকা আয় করতে পারতেন, তাহলে এতটা পড়াশোনা করে চাকরি বা ব্যবসা করার প্রয়োজন আমাদের হতোনা।

তাই, একটি নিজের মাথা লাগিয়ে ভাবুন এবং এই ধরণের গেম গুলোর থেকে অধিক টাকা ইনকাম করার আশা না করাটাই আমার হিসেবে ভালো হবে।

তবে, আপনি যদি গেম খেলতে পছন্দ করেন এবং দিনের বেশিরভাগ সময় এমনি বসে থাকেন, তাহলে এই গেম গুলো খেলে কিছুটা ইনকাম করতে পারবেন।

কিছু না পাওয়ার থেকে সামান্য কিছুটা পাওয়াও অনেক।

নিজের মোবাইল রিচার্জ, DTH recharge বা ছোটোখাটো হাতখরচ এর ক্ষেত্রে এই গেম গুলো খেলে টাকা আয় করার কথা ভাবতে পারেন।

কিন্তু আবার বলছি, অধিক টাকা ইনকাম করা বা রাতারাতি ধনী হওয়ার আশা নিয়ে এই গেম গুলো খেলে আপনার কোনো লাভ হবেনা।

গেম খেলে টাকা আয় করার সেরা কিছু অ্যাপস / গেমস

এই টাকা ইনকাম করার গেম অ্যাপস গুলো ব্যবহার করে আপনারা নিজের মন পছন্দের গেমস গুলো খেলে টাকা ইনকাম করতে পারবেন। 

এছাড়া, কিছু কিছু অ্যাপস গুলো রয়েছে যেগুলোতে আপনাকে গেম খেলার সাথে সাথে অন্যান্য কিছু tasks গুলোকে করার বিনিময়েও টাকা দেওয়া হয়। 

আবার, অনেক অ্যাপস রয়েছে যেগুলোতে নিজের friends এবং অন্যান্য ব্যক্তিদের invite করে referral income আয় করতে পারবেন।

চলুন, এখন নিচে আমরা সেরা কিছু অ্যাপস এর বিষয়ে জেনেনি যেগুলোতে গেম খেলে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ আপনারা পাবেন।

আপনার যেই গেম বা অ্যাপস পছন্দ হয়ে থাকে, আপনি সেটাকে নিজের mobile এর মধ্যে download করে নিতে পারবেন।

MPL – Mobile Premier League 

MPL mobile premier league অনেকেই ব্যবহার করেছেন এবং এখানে গেম খেলে অনেকেই  ইনকাম করা দেখা গেছে।

এমনিতে এই application আপনারা Google play store থেকে download করতে পারবেননা।

কারণ, প্লে স্টোরে এই অ্যাপস টি নেই, তবে মোটামোটি প্রায় 100Million+ ডাউনলোড MPL এর হয়ে গেছে।

MPL এর এই অ্যাপস এর মধ্যে আপনারা আলাদা আলাদা Games গুলো দেখতে পাবেন।

এখানে আপনারা আলাদা আলাদা 40+ Games পাবেন যেমন, Ludo , Rummy , Poker , Pubg , Free Fire ইত্যাদি।

প্রত্যেকটি গেম খেলেই টাকা ইনকাম করা সম্ভব, তবে গেম গুলোকে কেবল খেললেই হবেনা জিততেও হবে।

এখানে আপনারা Paytm ,Bank, Upi, Amazon Pay মাধ্যমে টাকা জমা করতে পারবেন এবং জিতে পাওয়া টাকা তুলতেও পারবেন।

যদি আপনি কোনো Tournament এর যোগ হয়ে প্রচুর লোকেদের সাথে গেম খেলেন তাহলে Tournament জিততে পারলে একেবারে অনেক টাকা আয় করতে পারবেন।

এছাড়া, 1 V/s 1 হিসেবে অন্যান্য ব্যক্তিদের সাথেও গেম খেলে আয় করতে পারবেন।

Spin And Wheel এর মাধ্যমে আপনারা প্রত্যেক দিন কিছু না কিচি উপহার পেতে থাকবেন, যেমন, Token ইত্যাদি।

শেষে, যদি আপনার referral code এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিরা MPL app নিজেদের মোবাইলে ডাউনলোড করে signup করে থাকে,

তাহলে প্রত্যেক referral এর জন্য আপনি 50 থেকে 100 টাকা ইনকাম করে নিতে পারবেন।

গুগলে “MPL – Mobile Premier League” লিখে সার্চ করলেই এর official website পেয়ে যাবেন যেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন।

Zupee Gold 

অনলাইনে টাকা ইনকাম করার অ্যাপ (app) হিসেবে অনেকেই zupee gold app ব্যবহার করে থাকেন, তাই আপনি চাইলে আপনিও এই গেমিং অ্যাপস ব্যবহার করে ইনকাম করতে পারবেন।

এখানে আপনাকে বেশি কিছু করতে হয়না, আপনাকে কেবল অ্যাপস টি ডাউনলোড করতে হবে এবং Signup করতে হবে।

এবার, সরাসরি টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনারা Refer And Earn প্রক্রিয়ার ব্যবহার করতে পারবেন এবং অন্যান্য ব্যক্তিদের নিজের referral code এর মাধ্যমে invite করে টাকা আয় করতে পারবেন।

এছাড়া, এখানে ইনকাম করার মূল উপায় হলো, কুইজ খেলে টাকা আয় করা

আপনারা প্রচুর Quiz Tournament গুলো পাবেন যেগুলোতে অংশগ্রহণ করতে হবে এবং প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দিতে হবে।

প্রত্যেক প্রশ্নের সাথে আপনাকে কিছু অপসন (options) দিয়ে দেওয়া হবে যেগুলোর মধ্যে থেকে আপনাকে সঠিক উত্তর বেছে নিতে হবে।

যদি আপনার Score সর্বাধিক হয়ে থাকে তাহলে Quiz Tournament আপনি জিতে যাবেন।

Zupee Gold download করার জন্য আপনাকে এর official website (www.zupee.in) এর মধ্যে visit করতে হবে।

Winzogames 

এটাও দারুন একটি platform যেখান থেকে games খেলে online income করা সম্ভব।

এই অ্যাপ টিকে আপনারা Google play store থেকে download করতে পারবেননা। 

তবে, এর official website (www.winzogames.com) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। 

ওয়েবসাইটে ভিসিট করার সাথে সাথে আপনারা mobile number দেওয়ার একটি box দেখতে পাবেন যেখানে আপনাকে আপনার মোবাইল নম্বর দিয়ে দিতে হবে।

এবার, মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর নিচে থাকা “Get Download Link On SMS” বাটনে ক্লিক করুন।

এতে, অ্যাপটি ডাউনলোড করার লিংক আপনার দিয়ে দেওয়া মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। 

অ্যাপটির মধ্যে আপনারা আলাদা আলাদা 70+ GAMES পাবেন যেগুলোকে খেলতে পারবেন।

যেমন, Rummy, Carrom, Pool, Free Fire, Cricket, Penalty shot ইত্যাদি।

কেবল একটি single click করেই নিজের জিতে নেওয়া টাকা UPI, Bank transfer এবং PayTm এর মাধ্যমে তুলতে (withdraw) পারবেন।

Paytm First Games 

ভারতের অনেক জনপ্রিয় এবং বিখ্যাত কোম্পানি Paytm এর তরফ থেকে রয়েছে Paytm First Games যেটার ওপরে বিশ্বাস করার প্রচুর কারণ রয়েছে।

Paytm First Game এর থেকে টাকা তুলার তেমন কোনো ঝামেলা নেই, কারণ এখানে আপনি নিজের Paytm account link করে রাখতে পারবেন।

আর তাই, যেকোনো সময় আয় করা টাকা নিজের paytm account এর মধ্যে পেয়ে যেতে পারবেন।

এছাড়া, আপনার জিতে নেওয়া টাকা UPI এবং Bank transfer এর মাধমেও তুলতে পারবেন।

এখানেও আপনারা Rummy, Fantasy, Ludo, Multiplayer Games এবং tournaments ইত্যাদি খেলে প্রচুর ইনকাম করতে পারবেন।

বলা হচ্ছে যে Paytm এর দ্বারা তৈরি এই অ্যাপ 100% Legal, Safe এবং Secure.

Tournament এবং 1V1 Games গুলো খেলে সেখানে জিততে পারলে আপনি ইনকাম করতে পারবেন।

প্রথম বারের জন্য Paytm First Games এর app Download করার পর আপনাদের ₹50 Bonus দেওয়া হবে।

আপনারা Google play store বা paytmfirstgames.com থেকে সরাসরি এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। 

Dream11 

যদি আপনি প্রশ্ন করে থাকেন যে কোন গেম খেলে অধিক টাকা আয় করা যায়, তাহলে আমার উত্তর হবে “Dream 11” থেকে। 

এই গেম অনেক আগের থেকেই অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং অনেকেই এই গেম খেলছেন।

এটা একটি Sports Fantasy League App যেখানে sports games খেলে টাকা আয় করার সুযোগ দেওয়া হয়।

এছাড়া, Refer And Earn ইনকাম মডেল এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের এই গেমে invite করেও ইনকাম করতে পারবেন।

গেমটিতে আপনাকে নিজের একটি players এর team তৈরি করতে হবে এবং real-life match এর ওপরে নির্ভর করে আপনাকে score দেওয়া হবে।

অধিক points score করতে পারলে আপনি cash prizes জিততে পারবেন।

আপনারা এই গেম ডাউনলোড করার জন্য গুগলে Download Dream 11 লিখে সার্চ করুন, আপনারা এর official website পেয়ে যাবেন যেখান থেকে গেমটি ডাউনলোড করা যাবে। 

আপনারা সরাসরি – www.dream11.com ওয়েবসাইটে গিয়ে গেমটি ডাউনলোড করতে পারবেন।

Qurekapro 

যদি আপনারা মোবাইলে কুইজ খেলে টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে অবশই Qurekapro app ব্যবহার করে অনলাইনে ইনকাম করতে পারবেন।

Qureka এর মধ্যে আপনারা Quiz games পাবেন যেগুলোকে সহজেই খেলতে পারবেন।

তবে, এই গেম এর মধ্যে জিতার জন্য আপনার সাধারণ জ্ঞান ভালো থাকতে হবে।

কারণ, এখানে আপনাকে Quiz মানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে।

আর, যেই ব্যক্তি সব থেকে অধিক শুদ্ধ উত্তর দিবেন, তার score থাকবে সর্বাধিক এবং সেই Quiz tournament জিতে যাবেন টাকা পেয়ে যাবেন।

গেমটি ডাউনলোড করার জন্য আপনাদের এর official website (www.qurekapro.com) এর মধ্যে গিয়ে নিজের mobile number দিয়ে দিতে হবে।

আপনার দেওয়া মোবাইল নম্বরে Game Download Link সাথে সাথে SMS এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

Nostra Gamus 

Nostra Gamus gaming app টি অবশই অনেক জনপ্রিয়তা লাভ করেছে একটি best earning game হিসেবে।

এখানে আপনারা বিভিন্ন ধরণের গেমস (Games) গুলো খেলতে পারবেন।

যেমন, Fantasy Sports, Card Games, Live Quiz, Pool, Go chicken go ইত্যাদি প্রচুর গেমস রয়েছে।

এখানে প্রচুর আলাদা আলাদা Tournament হয়ে থাকে যেখানে জিততে পারলে আপনি টাকা পাবেন।

এপ্লিকেশন টি আপনারা সরাসরি এর official website (www.nostragamus.in) থেকে download করে নিতে পারবেন।

কোন গেম খেলে টাকা আয় করা যায় ?

দেখুন, ওপরে বলা প্রত্যেকটি গেমিং অ্যাপস বা গেম গুলো প্রায় একি রকমের এবং প্রত্যেকটিতেই টাকা ইনকাম করার জন্য আপনাকে tournament জিততে হবে। 

তাই, ওপরে বলা গেম গুলোর মধ্যে কোনটার থেকে অধিক ইনকাম করা যাবে সেটা বলাটা সম্ভব না।

আপনি প্রত্যেকটিতেই refer & earn এর option পাবেন, তাই অন্যান্য ব্যক্তিদের গেম গুলোতে invite করলে আলাদা করে referral income যায় করতে পারবেন।

এছাড়া, প্রচুর আলাদা আলাদা রকমের গেম গুলো পাবেন, তাই নিজের পছন্দ হিসেবে গেম সিলেক্ট করে খেলতে পারবেন।

এমনিতে ইন্টারনেটে প্রচুর গেমিং অ্যাপস (Gamming apps) রয়েছে যেগুলো যেগুলো গেম খেলার জন্য টাকা দেওয়ার কথা বলে যদিও পরে গিয়ে কোনো টাকা দেয়না। 

তাই, আপনি যদি মোবাইল থেকে গেম খেলে টাকা ইনকাম করার জন্য কিছু সেরা Games খুঁজছেন, তাহলে ওপরে বলা গেমস গুলো খেলে দেখুন। 

আমি আশা করছি, আমাদের আজকের আর্টিকেল “best games to earn money online” আপনাদের ভালো লেগেছে।

আর্টিকেলটি ভালো লেগে থাকলে সোশ্যাল মিডিয়াতে অবশই শেয়ার করবেন।

 

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top