ফ্রিল্যান্সিং কিভাবে শিখতে পারব? ৭টি মাধ্যমে শুরু করুন ফ্রিল্যান্সিং

বর্তমানের এই ডিজিটাল যুগে ঘরে বসে অনলাইনে কাজ করে পার্ট-টাইম টাকা ইনকাম করার উপায় প্রচুর রয়েছে। আর এই অনলাইন ইনকামের উপায় গুলির মধ্যে বর্তমানে ট্রেন্ডিং ইনকাম মডেল হিসেবে জায়গা করেছে ফ্রিল্যান্সিং।

আজ অনেকেই ফ্রিল্যান্সিং এর বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে রুচি রাখেন এবং ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন ও শুরু করতে পারবেন এই বিষয়ে জেনেনিতে চাইছেন। তবে, ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো বা শুরু করব, এই বিষয়ে জানার আগে প্রথমে আপনাকে ফ্রিল্যান্সিং আসলে কি এবং এখানে কাজ কিভাবে হয়, এই বিষয়টি ভালো করে বুঝতে হবে।

তবে চিন্তা করতে হবেনা, আজকের আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ ভালোভাবে পড়ার পর, ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে শেখা যাবে এবং ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, এই প্রত্যেক বিষয়ে ভালো ভাবে বুঝে নিতে পারবেন।

অবশই পড়ুন:

ফ্রিল্যান্সিং কি – What Is Freelancing

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
How to learn freelancing?

Freelancing, আপনার কাজের পদ্ধতি গুলিকে নিয়ন্ত্রণে রেখে কাজ করার দারুন সুযোগ আপনাকে দিয়ে থাকে। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কাছে যেকোনো জায়গার থেকে যেকোনো সময় নিজের খুশিমতো কাজ করার স্বাধীনতা থাকে।

Freelance, freelancer, বা freelance worker, এই শব্দগুলি মূলত এমন একজন ব্যক্তিবিশেষ কে বুঝায় যিনি একজন স্ব-নিযুক্ত (self-employed) হিসেবে কাজ করেন এবং একটি কোম্পানি বা কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার কাছে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিবদ্ধ নয়।

সোজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে কোনো ব্যক্তিকে শুধুমাত্র একটি কোম্পানির হয়ে কাজ করতে হয়না। এক্ষেত্রে, আপনি একাধিক কোম্পানি বা ক্লায়েন্টদের সাথে নিজের পছন্দ ও শর্তাবলীর সঙ্গে কাজ করতে পারেন।

আপনাকে নিজের কৌশল, অভিজ্ঞতা ও দক্ষতার সাথে জড়িত কাজ গুলি পরিষেবা হিসেবে অন্যান্য কোম্পানি বা ক্লায়েন্টদের অফার করতে হবে। ধরুন, আপনি একজন ওয়েব ডেভেলপার এবং যেকোনো ধরণের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন।

এক্ষেত্রে, একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি নানান কোম্পানি বা ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরি করার কাজ করতে পারবেন। এভাবে, তৈরি করা প্রতিটি ওয়েবসাইটের জন্য আপনি টাকা পেতে পারবেন।

এভাবে, আপনাকে কোনো নির্দিষ্ট কোম্পানির অধীনে কাজ করতে হয়না এবং আপনি একাধিক কোম্পানির জন্য নানান ছোট-বড় কাজ গুলি করে প্রচুর টাকা ইনকামের সুযোগ পাচ্ছেন।

এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করবেন? ফ্রিল্যান্সিং করার জন্য কি আগে ফ্রিল্যান্সিং শিখতে হবে? চলুন জেনেনেই।

আমি ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

যদি আপনি সত্যি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আপনাকে এটা অবশই ভালো ভাবে বুঝতে হবে যে আপনাকে ফ্রিল্যান্সিং কিন্তু শিখতে হবেনা। ফ্রিল্যান্সিং হলো একটি পেশা বা কাজের ধরণ।

অবশই ফ্রিল্যান্সিং করার কিছু নিয়ম ও প্রক্রিয়া রয়েছে যেগুলি আপনাকে শিখতে হয় আর এগুলির বিষয়ে আমরা নিচে অবশই আলোচনা করেছি।

মনে রাখা দরকার যে, ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার জন্য আপনাকে অন্যান্য কাজ ও কৌশল গুলি শিখতে হয়। আপনাকে এমন একটি বা একাধিক কাজ শিখতে হবে যেটিকে কাজে লাগিয়ে অন্যান্য কোম্পানি বা ক্লায়েন্টদের পরিষেবা প্রদান করা যেতে পারে।

যেমন ধরুন অনেকেই ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইনিং, SEO, অ্যাপ ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং, ইত্যাদি এই ধরণের কৌশল গুলি শিখে নিয়ে এবার এগুলিকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করছেন।

তাই, ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে প্রথমেই একটি বিশেষ কৌশল বা বিষয়ে ভালো করে জ্ঞান লাভ করতে হবে।

কি কি মাধ্যমে ঘরে বসে ফ্রিল্যান্সিং শিখবো?

আপনারা যদি ফ্রিল্যান্সিং এর এর সাথে জড়িত নানান কৌশল, নিয়ম ও প্রক্রিয়া গুলি জেনেনিতে চাইছেন তাহলে ইন্টারনেটে থাকা নানান সূত্র গুলির সাহায্য নিতে পারেন। যেমন ধরুন,

১. YouTube: ইউটিউবের মধ্যে আপনারা এমন প্রচুর ফ্রিল্যান্সিং চ্যানেল গুলি পাবেন যেখানে ফ্রিল্যান্সিং শেখানো হয় এবং ফ্রিল্যান্সিং রিলেটেড প্রচুর টিপস গুলি শেয়ার করা হয়।

২. Freelancing Blogs: ইন্টারনেটে একাধিক ভাষায় এমন প্রচুর ভালো ভালো ব্লগ ও আর্টিকেল গুলি রয়েছে যেগুলির দ্বারা অনেক সহজে সম্পূর্ণ ফ্রীতে ঘরে বসেই আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। গুগলে গিয়ে সার্চ করলেই এই ধরণের ব্লগ সাইট গুলি আপনি পাবেন।

৩. Online Learning Platforms:

যদি আপনি ঘরে বসে একটি প্রিমিয়াম ফ্রিল্যান্সিং কোর্স করার মাধ্যমে অনেক কম সময়ে ফ্রিল্যান্সিং শিখতে চাইছেন, তাহলে Udemy, Skillshare, 10minuteschool.com, coursekori.com ইত্যাদি এই ধরণের online learning platform গুলি ব্যবহার করতে পারেন।

চাহিদায় থাকা সেরা জনপ্রিয় ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ:

কোম্পানি বা ক্লায়েন্টরা প্রায় প্রতিটি ক্ষেত্রেই তাদের সমস্যার  সমাধানের জন্য সফল ফ্রিল্যান্সারদের সন্ধান করে থাকেন। তাই, সত্যি বলতে যদি আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান, তাহলে যেকোনো একটি বিশেষ কাজে দক্ষতা অর্জন করলেও কাজ হয়ে যাবে।

এখন, এমন অনেক কাজ বা পেশা গুলি রয়েছে যেগুলি যদি জানা থাকে তাহলে তুলনামূলক ভাবে অধিক ফ্রিল্যান্সিং কাজ/প্রজেক্ট গুলি পাওয়ার সুযোগ থেকে থাকে। এমন চাহিদা থাকা ফ্রিল্যান্সিং কাজ বা পেশা গুলির কিছু নিচে উল্লেখ করা হলো।

  1. সফটওয়্যার ডেভেলপার,
  2. কনটেন্ট রাইটার,
  3. ডিজিটাল মার্কেটিং,
  4. ওয়েব ডেভেলপমেন্ট,
  5. অ্যাপ ডেভেলপমেন্ট,
  6. লোগো/গ্রাফিক্স ডিজাইনিং,
  7. ভিডিও এডিটিং,
  8. ভয়েস ওভার আর্টিস্ট,
  9. প্রোগ্রামার,
  10. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) পেশাদার।

উপরে বলা এই পেশা গুলি বর্তমান সময়ে প্রচুর লাভজনক এবং সর্বোচ্চ চাহিদায় থাকা ফ্রিল্যান্স কাজ হিসেবে দেখা গেছে।

আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো – ৭টি সহজ ধাপ

আমরা ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, এই বিষয়ে ভালো করে জানার ও বুঝার পর এখন চলুন জেনেনেই আমরা কিভাবে শুরু করতে পারবো ফ্রিল্যান্সিং। একজন নতুন ব্যক্তি ফ্রিল্যান্সার হতে চাইলে কোন কোন ধাপ গুলি অনুসরণ করতে হবে সেটাই আমরা এখন জানবো।

আপনি কেন ফ্রিল্যান্সার হতে চাইছেন? ফ্রিল্যান্সিং কি হতে পারে আপনার পার্ট-টাইম ইনকামের একটি সেরা বিকল্প? ফ্রিল্যান্সিং করে কি বর্তমান চাকরির থেকেও অধিক টাকা ইনকাম করতে পারবেন?

দেখুন, Freelancing আপনাকে আপনার পছন্দের বিষয়টি নিয়ে কাজ করার ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করে থাকে। এক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আপনি বিভিন্ন ধরণের উপায় গুলি কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন।

যেমন ধরুন, শুরুতে আপনি পার্ট-টাইম হিসেবে নিজের খালি সময়েও পছন্দের ফ্রিল্যান্সিং কাজ গুলি করতে পারবেন। এবার, এভাবে ধীরে ধীরে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করে ভবিষ্যতে ফুল-টাইম হিসেবে এই কাজ করতে পারবেন।

১. আপনার পরিষেবা এবং অফার:

নিজের দক্ষতাকে একটি পরিষেবাতে পরিণত করাটা একজন ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে আপনার সব থেকে জরুরি ও প্রথম ধাপ। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার কোন দক্ষতা গুলিকে আপনি কাজে লাগিয়ে সেগুলিকে পরিষেবা হিসেবে প্রদান করতে পারবেন।

এছাড়া, আপনার প্রদান করা পরিষেবা গুলি কি সত্যি কোনো ক্লায়েন্ট এর কাজে লাগবে? সেটা নিয়েও শুরুতেই আপনাকে ভাবতে হবে।

আপনার ক্লায়েন্টদের সমস্যা বা চাহিদা কি? কিভাবে আপনার দক্ষতা বা কৌশল আপনার ক্লায়েন্ট এর সমস্যার সমাধান বা চাহিদা পূরণ করতে পারবে, সেটা আপনার শুরুতেই বুঝতে হবে।

তাই, একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনার মধ্যে এমন কিছু দক্ষতা এবং কৌশল গুলি অবশই থাকতে হবে যেগুলির দ্বারা আপনি আপনার ক্লায়েন্ট এর চাহিদা পূরণ করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনাকে শুরুতে এই বিষয়ে নিশ্চিত হয়ে আপনি কি পরিষেবা অফার করবেন সেটা নিশ্চিত করতে হবে।

২. টার্গেটেড ক্লায়েন্ট খুজুন:

এই ধাপে আপনি অনেক ভালো করেই জানেন যে একজন ফ্রিল্যান্সার হিসেবে কোন পরিষেবাটি আপনি অফার করবেন। এখন আপনার প্রয়োজন হবে ক্লায়েন্টদের। মানে, সেই ব্যক্তিদের বা কোম্পানিগুলির যারা আপনাকে দিয়ে তাদের কাজ গুলি করাবেন।

এক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন সেরা কিছু Online Freelancing Platform গুলিকে। যেমন ধরুন, Upwork, fiverr, Guru, Freelancer, ইত্যাদি এমন নানান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সাইট গুলি রয়েছে যেখানে গিয়ে নানান ফ্রিল্যান্সিং কাজ গুলি পেতে পারবেন।

মনে রাখবেন, একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে শুরুতে আপনি অধিক পরিমানে কাজ পাবেননা। সত্যি বলতে, নতুন অবস্থায় কাজ পেতে কষ্ট হবে। তাই, শুরুতে কম টাকা নিয়ে কাজ গুলি করে নিজের পোর্টফোলিও শক্তিশালী করতে হবে।

৩. কাজের জন্য কত টাকা নিবেন?

প্রতিটি ফ্রিল্যান্সিং প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য ক্লায়েন্ট থেকে কত টাকা চার্জ করবেন? হ্যা, এই বিষয়েও আপনাকে অবশই ভাবতে হবে। দেখুন, শুরুতে একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করার ক্ষেত্রে এমনিতেই আপনি অনেক কম প্রজেক্ট গুলি পাবেন।

এক্ষেত্রে, যদি আপনি অন্যান্য ফ্রিল্যান্সারদের মতোই টাকা চার্জ করে থাকেন, তাহলে নতুন হিসেবে তেমন বেশি কাজ আপনি পাবেননা।

তাই, freelancing platform খানিকটা ঘেটে দেখুন এবং আপনার মতো পরিষেবা প্রদান করা অন্যান্য ফ্রিল্যান্সাররা তাদের ক্লায়েন্ট থেকে কত চার্জ করছে সেটা দেখুন। মার্কেট থেকে কাজ তুলতে হলে আপনাকে তাদের থেকেও কম টাকা চার্জ করতে হবে এবং সেই হিসেবে চার্জ সেট করতে হবে।

অবশই, একবার আপনার পোর্টফলিও শক্তিশালী হয়ে গেলে এবং প্রোফাইলে প্রচুর ভালো ভালো রিভিউ আসতে থাকলে, তারপর আপনি আপনার চার্জেস অধিক বাড়িয়ে নিতে পারবেন।

৪. ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট তৈরি:

নিজের পরিষেবা এবং পরিষেবার জন্য কত টাকা চার্জ করবেন সেটা নিশ্চিত করার পর ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সবশেষে এখন আপনাকে তৈরি করতে হবে একটি ফ্রিল্যান্সিং একাউন্ট।

উপরে আমি আগেই বলেছি, একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ পেতে আপনাকে চলে আসতে হবে নানান freelancing marketplace site গুলিতে।

একই ভাবে, একটি ফ্রিল্যান্সিং একাউন্ট তৈরি করার জন্য আপনাকে এই freelancing marketplace site গুলিতে account তৈরি করে নিজের profile সেটআপ করতে হবে।

শুরুতে, ২ থেকে ৩ টি freelancing marketplace-এর মধ্যে একাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারবেন। একজন নতুন freelancer হিসেবে আমি সব সময় Fiverr, Upwork এবং Freelancer.com ব্যবহার করার পরামর্শ দিবো।

আপনি কি কি জানেন, আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং কৌশল এর বিষয়ে নিজের প্রোফাইল ও পোর্টফোলিওতে অবশই উল্লেখ করবেন। এছাড়া, আগে কোথায় কাজ করেছেন, কি কি প্রজেক্ট সম্পূর্ণ করেছেন, সেগুলির উল্লেখ থাকা জরুরি।

কেননা, যেকোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং আগে করা কাজের বিষয়ে ভালো করে জেনেই আপনাকে কাজ দিবেন।

৫. একটি আকর্ষণীয় প্রস্তাব লিখুন:

এমন অনেক freelancing marketplace site গুলি রয়েছে যেগুলিতে একাউন্ট তৈরি করার পর আপনি সরাসরি নানান ক্লায়েন্টদের তরফ থেকে করা পোস্ট গুলি দেখতে পাবেন।

আবার, এমন কিছু কিছু মার্কেটপ্লেস রয়েছে যেগুলিতে আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি কি কাজ করতে পারবেন নিজের পরিষেবার বিষয়ে লিখে পাবলিশ করতে হবে।

প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে একটি অনেক সাধারণ তবে আকর্ষণীয় প্রস্তাব লিখে সেই কাজ পাওয়ার জন্য আবেদন করতে হবে। আপনি সোজা এবং সহজ ভাবে নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার বিষয়ে লিখে জানিয়ে দিতে পারেন।

এছাড়া, আপনি অনেক কম টাকা নিয়ে কতটা তাড়াতাড়ি কাজ গুলি করে দিতে পারবেন সেই বিষয়ে জানিয়েও ক্লায়েন্টদের নজরে চলে আসতে পারবেন।

৬. ক্লায়েন্ট এর সাথে ভালো সম্পর্ক তৈরি:

মনে রাখতে হবে যে, যখনি কোনো কাজ পাবেন সেটিকে দিয়ে দেওয়া সময়সীমার মধ্যে সম্পূর্ণ করে জমা দিতে হবে। একজন freelancer-এর জন্য তার ক্লায়েন্ট হলো তার ব্যবসা। তাই, নিজের ক্লায়েন্টদের সাথে একটি ভালো ও সুস্থ সম্পর্ক তৈরি করতে চেষ্টা করতে হবে।

আপনার ক্লায়েন্ট যদি আপনার কাজ থেকে খুশি হয় তাহলে ভবিষ্যতে আবার কাজ পাওয়ার সম্ভাবনা অবশই থাকছে। এছাড়া, ক্লায়েন্ট দ্বারা আপনার কাজের বিষয়ে করা ভালো ভালো রিভিউ, নতুন নতুন কাজ পেতেও নতুন ক্লায়েন্টদের মনেও বিশ্বাস তৈরি করতে সাহায্য করবে।

এছাড়া, আপনার ক্লায়েন্ট যদি আপনার কাজ থেকে সন্তুষ্ট ও খুশি হয়, তাহলে সে অন্যান্য ব্যক্তিদের কাছে আপনার কাজের বিষয়টি তুলে ধরতে পারে এবং সে আপনাকে নতুন নতুন ক্লায়েন্ট দিতে পারে।

তাই, ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে, ক্লায়েন্ট সন্তুষ্টির জন্য আপনাকে উচ্চ-মানের কাজ করার প্রতি নজর দিতে হয়।

৭. ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো:

দেখুন, যখন আমাকে কেও প্রশ্ন করে থাকেন যে, সম্পূর্ণ প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং কিভাবে শিখতে পারবো বা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো, তখন আমি একটাই পরামর্শ দিয়ে থাকি। সেটা হলো, ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে।

অবশই, প্রথমে প্রচুর ভুল হবে, অনেক কম কাজ পাবেন, প্রজেক্ট ডেডলাইন নিয়ে সমস্যা হবে। কিন্তু ধীরে ধীরে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ এবং এর প্রক্রিয়া সম্পূর্ণ স্পষ্ট ভাবে বুঝতে পারবেন এবং একজন বিগিনার থেকে এক্সপার্ট ফ্রিল্যান্সারে পরিণত হতে পারবেন।

এছাড়া, নিয়মিত প্রজেক্ট গুলি করার ফলে আপনি ধীরে ধীরে নিজের দক্ষতা গুলিকে উন্নত করার পাশাপাশি নিজের জ্ঞান প্রসারিত করার সুযোগ পাবেন।

FAQ: কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো?

১. কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো?

ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে মূলত একটি বিশেষ বিষয়ে ভালো জ্ঞান লাভ করতে হবে। ফ্রিল্যান্সিং একটি পেশা, এখানে আপনাকে নিজের কৌশল ও দক্ষতা গুলিকে কাজে লাগিয়ে ইনকাম করতে হয়। এমনিতে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনি ইন্টারনেটে থাকা নানান প্লাটফর্ম গুলি যেমন, YouTube, Blogs, Online Learning Platform গুলি ব্যবহার করতে পারবেন।

২. ফ্রিল্যান্সিং এর জন্য কাজ কোথায় পাবেন?

যদি আপনি ফ্রিল্যান্সিং করে অনলাইনে টাকা ইনকাম করতে চান, তাহলে কাজ পাওয়ার জন্য আপনাকে নানান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলিতে একাউন্ট তৈরি করে সেখানে কাজ খুঁজতে হয়। যেমন, Upwork, Fiverr, Guru, Freelancer.com, এবং অন্যান্য।

৩. চাহিদায় থাকা সেরা ফ্রিল্যান্সিং এর কাজ সমূহ কি?

এমনিতে চাহিদায় থাকা ফ্রিল্যান্সিং কাজ বলতে সে অনেক রয়েছে। তবে এদের মধ্যেই কিছু কাজ গুলো হলো, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, SEO পরিষেবা, App development, Web designing, Accounting, Video এডিটিং, Logo design এবং অন্যান্য।

আজকে আমরা কি শিখলাম?

একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করতে আপনি রেডি তো? তবে এটা সম্পূর্ণ ভাবে আপনার নিজের উপর থাকছে। দেখুন, যেকোনো অন্যান্য অনলাইন কাজের মতো ফ্রিল্যান্সিং শিখতে ও শুরু করতে তেমন কোনো সমস্যা আপনি পাবেননা।

কেননা, যেকোনো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মধ্যে গিয়ে আপনি অবশই সম্পূর্ণ ফ্রীতে একাউন্ট তৈরি করে প্রথম দিন থেকেই কাজ পেতে পারবেন। হাজার হাজার ক্লায়েন্ট রয়েছেন যারা নানান ধরণের কাজ গুলি করানোর জন্য একজন ভালো ও দক্ষ ফ্রিল্যান্সার খুঁজছেন।

আর অবশই, আপনি চাইলে তাদের সমস্যার সমাধান নিজের পরিষেবার দ্বারা করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top