ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় (How to earn money from Facebook), নিয়ে আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করতে চলেছি।

এমনিতে, যখন আমরা ফেসবুক থেকে টাকা আয় করার কথা বলে থাকি, তখন মুখ্য ভাবে একটি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করাটাই বোঝায়।
কেননা, যখন আপনার কাছে নিজের একটি Facebook Page থাকবে, তখন আপনি বিভিন্ন মাধ্যমে ফেসবুক থেকে অনলাইন ইনকাম করতে পারবেন।
কিছু দিন আগেই, Facebook দ্বারা তাদের নিজস্ব একটি online earning program লঞ্চ করেছিলেন যার মাধ্যমে Facebook user রা তাদের আপলোড করা কনটেন্ট গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।
এবং নিচে Facebook এর এই official monetization program এর বিষয়ে আমি বিস্তারিত ভাবে আপনাদের বলবো।
Facebook আজ বিশ্বের সব থেকে জনপ্রিয় একটি social networking site যেটা প্রত্যেকেই ব্যবহার করে থাকেন।
তাই, ফেসবুক এর মধ্যে বেকার সময় নষ্ট না করে যদি আপনি এই ফেসবুক থেকেই ভালো কাজে লাগিয়ে কিছুটা ইনকাম করে নিতে পারেন,
তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে।
তাই যদি এখন আপনিও এটাই ভাবছেন যে, ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় তাহলে নিচে এর উত্তর পেয়ে যাবেন।
নিচে আপনি সেই প্রত্যেকটি উপায় গুলোর বিষয়ে এক এক করে বলেছি যেগুলোর মাধ্যমে একটি ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়।
তবে চলুন সবচেয়ে আগেই আমরা ফেসবুক এর বিষয়ে খানিকটা জেনেনেই।
Facebook কি ? (What Is Facebook in Bangla)
ফেসবুক হলো একটি online social networking site যেখানে জেকেও নিজের একটি ফ্রি একাউন্ট তৈরি করে বিশ্বজুড়ে অন্যান্য ফেসবুক ইউসার দের সাথে যোগাযোগ করতে পারেন।
Facebook এর মাধ্যমে অনলাইনে নিজের চেনা অচেনা বন্ধু-বান্ধবের সাথে সংযুক্ত হতে পারবেন, প্রিয়জনের সাথে, পরিবারের সদস্যের সাথে বা অচেনা লোকেদের সাথেও সংযুক্ত হতে পারবেন।
একজন Facebook user নিজের profile এর মধ্যে pictures, music, videos, articles এবং নিজের মনের কথা status হিসেবে শেয়ার করতে পারেন যেগুলো অন্যান্য ফেসবুক ইউসাররা দেখতে পারবেন।
সরাসরি বললে ফেসবুক এর মাধ্যমে আপনি নিজের একটি online community তৈরি করতে পারবেন যেখানে নিজের ইচ্ছে হিসেবে content বা thoughts শেয়ার করতে পারবেন।
Mark Zuckerberg দ্বারা ২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠিত (founded) হয়ে থাকে।
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় ?
Facebook সম্পূর্ণ free একটি online social networking platform যেটা ব্যবহার করার জন্য বা যেখানে একাউন্ট তৈরি করার জন্য আমাদের এক টাকাও ফেসবুককে দিতে হয়না।
এছাড়া, ফেসবুক ব্যবহার করার বিপরীতে আমাদেরকেও কিন্তু কোনো রকমের টাকা বা উপহার দেওয়া হয়না।
তবে, আমরা প্রত্যেকেই জানি যে Facebook একটি অনেক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেটার ব্যবহার কোটি কোটি লোকেরা বিশ্বজুড়ে করছেন।
তাই, আমরা একটি ফেসবুক একাউন্ট এর মাধ্যমে সেই কোটি কোটি লোকেদের সাথে সংযুক্ত (connect) হতে পারবো এবং তাদের মাধ্যমেই টাকা আয় করতে পারবো।
একটি কথা ভালো করে মনে রাখবেন যে, ফেসবুক আমাদের সরাসরি টাকা দিয়ে থাকেনা।
হে তবে, আমরা ফেসবুক এর ব্যবহার করে বিভিন্ন উপায়ে অনলাইন ইনকাম (online income) অবশই করতে পারবো।
চলুন, এখন আমি আপনাদের সরাসরি সেই উপায় গুলো বলে দিচ্ছি যেগুলোর মাধ্যমে আপনারা নিজের ফেসবুক একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
- Facebook marketplace
- Drive traffic to blog / affiliate site
- Product selling
চলুন প্রত্যেকটি উপায় গুলোর বিষয়ে বিস্তারিত ভাবে জেনেনেই।
Facebook marketplace
আপনাদের মধ্যে অনেকেই হয়তো ফেসবুক মার্কেটপ্লেস এর নাম অবশই শুনেছেন, কিন্তু এটা আসলে কি সেটা এখনো জানেননা।

Facebook marketplace হলো ফেসবুক এর দ্বারা দিয়ে দেওয়া একটি service যেটার মাধ্যমে বিভিন্ন products গুলোকে কেনাবেচা (buy / sell) করা যাবে।
আপনার যদি একটি ফেসবুক একাউন্ট আছে, তাহলে অবশই আপনিও এখানে যেকোনো নতুন বা পুরোনো পণ্য (products) গুলোকে বিক্রি করার ক্ষেত্রে শেয়ার করতে পারবেন।
Products গুলোকে বিক্রি করার জন্য আপনাকে Facebook marketplace এর মধ্যে গিয়ে “create new listing” এর মধ্যে click করতে হবে।
এর পর, আপনি যেই product বিক্রি করতে চাইছেন, সেটার ছবি (photos) এবং ডিটেলস (details) গুলো সঠিক ক্যাটেগরির সাথে দিয়ে দিতে হবে।
এখন, বিভিন্ন লোকেরা ইন্টারনেটের মাধ্যমে যখন Facebook marketplace এর মধ্যে চলে আসবেন, তখন তারা আপনার দিয়ে দেওয়া পণ্য (product) দেখতে পাবেন।
আর যদি কোনো user আপনার দিয়ে দেওয়া পণ্য কিনে নিয়ে চান, তাহলে সে আপনাকে সরাসরি ফেসবুক এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
এভাবেই, আপনারা ফেসবুক মার্কেটপ্লেস এর মাধ্যমে একটি দারুন অনলাইন ই-কমার্স ব্যবসা (e-commerce business) চালিয়ে যেতে পারবেন এবং প্রচুর ইনকাম করতে পারবেন।
Drive traffic to blog / affiliate site
যদি আপনার একটি blog বা affiliate ওয়েবসাইট রয়েছে, তাহলে অবশই অনেক সহজে নিজের ওয়েবসাইটে ফেসবুক থেকে traffic / visitors নিয়ে যেতে পারবেন।
অনেক blogger রা রয়েছেন, যারা বিভিন্ন দেশ থেকে অন্যান্য দেশের ভিসিটর্স দের ফেসবুক এর মাধ্যমে নিজের ওয়েবসাইটে নিয়ে আসেন।
এতে, তাদের ওয়েবসাইটের মধ্যে প্রচুর social media traffic চলে আসে এবং তারা Google AdSense, Affiliate marketing ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ব্লগ থেকে টাকা আয় করে থাকেন।
তবে, ফেসবুক থেকে প্রচুর traffic নিজের blog বা affiliate website এর মধ্যে নিয়ে আসার জন্য আপনার ফেসবুক একাউন্টে প্রচুর followers বা Facebook friends থাকতে হবে।
তবে আপনি চাইলে, Facebook paid ads চালিয়ে কিছু টাকা ফেসবুককে দিয়ে ভালো পরিমানের traffic নিজের ওয়েবসাইট বা ব্লগে পেতে পারবেন।
এভাবেই, একটি affiliate website বানিয়ে তারপর Facebook এর মাধ্যমে প্রচুর social media traffic গ্রহণ করে সেই ওয়েবসাইট থেকে প্রচুর এফিলিয়েট ইনকাম লোকেরা করছেন।
Product selling
যদি আপনার Facebook এর friend list এর মধ্যে প্রচুর friends রয়েছে বা ফেসবুকে যদি আপনার প্রচুর followers রয়েছে,
তাহলে অবশই আপনি বিভিন্ন products গুলোকে ফেসবুকে প্রোমোট করে প্রচুর গ্রাহক পেতে পারবেন।
ফেসবুক এর মাধ্যমে আপনারা যেকোনো product এর জন্য লক্ষ্যবস্তু (targeted) গ্রাহক (customers) অবশই পাবেন।
কারণ, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই বর্তমানে ফেসবুকে সক্রিয় (active) থাকেন।
ধরুন, আপনি ফেসবুকের মাধ্যমে কোনো পণ্য প্রচার করে সেই পণ্যের জন্য গ্রাহক পেতে চাইছেন।
এক্ষেত্রে, আপনাকে নিজের ফেসবুক একাউন্টে সেই পণ্যের ছবি এবং ডিটেলস (details) দিয়ে দিতে হবে।
এবার, আপনার পোস্ট করা পণ্যের ছবি এবং ডিটেলস গুলো আপনার friend list এর মধ্যে থাকা অন্যান্য Facebook user রা দেখতে পাবেন।
তাই, যদি আপনার product কারো ভালো লেগে থাকে তাহলে অবশই সেই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবেন প্রডাক্টটি কেনার উদ্দেশ্যে।
এভাবেই আজ লোকেরা, শাড়ী, কেক, খাবার, electronics, dress ইত্যাদি বিভিন্ন product গুলো Facebook এর মধ্যে share করে সেগুলোর মার্কেটিং করেন এবং ফলে নতুন নতুন গ্রাহক পেয়ে যান।
ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় গুলো
ওপরে আমি কেবল সেই উপায় গুলো বলেছি যেগুলোর মাধ্যমে একটি ফেসবুক পেজ ছাড়া সরাসরি ফেসবুক একাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন।
তবে এবার আমরা ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা আয় করা যায় এই বিষয়ে জেনে নিবো।
যদি আপনার Facebook page এর মধ্যে প্রচুর followers থাকে, তাহলে অবশই বিভিন্ন উপায়ে টাকা আয় করতে পারবেন।
তাই, সবচেয়ে আগেই আপনাকে নিজের একটি Facebook page তৈরি করতে হবে।
নিজের Facebook account এর মধ্যে login করে options এর tab এর মধ্যে আপনারা “create a page” এর link দেখতে পারবেন।
তবে, যদি আপনি টাকা আয় করার উদ্দেশ্যে ফেসবুক পেজ বানানোর কথা ভাবছেন, তাহলে কিছু কথা মাথায় রেখে আপনাকে পেজ তৈরি করতে হবে।
১. একটি ভালো niche সিলেক্ট করুন
Niche মানে হলো বিষয় বা টপিক (topic).
আপনাকে আগের থেকেই একটি এমন বিষয় বা টপিক এর কথা ভাবতে হবে যেটা নিয়ে আপনার ভালো জ্ঞান রয়েছে।
এবং এমন একটি বিষয় যেটা নিয়ে আপনি নিয়মিত নিজের পেজ কনটেন্ট পোস্ট করতে পারবেন।
তাই, সবচেয়ে প্রথমেই আপনাকে একটি সেরা টপিক (niche) খুঁজে বের করতে হবে যেটা নিয়ে আপনি একটি পেজ তৈরি করবেন।
সিলেক্ট করা টপিক নিয়ে যদি আপনার জ্ঞান না থাকে বা কোনো ইন্টারেস্ট না থাকে, তাহলে আপনি নিয়মিত সেই পেজে কনটেন্ট পোস্ট করার ক্ষেত্রে অসফল হয়ে থাকবেন।
২. রেগুলার কনটেন্ট পাবলিশ করুন
দেখুন, ফেসবুক পেজ থেকে ইনকাম করার ক্ষেত্রে যেগুলো উপায় আমরা ব্যবহার করবো, সেগুলোর জন্য আপনার পেজে প্রচুর ফলোয়ার্স (followers) থাকতে হবে।
আর যেকোনো ফেসবুক পেজের মধ্যে প্রচুর followers পাওয়ার জন্য আপনাকে প্রথমে সেখানে নিয়মিত ভাবে কনটেন্ট পোস্ট করতে হবে।
নিয়মিত কাজের এবং মজার কনটেন্ট পোস্ট করতে থাকলে ফেসবুকে লোকেদের প্রচুর আকর্ষণ পাবেন।
আর তাই, ধীরে ধীরে আপনার ফেসবুক পেজে ফলোয়ার্স এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে।
৩. টাকা ইনকাম করুন
যখন ধীরে ধীরে আপনার তৈরি করা ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার্স বাড়তে থাকবে সেভাবেই আপনিও বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে পেজ থেকে টাকা আয় করার কথা ভাবতে পারবেন।
একবার ফেসবুক পেজের মধ্যে ভালো মানের user / follower base তৈরি হয়ে গেলে আপনারা নিচে দেওয়া উপায় গুলো ব্যবহার করে টাকা আয় করতে পারবেন।
কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায় ?
- Affiliate marketing করে টাকা ইনকাম করুন
- ফেসবুক পেজ বিক্রি করে টাকা আয় করুন
- Facebook In-stream ads এর মাধ্যমে ইনকাম
- ফেসবুকে নিজের product বিক্রি করুন
- অন্যদের blog / website গুলো promote করুন
- Brand promotion করে ফেসবুক থেকে টাকা আয়
চলুন বিষয় গুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করে নেই।
Affiliate marketing করে টাকা ইনকাম করুন
আপনি যেকোনো একটি ভালো affiliate program এর সাথে সংযুক্ত হয়ে তাদের product গুলোর affiliate link নিজের ফেসবুক পেজ এর মধ্যে শেয়ার করতে পারবেন।
এবার, যদি আপনার শেয়ার করা এফিলিয়েট লিংক এর মধ্যে ক্লিক করে কোনো ইউসার সেটাকে কিনে থাকেন, তাহলে পণ্যের কোম্পানির তরফ থেকে আপনি কমিশন পাবেন।
অনেকেই বিভিন্ন products গুলোর affiliate links নিজেদের ফেসবুক পেজে শেয়ার করে ভালো ইনকাম করছেন।
এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি business model যেখানে একটি কোম্পানি আপনাকে তাদের পণ্য (product) গুলো আপনার কোনো অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে প্রচার এবং বিক্রি করানোর বিপরীতে আপনাকে কমিশন দিয়ে থাকে।
বর্তমান সময়ে, এফিলিয়েট মার্কেটিং হলো ইন্টারনেট থেকে অনলাইন টাকা উপার্জন করার সব থেকে লাভজনক উপায়।
আজকাল প্রায় প্রত্যেক ই-কমার্স কোম্পানি গুলোর এফিলিয়েট প্রোগ্রাম অবশই থাকে।
তাই, আপনারা বিভিন্ন রকমের products এর company গুলোর সাথে একটি affiliate account তৈরি করে নিজের affiliate link গুলো ফেসবুক পেজে share করে টাকা ইনকাম করতে পারবেন।
ফেসবুক পেজ বিক্রি করে টাকা আয় করুন
যেগুলো ফেসবুক পেজের মধ্যে প্রচুর like এবং followers থাকে, সেগুলোকে অনেক company বা ব্যক্তিরা অনেক সময় কিনে নিতে চান।
তাই, যদি আপনার পেজে প্রচুর like / followers আছে, তাহলে অবশই আপনিও আপনার পেজে অধিক দামে বিক্রি করতে পারবেন।
পেজ বিক্রি করার জন্য আপনারা মার্কেটিং, ব্লগিং, অনলাইন ইনকাম, SEO ইত্যাদির সাথে জড়িত বিভিন্ন ফেসবুক গ্রুপ গুলোতে গিয়ে লোকেদের জিগেশ করতে পারবেন।
যদি আপনার পেজ নিয়মিত আপডেট করা হয়, সেখানে নিয়মিত কনটেন্ট পোস্ট করা হয় এবং ফলোয়ার্সরা পোস্ট গুলোতে কমেন্ট এবং লাইক করে থাকেন, তাহলে সেই পেজ অনেক অধিক দামে বিক্রি করতে পারবেন।
Facebook In-stream ads এর মাধ্যমে ইনকাম
কিছু দিন আগেই ফেসবুক এর দ্বারা In-stream ads নামের একটি দারুন program / service শুরু করা হয়েছিল।
এই program এর মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন (short ads) দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
কিছুটা বিজ্ঞাপনের মাধ্যমে ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করার প্রক্রিয়ার মতোই।
ফেসবুকের ক্ষেত্রেও বিভিন্ন ধরণের বিজ্ঞাপন (pre-roll, mid-roll এবং image ads) আপনার ভিডিও গুলোতে দেখানো হবে যেগুলোর জন্য আপনি টাকা পাবেন।
তবে ফেসবুক পেজে আপলোড করা ভিডিও গুলোতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করার জন্য কিছু শর্ত বা নিয়ম রয়েছে।
- আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে।
- আপনি যেই পেজে ভিডিও পাবলিশ করছেন সেখানে কমেও 10,000 followers থাকতে হবে।
- Partner Monetization Policies গুলোকে মেনে চলতে হবে।
- আপনার বয়েস কমেও ১৮ হতে হবে।
- আপনি একটি in-stream ads eligible country তে বসবাস করতে হবে।
- বিগত ৬০ দিনের মধ্যে কমেও ৩ মিনিট লম্বা (long) ভিডিও গুলোতে কমেও ৩০,০০০ বার ১ মিনিট ভিউ হতে হবে।
ফেসবুকে নিজের product বিক্রি করুন
যদি আপনার ফেসবুক পেজের মধ্যে একটি ভালো follower-base তৈরি হয়ে গেছে, তাহলে যেকোনো পণ্যের প্রচার করার ক্ষেত্রে সেই পেজে দারুন কাজে আসবে।
তাই, আপনি চাইলে নিজের কোনো products / services গুলোকে সেই পেজের মাধ্যমে প্রচার করে ফেসবুক এর মাধ্যমে সরাসরি গ্রাহক (customer) পেয়ে যেতে পারবেন।
এরকম অনেকেই রয়েছেন যারা নিজের জনপ্রিয় ফেসবুক পেজার দ্বারা নিজের কোনো product প্রচুর পরিমানে প্রচার করছেন।
আপনি কোনো ছোট-খাটো প্রডাক্ট থেকে শুরু করে ইউনিক কিছু প্রডাক্ট সিলেক্ট করে ফেসবুক এর মাধ্যমে সেগুলোকে সহজেই প্রচার করতে পারবেন।
অনেকেই আবার বিভিন্ন ধরণের eBook এবং বিভিন্ন বিষয়ে online course বানিয়ে সেগুলোকে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করে থাকেন।
অন্যদের blog / website গুলো promote করুন
যখন আপনার Facebook page এর মধ্যে ভালো মানের followers থাকবে, তখন অনেক bloggers বা website এর মালিকেরা আপনার সাথে যোগাযোগ করবেন এবং তাদের ওয়েবসাইট গুলোকে আপনার পেজের মাধ্যমে প্রোমোট করার কথা আপনাকে বলবেন।
একটি website বা blog এর জন্য Facebook থেকে পাওয়া social media traffic এর গুরুত্ব অনেকটাই বেশি।
তাই, আপনি অন্যান্য blog বা website গুলোকে নিজের ফেসবুক পেজ এর মধ্যে প্রচার করে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি blogging, SEO ইত্যাদির সাথে জড়িত Facebook groups গুলোতে গিয়ে প্রচুর clients খুঁজে পেতে পারবেন।
Brand promotion করে ফেসবুক থেকে টাকা আয়
অনেক বড় বড় কোম্পানি গুলো রয়েছে যারা কিছু জনপ্রিয় এবং অধিক ফলোয়ার্স থাকা ফেসবুক পেজ গুলোকে খুঁজে থাকেন।
আর এই জনপ্রিয় পেজ গুলোর মাধ্যমে কোম্পানিরা তাদের brand, products এবং services গুলোকে promote / marketing করে থাকেন।
Text post, image post, graphics, links বা video ইত্যাদি বিভিন্ন ধরণের পোস্ট এর মাধ্যমে কোম্পানি গুলো তাদের পণ্যের প্রচার করতে চান।
আর, এভাবে যখন কোনো কোম্পানি তাদের products গুলোকে আপনার পেজের দ্বারা প্রচার করতে চাইবেন, তখন কোম্পানি গুলো আপনাকে ভালো মানের টাকা offer করে থাকবে।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানলাম ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায় (how to earn money from Facebook in Bangla).
এমনিতে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় আরো প্রচুর রয়েছে যদিও আমি কেবল সেই প্রক্রিয়া গুলো আপনাদের বলেছি যেগুলো প্রচুর লাভজনক এবং অনেকেই ব্যবহার করে থাকেন।
আমি আশা করছি, আমাদের লিখা আর্টিকেল এর সাহায্যের ফলে আপনারা এক দিন হলেও ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন।
আমার সব সময় এটাই চেষ্টা রয়েছে আমি যাতে আপনাদের সম্পূর্ণ কাজে আসা কনটেন্ট দিয়ে থাকতে পারি।
তাই, যদি Facebook earning tips in Bengali নিয়ে লিখা আমাদের আজকের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেননা।
এছাড়া, আর্টিকেলের সাথে জড়িত কোনো ধরণের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন।
অনেক সুন্দর করে সব কিছু লিছেন আপনাকে অনেক ধন্যবাদ.