বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা (most profitable business ideas in Bangla) কোনটি এটা বলাটা এতটা বলাটা এতটা সোজা কাজ না।
কেননা, একটি ব্যবসার সফলতার পেছনে বিভিন্ন বিষয় ও পরিস্থিতি নির্ভর করে থাকে।
সে যেকোনো ব্যবসা হতে পারে, তবে যদি সেটাকে সঠিক পরিকল্পনার (planning) সাথে শুরু করা যায়,
তাহলে সেই ব্যবসার অধিক সফল হওয়ার সুযোগ থেকে যায়।
আজ, সাধারণ চায়ের দোকান কিছু রয়েছে যেগুলোতে প্রত্যেক দিন হাজার হাজার লোকেরা চা খান।
ওপর থেকে দেখলে সাধারণ চায়ের দোকান বলেই আমরা মনে করি।
তবে, সেই চা বানাতে খরচ একেবারেই কম হলেও প্রত্যেক কাপ চা অধিক লাভ আয় করতে সাহায্য করে থাকে।
আর, অধিক চায়ের কাপ এর বিক্রির থেকে এতটা লাভ হয়ে থাকে যেটা আপনি হয়তো ভাবতেও পারবেননা।
তাই, ওপর থেকে দেখতে অনেক ব্যবসা সাধারণ লাগতে পারে।
কিন্তু, সবচে লাভজনক ব্যবসা সেটাই, যেটাকে সঠিক পরিকল্পনা এবং পরিচালনার সাথে শুরু করা হয়েছে।
সে যাই হোক, আপনি যদি আমাকে জিগেশ করেন যে, বর্তমানে কোন ব্যবসা বেশি লাভজনক,
তাহলে উত্তর স্বরূপে আমি আপনাদের বিভিন্ন লাভজনক ব্যবসা আইডিয়া দিয়ে দিতে পারি।
চলুন, নিচে আমরা বর্তমানের কিছু সেরা ও লাভজনক ব্যবসার ধারণা (ideas) গুলো জেনেনেই।
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা কোনটি – (সেরা ১৯ টি)

মনে রাখবেন নিচে আমি যেগুলো ব্যবসার বিষয়ে বললাম, সেগুলো আগেও প্রচুর লাভজন ছিল এবং বর্তমানেও অধিক লাভজনক।
আপনারা চাইলে, এই লাভজনক ব্যবসার ধারণা গুলোর মধ্যে যেই ব্যবসাটি পছন্দ সেটা শুরু করতে পারবেন।
তবে আবার বলছি, এই ব্যবসার আইডিয়া গুলোই হোক বা অন্য যেকোনো ব্যবসার ধারণা,
যেকোনো ব্যবসা (business) প্রথম দিন থেকেই আপনাকে লাভ দিবেনা।
আপনাকে, কিছুটা creative হয়ে সঠিক planning করে ব্যবসা শুরু করতে হবে।
প্রথম ৬ মাস আপনাকে প্রচুর ধর্য্য ধরতেই হবে এবং ব্যবসার মার্কেটিং কিভাবে করবেন সেবিষয়ে ভাবতে হবে।
যখন অধিক থেকে অধিক লোকেরা আপনার ব্যবসার বিষয়ে জানবেন এবং আপনার পণ্য (products) ব্যবহার করে পছন্দ করবেন,
তারপর ধীরে ধীরে আপনার ব্যবসা লাভ আয় করতে শুরু করবে।
রাতারাতি কোনো ব্যবসা সফল হয়ে যাওয়ার চমৎকার কিন্তু আমি কখনো দেখিনাই।
বর্তমানে কোন ব্যবসা বেশি লাভজনক ? (তালিকা)
বর্তমানে কোন ব্যবসা সবচেয়ে লাভজনক প্রশ্নটি করলে, এমন কিছু ব্যবসা (businesses) অবশই রয়েছে যেগুলো দ্রুত গতিতে লাভ আয় করার ক্ষেত্রে সত্যি সামর্থ রেখে থাকে। (Most profitable business ideas in Bengali).
এবং, নিচে আমি এমন কিছু সেরা ব্যবসা গুলোর বিষয়ে বলবো যেগুলো বর্তমানে সত্যি প্রচুর লাভজনক।
19 profitable business ideas in Bangla
- Import & export business
- Online drop shipping business
- Insurance agent
- Mutual fund advisor
- Online course selling
- Digital marketing agency
- Real estate agency
- Labour contractor
- Affiliate marketing business
- Gym & fitness centre
- Travel agency business
- Fast food stall/truck
- Wedding planner
- YouTube creator
- Blogging business
- Bakery
- Restaurant
- Printing press
- Car & bike wash
চলুন নিচে আমরা প্রত্যেকটি ব্যবসার বিষয়ে কিছুটা সংক্ষেপে জেনেনেই।
এবং হে, আপি এই প্রত্যেকটি লাভজনক ব্যবসার বিষয়ে অধিক জানার জন্যে YouTube বা Google search এর সাহায্য অবশই নিতে পারবেন।
Import & export business
Import & export এর ব্যবসা বিশ্বজুড়ে প্রচুর লোকেরা করছেন এবং এই ব্যবসা প্রচুর লাভজনক বলে ধরা হয়।
এটা এমন এক ধরণের ব্যবসা যেখানে একটি কোম্পানি বা ব্যবসায়ীরা বিভিন্ন দেশী এবং বিদেশী কোম্পানি গুলোর সাথে পণ্যের বেচা কেনা (trade) করে থাকে।
আবার এভাবেও বলা যেতে পারে যে,
এই ধরণের ব্যবসাতে কোম্পানি গুলো বাইরের দেশের থেকে পণ্য (products) কিনে সেগুলোকে দেশী কোম্পানি বা ব্যবসায়ী গুলোর কাছে বিক্রি করেন।
বাইরের দেশের কোম্পানি বা ম্যানুফ্যাকচারার গুলোর থেকে অনেক কম দামে এক সাথে অনেক পণ্য কিনে তারপর সেগুলোকে দেশের ভেতরে অধিক দামে বিক্রি করে থাকেন।
এই ব্যবসাতে অনেক ভারী পরিমানে পণ্যের বেচা কেনা হয়ে থাকে আর তাই এই ব্যবসাতে লাভের পরিমান সাংঘাতিক বেশি।
Online drop shipping business
অনলাইন ড্রপসিপিং এর ব্যবসা বিগত কিছু বছরের মধ্যে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
এটা এক ধরণের e-commerce ব্যবসা যেখানে আপনার নিজের থেকে পণ্যের স্টক (product stock) রাখতে হয়না।
আপনাকে কেবল অনলাইন মার্কেটিং এর মাধ্যমে নিজের ই-কমার্স ওয়েবসাইটের দ্বারা অর্ডার নিতে হয়।
পণ্যের অর্ডার পাওয়ার পর third party drop shipping company নিজের তরফ থেকে product গুলোকে delivery করিয়ে দিবেন।
এই ব্যবসাতে একটি drop shipping কোম্পানির কাছে products এর stock রাখা থাকে যেগুলো আপনি বিক্রি করিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
Product বিক্রি করার জন্যে সেগুলো কিনে আপনাকে নিজের কাছে রাখতে হয়না।
Insurance agent
বর্তমান সময়ে insurance selling business প্রচুর লাভজনক হয়ে যাওয়ার কথাটা হয়তো আপনিও জানেন।
আগেকার সময়ে লোকেরা insurance নিয়ে তেমন কিছু ভাবতেননা।
তবে এখনের এই মডার্ন লাইফস্টাইল এর যুগে প্রত্যেকেই health insurance, life insurance, car & bike insurance ইত্যাদি বিভিন্ন ধরণের ইন্সুরেন্স গুলো করে থাকেন।
এতে, এক নতুন এবং লাভজনক ব্যবসার রাস্তা অনেকের জন্যেই তৈরি হয়ে দাঁড়িয়েছে।
আজ অনেকেই, বিভিন্ন কোম্পানির বিভিন্ন insurance scheme গুলো লোকেদের কাছে বিক্রি করিয়ে প্রচুর commission income করছেন।
আর সত্যি বললে এই ব্যবসা সঠিক ভাবে করতে পারলে এখানে প্রচুর টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
Mutual fund advisor
আজ লোকেরা টাকা জমানোর জন্য Mutual Fund এর ব্যবহার প্রচুর পরিমানে করেন।
সাধারণ savings schemes গুলোর তুলনায় mutual fund এর scheme গুলোতে টাকা জমিয়ে লোকেরা প্রচুর রিটার্ন (interest) আয় করে থাকেন।
এই সুযোগের লাভ নিয়ে আজকাল প্রচুর ছোট-বড় মিউচুয়াল ফান্ড advisor / broker / firm তৈরি হয়ে চলেছে যারা মূলত লোকেদের টাকা mutual fund এর scheme গুলোতে লাগান।
অনেকেই এই ব্যবসার বিষয়ে এখনো জানেননা।
তবে, এটাই একটি commission income based business যেখানে আপনি আলাদা আলাদা mutual fund company গুলোর scheme বিক্রি করিয়ে প্রচুর ইনকাম করতে পারবেন।
অনলাইনে কোর্স বিক্রি
বর্তমান সময়ে video course বানিয়ে অনলাইন ইন্টারনেটের সাহায্যে বিক্রি করার ব্যবসাটি কিন্তু সাংঘাতিক লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে।
লোকেরা নিজের অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতার মাধ্যমে কোনো বিশেষ বিষয়ে নিজের ভিডিও কোর্স তৈরি করেন।
এবং সেই কোর্স অনেক কম দামে ইন্টারনেটে বিক্রি করেন।
কোর্স বিক্রি করার জন্য তারা বিভিন্ন platform গুলো যেমন, social media platform, blog, website, YouTube বা advertisement (ads) ব্যবহার করে থাকেন।
লোকেরা আজকাল অনলাইনে ঘর থেকেই বেশিরভাগ কোর্স গুলো করে নিতে চান।
আর যিহেতু কোর্স গুলোর দাম অনেক কম থাকে তাই অনেক তাড়াতাড়ি সেগুলো বিক্রি হতেই থাকে।
একবার বানানো ভিডিও কোর্স বিভিন্ন লোকেদের দিনের পর দিন বিক্রি করতে থাকেন ইন্টারনেটের মাধ্যমে।
তাই, এই ব্যবসাতেও টাকা ইনকাম করার সুযোগ সাংঘাতিক বেশি।
ডিজিটাল মার্কেটিং এজেন্সী
আজ প্রায় প্রত্যেকটি ব্যবসা নিজেকে অনলাইনে সক্রিয় করার চেষ্টায় রয়েছে।
ইন্টারনেটে যেকোনো business, product বা brand এর প্রচার / মার্কেটিং করার ক্ষেত্রে কোটি কোটি গ্রাহক রয়েছেন।
তাই, প্রায় প্রত্যেকটি ব্যবসা বিভিন্ন digital marketing agency গুলোতে গিয়ে প্রচুর টাকা দিয়ে নিজের ব্যবসার প্রচার অনলাইনে চালান।
এভাবে, ডিজিটাল মার্কেটিং এজেন্সী গুলো বিভিন্ন clients/company গুলোর থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেন।
বর্তমান সময়ে একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সীর অধিক সাংঘাতিক চাহিদা।
Real estate agency
একটি রিয়েল এস্টেড এজেন্সী কিন্তু ভারী সংখ্যায় টাকা ইনকাম করে থাকে।
কেননা, এই ব্যবসা মূলত মাটি, বিল্ডিং ইত্যাদি বেচা-কেনা এবং ভাড়া দেওয়ার সাথে জড়িত।
তবে, এই ব্যবসা করার জন্য আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়।
Labour contractor
একজন লেবার কন্ট্রাক্টর এর ইনকাম প্রচুর বেশি।
কেননা, যেকোনো বিল্ডিং, ঘর, ফ্ল্যাট, শপিং মল ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে প্রচুর লেবার এর প্রয়োজন।
এক্ষেত্রে, একজন লেবার কন্ট্রাক্টর কাজ করানোর ক্ষেত্রে লেবারের যোগান ধরিয়ে থাকে।
এবং, প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার বিপরীতে মালিক থেকে চুক্তি হিসেবে টাকা আদায় করে থাকে।
এমনিতে, বেশির ভাগ লেবার দের দিন হাজিরা দিয়ে কাজ করানো হয়।
তবে, যেই ব্যক্তি কাজের কন্ট্রাক্ট নিয়ে থাকে সে একেবারে নিজের লাভ এবং লেবারের হাজিরা যোগ করে সেভাবেই টাকার চুক্তি করে থাকে।
এভাবে, একজন লেবার কন্ট্রাক্টর প্রত্যেক মাসে বিভিন্ন সাইট গুলোতে লেবার লাগিয়ে কাজ করিয়ে টাকা আয় করে থাকে।
Affiliate marketing business
এটা এমন এক লাভজনক অনলাইন ব্যবসা (online business) যার মাধ্যমে হাজার হাজার লোকেরা ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করছেন।
এই ব্যবসাতে আপনাকে বিভিন্ন e-commerce website গুলো affiliate program join করতে হয়।
এর পর আপনি তাদের products / services গুলোকে বিক্রি করিয়ে commission income করতে পারবেন।
Amazon, eBay, Flipkart, Clickbank, Digistore24 সহ বিভিন্ন affiliate network অনলাইনে রয়েছে।
এদের affiliate program / network join করে আপনারা তাদের বিভিন্ন physical/digital products গুলোকে বিক্রি করিয়ে ইনকাম করতে পারবেন।
Products গুলোকে promote/sell করানোর ক্ষেত্রে আপনার কাছে একটি online platform থাকতে হবে।
যেমন, social media page, YouTube channel, blog, Website বা paid advertisement (ads) এর মাধ্যমে product প্রচার করা সম্ভব।
বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা এই অনলাইন ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা আয় করছেন।
Affiliate marketing কি, এই বিষয়ে সম্পূর্ণটাই আমি আপনাদের আগেই বলেছি।
Gym & fitness centre
বর্তমান সময়ে প্রত্যেকেই সুস্থ এবং সবল থাকতে চান।
এক্ষেত্রে, জিম (Gym) হলো সাধারণ ও অ্যাডভান্স ধরণের ব্যায়াম (exercise) করার একটি দারুন জায়গা।
এখানে, প্রত্যেক মাসে মাসে membership fee নিয়ে লোকেদের ব্যায়াম করতে দেওয়া হয়।
এই business আগের সময়ে এতটা জনপ্রিয় ছিলোনা।
তবে, এখন সবাই আধুনিক লাইফস্টাইল এর প্রতি আকর্ষিত হয়ে Gym এবং fitness centre গুলোর প্রচুর ব্যবহার করেন।
Travel agency business
এই ব্যবসা দেখতে অনেক সাধারণ এবং একটি ছোট্ট রুমের মধ্যে সাধারণ একটি কম্পিউটারের মাধ্যমেই করা সম্ভব।
তবে, এই ব্যবসার থেকে দারুন পরিমানে লাভ আয় করা সম্ভব এবং অনেকেই করছেন।
এই ব্যবসাতে মূলত লোকেদের জন্যে ট্রেন টিকেট, ফ্লাইট টিকেট, হোটেল, ইত্যাদি বুকিং করা হয়।
কাজটি সম্পূর্ণ অনলাইনে করা হয় যার কারণে অনেক তাড়াতাড়ি এই কাজ হয়ে যায়।
তাই, লোকেরা কোথাও ভ্রমণ করার কথা ভাবলে এই ট্রাভেল এজেন্সী গুলোর থেকে টিকেট বা হোটেল ইত্যাদি বুকিং করেন যার ফলে এজেন্ট রা প্রচুর কমিশন ইনকাম করে থাকেন।
Fast food stall/truck
যেকোনো দেশের লোকেরাই খাবার খেতে অধিক পছন্দ করে থাকেন।
বাঙালি হিসেবে সুস্বাদু খাবারের প্রতি একটি আলাদা রুচি ও আকর্ষণ আমাদের রয়েছে বললে আমি ভুল হবোনা।
আর তাই, বলা হয় food industry মধ্যে যত বেশি লাভ সেটা হয়তো অন্য ইন্ডাস্ট্রিতে নেই।
আজকাল ছোট বড় বিভিন্ন খাবারের দোকান দেখা যায়।
এছাড়া, ছোট ছোট গাড়ি গুলোতেও খাবার বানিয়ে সরাসরি বিক্রি করা হয়।
এই ধরণের দোকানের ফাস্ট ফুড গুলো খেয়ে লোকেরা অনেক পছন্দ করেন এবং প্রায় সেগুলো খেতেই থাকেন।
আর তাই, ফাস্ট ফুড এর দোকান হোক বা গাড়ি প্রত্যেক ক্ষেত্রেই ইনকাম এর সুযোগ সাংঘাতিক বেশি।
Wedding planner
আজকাল লোকেরা অনেক ব্যস্ত হয়ে যাওয়ার ফলে বিয়া ইত্যাদির ক্ষেত্রে একজন wedding planner খুঁজে থাকেন।
Wedding planner এর কাজ হলো বিয়ের ঘর সাজানো থেকে শুরু করে সব কাজ করা।
এই কাজ করার বিপরীতে wedding planner company ব্যক্তির থেকে ভালো পরিমানের টাকা আদায় করে নেন।
এই ব্যবসা বর্তমান সময়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।
কেননা, বিয়ের সম্পূর্ণ কন্ট্রাক্ট দিয়ে দেওয়ার পর বিয়ের প্রত্যেকটি ব্যবস্থা তারাই করবেন।
YouTube creator
আপনারা হয়তো অবশই শুনেছেন যে YouTube এর মাধ্যমে video upload করে লোকেরা প্রত্যেক মাসে ভালো পরিমানে ইনকাম করছেন।
আসলে, ঘরে বসে এক টাকাও ইনভেস্ট না করে অনলাইনে টাকা ইনকাম করার সেরা উপায় হলো ইউটিউব।
আমি আগেই আপনাদের বলেছি, কিভাবে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবেন।
আপনাকে রেগুলার ভালো ভালো ভিডিও বানিয়ে নিজের YouTube চ্যানেলে আপলোড দিতে হয়।
আর, যখন আপনার চ্যানেলে প্রচুর views এবং subscribers হয়ে যাবে, তখন আপনি বিভিন্ন প্রক্রিয়ার ব্যবহার করে ইনকাম করতে পারবেন।
YouTube চ্যানেল থেকে সহজে ইনকাম করার সেরা উপায় হলো, গুগল এডসেন্স এবং এফিলিয়েট মার্কেটিং।
Blogging business
YouTube এর মতোই অনলাইনে blogging করে বিশ্বজুড়ে লোকেরা লাখ লাখ টাকা আয় করছেন।
অবশই blogging একটি সেরা এবং profitable online business.
এখানে আপনাকে domain এবং hosting কিনে একটি blog site তৈরি করতে হয়।
এর পর নিজের রুচি এবং ইন্টারেস্ট হিসেবে আর্টিকেল / কনটেন্ট নিজের ব্লগে রেগুলার পাবলিশ করতে হয়।
ইন্টারনেটের মাধ্যমে একবার আপনার ব্লগে Google search, social media ইত্যাদির থেকে প্রচুর traffic আসতে শুরু হলে,
আপনি বিভিন্ন মাধ্যমে নিজের ওয়েবসাইট থেকে অনলাইন ইনকাম করতে পারবেন।
বর্তমানে এই অনলাইন ব্লগিং ব্যবসা প্রত্যেকেই করতে চাইছেন।
কেননা, ব্লগিং সঠিক ভাবে করতে পারলে আপনার জীবন বদলে দেয়ার ক্ষমতা এই ব্যবসাতে রয়েছে।
Bakery
বেকারি ব্যবসাতেও কিন্তু লাভ ভালো রয়েছে।
দেশজুড়ে প্রচুর এরকম বেকারি রয়েছে যারা নিজেই বিস্কুট, বন, চানা, কেক ইত্যাদি তৈরি করিয়ে দোকানে দোকানে সাপ্লাই দিয়ে থাকে।
এখন এই ব্যবসা সহজে লোকেদের চোখে পড়েনা যদিও এখানে ডেইলি ফিক্সড ইনকাম রয়েছে।
বেকারির আইটেম প্রত্যেক দিন বানানো এবং সাপ্লাই করা হয়।
তাই, সম্পূর্ণ মাসে অনেক টাকার transaction এই ব্যবসাতে হয়েই থাকে।
Restaurant
লোকজন থাকা জায়গাতে ফাস্ট ফুড এর রেস্টুরেন্ট গুলোর ইনকাম দেখলে আপনি অবাক হয়ে যাবেন।
রেস্টুরেন্ট ছোট হোক বা বড়, যদি সেখানে খাবার একবার লোকেরা পছন্দ করেছেন,
তাহলে সেই রেস্টুরেন্ট এর খাবার খাওয়ার জন্য লোকেরা দূর দূর থেকে এসে থাকেন।
এছাড়া, ফাস্ট ফুড বানাতে তেমন বিশেষ কিছুর প্রয়োজন হয়ে থাকেনা।
তাই, কম দামে সুস্বাদু জিনিস গুলো বানিয়ে সেগুলোকে অধিক বেশি দামে বিক্রি করলেও লোকেরা সেগুলো কিনে খেয়ে থাকেন।
তাই, এই বর্তমানের সবচেয়ে লাভজনক ব্যবসা হিসেবে আমি Fast Food Restaurant Business কেই বলবো।
Printing press
Printing press গুলোতে paper, leaflet, receipt, slips, cash memo ইত্যাদি বিভিন্ন ধরণের প্রিন্টিং এর কাজ করা হয়।
এরকম অনেক প্রিন্টিং প্রেস রয়েছে যেগুলো ধীরে ধীরে অধিক client বানিয়ে নেওয়ার ফলে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকার কাজ পেয়ে থাকেন।
এমনিতে, printing এর কাজে লাভ অনেক বেশি যদি আপনি অল্প ধর্য্য ধরে কাজটি চালিয়ে যেতে পারেন।
Car & bike wash
গাড়ি বা বিকে ধোয়ানোর (cleaning) ব্যবসাতে অনেক লাভ রয়েছে।
কেননা, এখানে একটি জায়গা নিয়ে কেবল জল দিয়েই সব কাজ হয়ে যাচ্ছে।
একটি বইক ধোয়ানোর জন্য ৮০ থেকে ১০০ টাকা নিয়ে নেওয়া হয়।
তাই, প্রত্যেক দিন ৫০ টা বইক ধোয়ালেও প্রায় ৪০০০ টাকা ইনকাম।
আবার গাড়ি ধোয়ানোর ক্ষেত্রে তো আরো অধিক টাকা নেওয়া হয়।
তাই, এই ধরণের ব্যবসা গুলো দেখতে অনেক সাধারণ লাগলেও এগুলোর থেকে লাভ সাংঘাতিক বেশি।
আমাদের শেষ কথা,,
তাহলে বন্ধুরা আজকে আমরা বর্তমানের সবচেয়ে লাভজনক ব্যবসা কোন গুলো সেই বিষয়ে জানলাম।
লাভজনক ব্যবসা আইডিয়া নিয়ে লিখা আমাদের আর্টিকেল যদি আপনাদের ভালো লেগে থাকে,
তাহলে অবশই আর্টিকেলটি শেয়ার করতে ভুলবেননা।
বর্তমানে বেশি লাভ থাকা ব্যবসা (profitable business) কিন্তু অনেক আছে।
তবে, আপনাকে ভালো করে রিসার্চ করে অবশই দেখতে হবে কোন ব্যবসা আপনার ক্ষেত্রে সেরা প্রমাণিত হতে পারে।
আশা করছি, “কোন ব্যবসাতে অধিক লাভ রয়েছে”, এই প্রশ্নের উত্তর আপনারা এই আর্টিকেলের মাধ্যমে অবশই পেয়েছেন।
Thank you so much vhai. Keep it up.