৯ টি জনপ্রিয় টাকা ইনকাম করার অ্যাপ (android apps) – ২০২১

টাকা ইনকাম করার অ্যাপ
Best android apps to earn part-time extra money.

টাকা আয় করার apps: বন্ধুরা, বর্তমান সময়ে গুগল প্লে স্টোরে আমরা নানান ধরণের apps পেয়ে থাকি যেগুলোর মাধ্যমে টাকা আয় করা যেতে পারে।

এই apps গুলো হয়তো আমাদের bank account, Paytm account, mobile recharge, coupon ইত্যাদি হিসেবে আয় করা টাকা দিয়ে থাকে।

তবে মনে রাখবেন, প্লে স্টোরে থাকা এই বিভিন্ন money earning android apps গুলোর প্রত্যেকটাই কিন্তু ভালো হতে হবে বলে কথা নেই।

টাকা ইনকাম করার অ্যাপ গুলোর মধ্যে অনেক এমন অ্যাপ (apps) রয়েছে, যেগুলো কাজ হওয়ার পর আপনাকে টাকা দিয়ে থাকেনা।

তাই, এই ধরণের অ্যাপস (apps) এর মাধ্যমে আয় করার ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকা দরকার।

তাছাড়া আমি আগেই বলে দিচ্ছি যে, অনলাইনে টাকা আয় করার অ্যাপ গুলো ব্যবহার করে আপনারা তেমন বেশি টাকা আয় করতে পারবেননা।

মানে, এই ধরণের apps গুলো আপনার প্রচুর সময় নষ্ট করে কেবল সাধারণ পরিমানের টাকা আপনাকে দেয়।

তাই, আমি কখনোই এই ধরণের apps এর মাধ্যমে টাকা ইনকাম করার পরামর্শ আপনাকে দিবোনা।

তবে, আপনি যদি নিজের খুশি এবং ইচ্ছের থেকে কিছু ভালো এবং ট্রাস্টেড টাকা ইনকাম apps গুলোর বিষয়ে জেনেনিতে চাচ্ছেন,

তাহলে নিচে আমি বর্তমানের সেরা ১১ টি android apps এর বিষয়ে বলে দিচ্ছি, যেগুলো ব্যবহার করে আপনারা কিছু হলেও ইনকাম করতে পারবেন।

Apps গুলোর ওপরে ইন্টারনেটে থাকা review, comments এবং ratings এর ওপরে নির্ভর করেই আমি এগুলোর বিষয়ে আপনাকে বলছি।

তাহলে চলুন, নিজের মোবাইল থেকে টাকা ইনকাম করার জন্য কিছু সেরা এন্ড্রয়েড অ্যাপ গুলোর বিষয়ে জেনেনি।

সেরা 9 টি টাকা ইনকাম করার অ্যাপ – (Android app থেকে আয়)

আমি কখনোই টাকা আয় করার apps গুলো ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকিনা।

কারণ, এই ধরণের apps গুলো আপনার সময় প্রচুর পরিমানে নষ্ট করে থাকে।

তবে, আপনার কাছে যদি প্রচুর সময় রয়েছে, তাহলে অবশই এই apps গুলো ব্যবহার করে কিছুটা পার্ট-টাইম ইনকাম অবশই করে নিতে পারবেন।

ইন্টারনেটে থাকা রিভিউ এবং কমেন্ট গুলো পড়ার পর, আমি বুঝতে পেরেছি যে,

প্রচুর housewives, retired persons, students ইত্যাদি এই ধরণের android apps এর মাধ্যমে কিছুটা part-time income করে নিচ্ছেন।

তাই, আপনিও এই apps গুলো ব্যবহার করে কিছুটা অবশই আয় করে নিতে পারবেন।

9 best android apps to earn money part-time

যেগুলো এপস আমাদের টাকা আয় করার সুযোগ দেয়, সেগুলোর একটি বেসিক কনসেপ্ট রয়েছে।

এখানে মূলত app referral, গেম খেলে, app install, survey, ভিডিও দেখে ইত্যাদি এই ধরণের কাজ গুলো আপনাকে করতে বলা হবে।

কাজ গুলো সঠিক ভাবে করার পর, আপনাকে কিছু টাকা দেওয়া হবে।

চলুন বন্ধুরা, এবার এক এক করে প্রত্যেকটি “টাকা ইনকাম apps” গুলোর বিষয়ে আমরা জেনেনেই।

  1. Meesho app (online reselling app)
  2. Google opinion rewards
  3. Poll Pay
  4. Current rewards – (গান শুনে এবং গেম খেলে আয় করুন)
  5. Roz Dhan 
  6. TaskBucks
  7. CashBuddy
  8. Earn Talktime
  9. Pocket Money

চলুন, এবার আমরা প্রত্যেকটি এপস গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।

Pocket Money

Pocket Money হলো একটি জনপ্রিয় এবং বিস্বাসী android app যেটার রেটিং গুগল প্লে স্টোরে রয়েছে ৪.২.

এখানেও আপনারা বিভিন্ন আলাদা আলাদা tasks গুলোকে সম্পূর্ণ করে rewards গ্রহণ করতে পারবেন।

  • Pocket money app এর মধ্যে থাকা বিভিন্ন apps গুলোকে ডাউনলোড করে ইনকাম করতে পারবেন।
  • Tambola Game খেলুন এবং টাকা আয় করুন।
  • Refer & Earn এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের দ্বারা এই app ইনস্টল করিয়ে প্রত্যেক দিন Rs.১৬০ টাকা আয় করুন।
  •  weekly contests গুলোতে যোগদান করে দারুন উপহার পেয়ে যেতে পারবেন।
  • বিভিন্ন survey গুলোকে সম্পূর্ণ করেও আপনার ইনকাম হবে।

আপনি আপনার আয় করা টাকা গুলো “Mobile Recharges” এবং “paytm transfer” এর মাধ্যমে redeem করতে পারবেন।

>> Download pocket money app

Meesho app

Meesho হলো একটি product reselling app যেটা ব্যবহার করে সত্যি unlimited টাকা আয় করা সম্ভব।

এখানে, সব রকমের clothing products রয়েছে যেমন, sarees, kurta, ladies tops, suits ইত্যাদি।

এই  প্রোডাক্ট গুলোকে আপনারা আবার resell করে টাকা আয় করতে পারবেন।

Android app টি নিজের মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করার পর, একটি একাউন্ট তৈরি করতে হবে।

এবার, যেও প্রোডাক্ট আপনারা অন্যান্য বেক্তিদের বিক্রি করতে চাচ্ছেন, সেটাকে সিলেক্ট করুন।

প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনি সেটা যেই দামে বিক্রি করতে চাচ্ছেন সেটা দিয়ে দিতে হবে।

এবার শেষে, আপনি আপনার product এর লিংক বিভিন্ন social media apps বা platform গুলোতে শেয়ার করতে পারবেন।

যদি আপনার শেয়ার করা প্রোডাক্ট কেও কিনে নেওয়ার উদ্দেশ্যে order করেন,

তাহলে meesho তরফ থেকে সেই প্রোডাক্ট এর ডেলিভারি করিয়ে দেওয়া হবে।

এবং, product এর আসল দাম meesho নিজের কাছে রেখে আপনাকে আপনার দাম দিয়ে দিবে।

এর মাধ্যমে আপনারা নিজের ঘর থেকেই ই-কমার্স ব্যবসা চালিয়ে যেতে পারবেন।

এবং, সব থেকে দারুন বেপার এটাই যে, আপনার নিজের কাছে কোনো ধরণের স্টক (stock) রাখতে হবেনা।

>> Download meesho app  

Google opinion rewards

Google survey team এর দ্বারা তৈরি এই reward app এর মূল উদ্দেশ্য হলো লোকেদের বিভিন্ন সার্ভেতে (survey) অংশ গ্রহণ করানো।

App টি ডাউনলোড এবং ইনস্টল করার পর আপনাকে নিজের বিষয়ে কিছু সাধারণ details দিয়ে দিতে হবে।

এবার, প্রত্যেক সপ্তায় সপ্তায় আপনাকে কিছু survey পাঠানো হবে।

এই সার্ভে গুলোতে অংশ গ্রহণ করে সেগুলোকে সম্পূর্ণ করলে আপনি প্রায় $1 পর্যন্ত গুগল প্লে ক্রেডিট পেতে পারবেন।

চিন্তা করবেননা, একবার আপনি app টিকে ডাউনলোড এবং ইনস্টল করার পর, প্রত্যেক নতুন সার্ভের নোটিফিকেশন আপনি পেতে থাকবেন।

>> Download the app 

Poll Pay

এটাও একটি দারুন সার্ভে করে অনলাইনে টাকা আয় করার অ্যাপ।

এখানেও আপনাকে বিশেষ কিছু করতে হবেনা।

সোজা, কিছু সাধারণ সার্ভে গুলোর উত্তর জমা করুন এবং মোবাইল থেকে টাকা ইনকাম করুন।

এই cash app থেকে ইনকাম করা টাকা আপনারা বিভিন্ন মাধ্যমে তুলতে পারবেন।

যেমন, PayPal Cash, free voucher, coupons, Amazon gift cards.

Real rewards এবং free gift cards গ্রহণ করার জন্য কেবল নিজের ঘরে বসে মোবাইলের মাধ্যমে সার্ভে গুলো সম্পূর্ণ করতে হবে।

সার্ভে গুলোর মধ্যে আপনাকে বিভিন্ন বিষয়ে নিজের পরামর্শ এবং উত্তর দিতে বলা হবে যেটা জেকেও দিতে পারবে।

>> Download poll pay 

Current rewards

আপনারা শুনেছেন হয়তো যে, বর্তমানে গেম খেলে টাকা আয় করার বিভিন্ন apps রয়েছে।

হে, এটাও এমন একটি android app যেটার মাধ্যমে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার কথা বলা হয়েছে।

তবে কেবল গেম খেলেই নয়, আপনারা এই apps এর মাধ্যমে গান শুনেও টাকা ইনকাম করতে পারবেন।

এমনিতে, আমি নিজেই এই app ব্যবহার করে দেখিনি। তবে, গুগল প্লে স্টোরে এই অ্যাপ এর বিষয়ে এটাই লিখা আছে।

৪.৪ রেটিং এর সাথে প্লে স্টোরে থাকা এই অ্যাপ টিতে refer & earning এর সুযোগ অবশই দেওয়া হয়েছে।

মানে, app টিকে refer করলে ৫% চিরকালের জন্য পেতেই থাকবে বলে বলা হয়েছে।

তাছাড়া, cashbacks, weekly giveaways, lock screen rewards এর মতো অন্যান্য মাধ্যম রয়েছে এই অ্যাপ থেকে ইনকাম করার।

>> Download current reward app 

Roz Dhan

এই app টিকে Best Money Earning App হিসেবে বলা হয়।

কারণ, এই অ্যাপ ব্যবহার করে প্রায় অনেকেই প্রচুর টাকা আয় করেছেন বলে ইন্টারনেটে প্রচুর রিভিউ রয়েছে।

প্রথম বারের জন্য Roz Dhan app এর মধ্যে লগইন করার সাথে সাথে আপনাকে Rs.50 টাকা দেওয়া হবে।

তাছাড়া, নিজের বন্ধুদের এই apps টিতে রেফার করেও আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন।

আপনার referral করা link বা code এর মাধ্যমে এই app এর মধ্যে login করা প্রত্যেক user এর বিপরীতে আপনাকে ₹12 দিয়ে দেওয়া হবে।

এছাড়াও, বিভিন্ন ধরণের Instant Cash Tasks রয়েছে যেগুলো করে সাথে সাথে টাকা ইনকাম করা সম্ভব।

আপনার আয় করা টাকা আপনি Paytm account এর মাধ্যমে তুলতে পারবেন।

App install, play games, read news, check daily horoscope, walking task, Puzzle Task এবং complete survey tasks,

এই ধরণের কাজ গুলো করে এখানে টাকা আয় করতে পারবেন।

>> Download Roz Dhan 

TaskBucks

এই android application এর মাধ্যমে ইনকাম করার প্রচুর উপায় রয়েছে।

এখানে আপনারা, Quiz খেলে, গেম খেলে, বিভিন্ন ধরণের টাস্ক সম্পূর্ণ করে এবং লোকেদের invite বা refer করে টাকা আয় করতে পারবেন।

টাকা আয় করার apps গুলোর মধ্যে সব থেকে সেরা এই app টিকে বলা হয়েছে।

আপনি এখানে আয় করা coins গুলোকে paytm cash বা free mobile recharge হিসেবে তুলতে পারবেন।

তাছাড়া, daily contests গুলোতে যোগদান করে ফ্রি মোবাইল রিচার্জ পাওয়ার কোথাও এখানে বলা হয়েছে।

Google play store এর মধ্যে এই app এর রেটিং রয়েছে ৪.১.

>> Download TaskBucks app 

CashBuddy

এটা হলো একটি social app যেখানে আপনারা কিছু সাধারণ কাজ গুলো করে টাকা আয় করতে পারবেন।

যেমন, sharing Pics & GIFs, installing & registering free android Apps, Games & Websites ইত্যাদি।

এছাড়াও, cashbuddy মাধ্যমে আপনারা অনলাইনে শপিং করে প্রচুর cashback আদায় করতে পারবেন।

আয় করা টাকা আপনারা Paytm, Amazon এবং Flipkart cash এর মাধ্যমে redeem করতে পারবেন।

শেষে, Invite and Earn এর সুবিধে তো রয়েছেই যেটার মাধ্যমে আপনারা app টিকে রেফার (refer) করে আয় করতে পারবেন।

>> Download CashBuddy app 

Earn Talktime

এই অ্যাপ এর মাধ্যমে টাকা আয় করার জন্য মূলত refer & earn এর option রয়েছে।

আপনি নিজের referral link বা code এর মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের এই app টিতে যোগ করিয়ে income করতে পারবেন।

তাছাড়া, app টির থেকে সোজা শপিং করলেও প্রচুর cashback পেয়ে যাবেন।

অ্যাপস (apps) ডাউনলোড করে টাকা আয় করার সুবিধাও এখানে দেওয়া হয়েছে।

বিভিন্ন, free android apps গুলো নিজের মোবাইলে ডাউনলোড করে ব্যবহার করার বিপরীতে আপনাকে টাকা দেওয়া হবে।

অ্যাপ থেকে আয় করা টাকা আপনারা “Prepaid Recharge”, “DTH Top-up”, “Postpaid mobile bill payment” এবং “Shopping Vouchers” হিসেবে redeem করতে পারবেন।

>> Download the app 

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, আশা করছি best money earning android apps নিয়ে লিখা আজকের আর্টিকেল আপনাদের ভালো লেগেছে।

মোবাইল থেকে টাকা ইনকাম করার অ্যাপ (apps) এমনিতে প্রচুর পেয়ে যাবেন।

তবে, app গুলোতে কাজ করার পর সেগুলো আপনাকে টাকা দিবে কি না, সেটাই হলো সব থেকে বড় প্রশ্ন।

তবে, ইন্টারনেটে বিভিন্ন review এবং comments দেখার পর আমি ওপরে এই, টাকা ইনকাম apps গুলোর বিষয়ে লিখেছি।

আমি নিজেই apps গুলো ব্যবহার করে দেখিনাই, তাই apps গুলো আপনাকে সঠিক ভাবে payment করবে কি না সেটা কিন্তু আপনার নিজেই দেখতে হবে।

তাছাড়া, যদি আজকের এই আর্টিকেল আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করবেন।

এবং, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে, নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।

About The Author

1 thought on “৯ টি জনপ্রিয় টাকা ইনকাম করার অ্যাপ (android apps) – ২০২১”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top