মোবাইল কে টিভি রিমোট হিসেবে ব্যবহার করবেন এভাবে: মোবাইল দিয়ে টিভি রিমোট

টিভির সেই পুরোনো রিমোটে বাটন টিপতে-টিপতে বিরক্ত হয়ে গেছেন? নাকি, টেবিলে থাকা রিমোট হঠাৎ-হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় মাথা গরম হয়ে যাচ্ছে? তাহলে, আজই নিজের পুরোনো সমস্ত রিমোটকে বিদায় দিয়ে ভার্চুয়াল রিমোটের ব্যবস্থা করুন।

পুরোনো রিমোটের মতো না তো এই ভার্চুয়াল রিমোটে ব্যাটারি পাল্টানোর প্রয়োজন হয়, না তো এই ডিজিটাল রিমোট বারবার হারিয়ে যায়।

এখন আপনি চাইলে নিজের মোবাইল দিয়ে টিভি রিমোট এর সমস্ত কাজ গুলি করতে পারবেন। মানে, আপনার এন্ড্রয়েড মোবাইলটিকে বানিয়ে নিতে পারবেন একটি ভার্চুয়াল টিভি রিমোট।

এক্ষেত্রে, সবথেকে মজার বিষয় হল এই যে, একটা এন্ড্রয়েড মোবাইলকে খুব সহজেই ভার্চুয়াল রিমোটে পরিণত করা এখন সম্ভব।

কি করে এই চমৎকার সম্ভব হয়, তা জানতে চান? তাহলে, অবশ্যই চোখ রাখুন আমাদের আজকের এই আর্টিকেলে যেখানে আমরা, মোবাইল দিয়ে টিভি চালানো যায় কিভাবে, বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

অবশই পড়ুন: মোবাইল থেকে ডিলিট করা ছবি কিভাবে ফিরিয়ে আনা যায়?

মোবাইল দিয়ে টিভি চালানো যায় কিভাবে?

শুধুমাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই এখনকার স্মার্ট টিভি বা এন্ড্রয়েড টিভিগুলোকে স্মার্টফোনের সাথে ওয়্যারলেসভাবে কানেক্ট করে ফোনকেই রিমোট হিসেবে ব্যবহার করা যায়।

আর, এই কানেকশন করার জন্যে আমাদের একটা টাকাও খরচ করতে লাগে না। এমন অনেক ফ্রি মোবাইল টিভি রিমোট অ্যাপস আছে, যেগুলো স্মার্ট টিভির জন্যে রিমোট হিসেবে কাজ করার ক্ষেত্রে কাজে লাগানো যাবে।

মানে, এই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে ইনস্টল করা থাকলে, আপনি ফোন থেকেই নিজের স্মার্ট TV অন/অফ করতে, ভলিউম অ্যাডজাস্ট করতে ও চ্যানেলও বদলাতে পারবেন।

আসলে, এই ইউনিভার্সাল রিমোট অ্যাপ্লিকেশনগুলো টিভির পাশাপাশি, স্মার্ট হোম ডিভাইস, অডিও সিস্টেম, স্ট্রিমিং গ্যাজেট, এবং সেটটপ বক্সগুলোকেও ওয়্যারলেসভাবে অপারেট করতে পারে।

এতে করে, আপনার আসল TV-এর রিমোট খারাপ হলে বা হারিয়ে গেলেও শুধুমাত্র স্মার্টফোকেই রিমোট হিসেবে ব্যবহার করে টিভি অপারেট করা যায়।

অন্যদিকে, আপনাকে হাজারটা ডিভাইসের জন্যে হাজারটা রিমোটও খুঁজে বেড়াতে হবে না।

চলুন তাহলে, এইবার আমরা সরাসরি জানি কিভাবে এই ভার্চুয়াল রিমোট ইউস করা যায়?

মোবাইল দিয়ে টিভি চালানো যায় কিভাবে? সোজা ও সহজ উপায়

মোবাইল দিয়ে টিভি চালানো যায় কিভাবে
How To Use Android Smartphone As TV Remote?

Google play store-এর লাখ-লাখ অ্যাপ্লিকেশনের মধ্যে ভার্চুয়াল রিমোট অ্যাপ হিসেবে সবথেকে জনপ্রিয় ও নির্ভরযোগ্য ফ্রি এন্ড্রোইড অ্যাপ্লিকেশন হল এই Google Tv app। তাই আমাদের মতে, যেকোনো রিমোট অ্যাপ্লিকেশনের তুলনায় এই অ্যাপে রিমোট সেটআপ করা এবং ব্যবহার করার উপায়গুলো অনেকটাই সহজ।

চলুন, তাহলে এখন আমরা জানি Google Tv app-এর সাহায্যে মোবাইল দিয়ে টিভি রিমোট চালু করার স্টেপবাইস্টেপ ধাপগুলি কি কি?

Google Tv app থেকে ভার্চুয়াল রিমোট সেটআপের পদ্ধতি:

এই Google TV অ্যাপটি ব্যবহার করার আগে তিনটি-চারটি বিষয় একান্তভাবে প্রয়োজনীয়, যেগুলো না থাকলে এই অ্যাপ্লিকেশনটি কোনোভাবেই কাজ করবে না। আর সেগুলি নিচে বলে দেওয়া হয়েছে।

. Google/Android বা স্মার্ট TV,

. স্মার্টফোন বা ট্যাবলেট,

. ইন্টারনেট কানেকশন,

. ফোনের ইনবিল্ট IR ব্লাস্টার।

এছাড়াও, মোবাইল থেকে গুগল টিভি অ্যাপটি ব্যবহার করে টিভি চালানোর সময় যে সুবিধাগুলো পাওয়া যাবে, সেগুলো হল

  • ভলিউম অ্যাডজাস্ট করা যাবে,
  • টিভি শোস বা মুভিস দেখা যাবে,
  • টেক্সট টাইপ করে সার্চ বা লগইন করা যাবে,
  • টিভি মোবাইল থেকেই অন/অফ করা যাবে,
  • Google Assistant-কে কাজে লাগানো যাবে,
  • সম্পূর্ণভাবে মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল করা যাবে।

কিভাবে টিভির সাথে Google TV অ্যাপটিকে কানেক্ট করবেন?

নিচে বলে দেওয়া স্টেপ ফুলি ফলো করার মাধ্যমে আপনি নিজের এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল থাকা Google TV App-টিকে নিজের smart-tv-র সাথে কানেক্ট করতে পারবেন এবং পাশাপাশি মোবাইলটিকে একটি ভার্চুয়াল রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন।

ধাপ: ইনস্টল ওপেন করা:

Download Google TV app

আপনার স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল না করা থাকলে, গুগল প্লে স্টোর থেকে ‘Google TV App‘-টি সার্চ করে ইনস্টল করুন।

ইনস্টল হলে অ্যাপটি ওপেন করুন।

ধাপ: Connect TV-তে ক্লিক করা:

Click on connect TV option

অ্যাপটি ওপেন হওয়ার পর, এর স্ক্রিনের ডানদিকের নিচে থাকা ‘Connect TV’ বাটনটি প্রেস করুন।

Google TV App Notification

এরপর, Google TV-কে আপনার ফোনের লোকেশনের অ্যাক্সেস দেওয়ার জন্যে ডায়লগ বক্সে আসা ‘allow’ বাটনে ক্লিক করুন।

ধাপ: ডিভাইস সার্চ স্ক্যান করা

Searching for smart TV

এই ধাপে, গুগল টিভি নিজে থেকেই আপনার আশেপাশে থাকা স্মার্ট টিভি বা ডিভাইসগুলো খুঁজতে থাকবে।

তবে, এক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যাতে আপনার স্মার্ট টিভি ও মোবাইল দুটোতেই যেন ইন্টারনেট কানেকশন enable করা থাকে।

আর, bluetooth-এর মাধ্যমে কানেক্ট করতে চাইলে টিভি ও স্মার্টফোনের Bluetooth অন করে নেবেন।

ধাপ: ডিভাইসের সাথে পেয়ার করা

ডিভাইস সার্চ ও স্ক্যান হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি স্ক্যান রেজাল্ট থেকে নিজের স্মার্ট টিভির নামটি বেছে নিয়ে ক্লিক করুন।

ক্লিক করার সঙ্গে-সঙ্গেই এই অ্যাপটি আপনার ডিভাইসে ‘device pairing request’ পাঠাবে।

এরপর, আপনার টিভির স্ক্রীনে আসা ভেরিফিকেশন কোডটি আপনার Google TV app-এ সঠিকভাবে টাইপ করে ‘pair’ অপশনে প্রেস করুন।

ধাপ: ডিভাইস কানেক্ট করা:

এই ফাইনাল ধাপে, আপনার স্মার্ট টিভি ও স্মার্টফোনটি সফলভাবে কানেক্টেড হয়ে যাবে।

এরপর, আপনার স্ক্রিনের ‘connected’ বারে আসা ‘রিমোট’ আইকনটিতে ক্লিক করলেই আপনি ভার্চুয়াল রিমোটের অ্যাক্সেস পেয়ে যাবেন।

আর সেখান থেকে আপনি নিজের স্মার্ট টিভি কন্ট্রোল করতে পারবেন।

মোবাইল দিয়ে টিভি রিমোট চালানোর সেরা ৫টি অ্যাপস:

যদি কোনোভাবে Google TV app আপনার ফোনে বা টিভিতে কাজ না করে, তখন কি করবেন? এই নিয়ে একদম চিন্তা করবেন না।

গুগলের এই অ্যাপটি ছাড়াও আমরা এমন কতগুলো সেরা ফ্রি ভার্চুয়াল রিমোট অ্যাপ্লিকেশনের সম্পর্কে জানাবো, যেগুলো থেকেও আরামসে স্মার্ট টিভি কন্ট্রোল করা যায়।

১. Remote Control for TV:

Remote control for tv app

রেটিং: 4.3/5

ডাউনলোড: 1Cr+

এটা হল এমন একটা ইউনিভার্সাল টিভি রিমোট অ্যাপ্লিকেশন, যেটা একদম বিনামূল্যে একাধিক TV ব্র্যান্ডের ভার্চুয়াল রিমোট হিসেবে কাজ করে থাকে।

এর সিম্পল টাচ-প্যাড নেভিগেশনের জন্যে খুব সহজেই আপনি খুশিমতো চ্যানেল গুলি নিজের টিভিতে অ্যাক্সেস করতে পারবেন।

ফিচার

  • ১০০+ দেশে ব্যবহার করা যায়,
  • প্রচুর TV ব্র্যান্ডের উপর কাজ করে,
  • ইউসার-ফ্রেন্ডলি সিম্পল ইন্টারফেস,
  • বেসিক রিমোটের সমস্ত ফাঙ্কশন আছে।

২. Remote for Android TV:

Simha software remote control for TV

রেটিং: 4.5/5

ডাউনলোড: 10L+

ভয়েস কমান্ড ও সহজ কীবোর্ড টাইপিং ফেসিলিটির সাহায্যে এই android TV রিমোট অ্যাপটি ব্যবহার করা ভীষণই সোজা। এমনকি, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল থেকে স্মার্ট টিভিতে ইচ্ছেমতো অ্যাপ্লিকেশন গুলি লঞ্চও করতে পারবেন (যেমন- নেটফ্লিক্স, ইউটিউব ইত্যাদি)।

ফিচার:

  • ভয়েস কমান্ডের সুবিধা।
  • মোবাইলে সহজে রিমোট সেটআপ করা যায়।
  • সার্চ করার জন্যে ইনবিল্ট কিবোর্ড আছে।
  • মোবাইল থেকে বিভিন্ন অ্যাপ সহজেই অ্যাক্সেস করা যায়।

৩. Remote control App for All TV:

Smart reader team android TV remote app

রেটিং: 4.0/5

ডাউনলোড:10L+

আপনার কাছে স্মার্ট টিভি নেই? তাতে কি হয়েছে? এই স্মার্ট রিমোট অ্যাপস এর সাথে আপনি নন-স্মার্ট টিভিগুলোতেও ভার্চুয়াল রিমোটের সেটআপ করতে পারবেন। তবে এক্ষেত্রে, আপনার এন্ড্রয়েড ফোনে ইনবিল্ট IR ব্লাস্টার ডিভাইস থাকলেই হবে।

এটিকে সাধারণ টিভি রিমোটের পাশাপাশি একাধিক ইলেক্ট্রনিক ডিভাইসের কন্ট্রোলার হিসেবেও এই অ্যাপটি ব্যবহার করা যায়।

ফিচার

  • মাল্টি-ল্যাংগুয়েজ সাপোর্ট আছে,
  • নানা ব্র্যান্ডের টিভিতে কাজ করে,
  • WIFI ও IR ব্লাস্টারের সাথে কাজ করে,
  • একসাথে অনেকগুলো টিভি কন্ট্রোল করে।

৪. Universal TV Remote Control:

Sensus tech smart tv remote

রেটিং: 4.0/5

ডাউনলোড: 1Cr+

অন্যান্য ভার্চুয়াল রিমোট অ্যাপ্লিকেশনের মতোই এখানেও আপনি কাস্ট স্ক্রিনের সুবিধা পাবেন। এর ইউনিভার্সাল স্মার্ট ও IR রিমোট কন্ট্রোলিং সিস্টেম বেশিরভাগ স্মার্ট ও নন-স্মার্ট টিভিতে ভালোভাবেই কাজ করে।

বাকিটা, এই অ্যাপকে আপনি একটি সাধারণ রিমোটের মতোও ইউস করতে পারবেন।

ফিচার

  • নন-স্মার্ট টিভিতেও কাজ করে,
  • স্ক্রিন মিররিং ও কাস্ট স্ক্রীনিং করা যায়,
  • রিমোটের সমস্ত বেসিক ফাঙ্কশন রয়েছে,

✔ বারবার করে রিমোটের সেটআপ করতে লাগে না

৫. Universal Remote Control TV:

রেটিং: 4.6/5

Leo studio TV remote app

ডাউনলোড: 1L+

একটা ভালো ভার্চুয়াল রিমোট অ্যাপ হিসেবে এটাকে সেটআপ করা খুবই সোজা। এর টাচ বার প্যানেল আপনাকে স্মুথভাবে টিভি অপারেট করতে সাহায্য করে। এছাড়াও, এখানে আপনি ভিডিও প্লেব্যাক কন্ট্রোলের সকল অপশনও পাবেন।

আর, এখানেও TV স্ক্রিন কাস্ট ও স্ক্রিন মিররিংয়ের সুবিধা রয়েছে।

ফিচার

  • বেসিক রিমোটের সব ফিচার আছে,
  • টিভি কাস্ট ও স্ক্রিন মিরর করা যায়,
  • প্রতিটা টিভি ব্র্যান্ডের সাথে কাজ করে,
  • ভয়েস কন্ট্রোল ও টাচপ্যাড কন্ট্রোল রয়েছে .

আজকে কি জানলাম?

কিভাবে নিজের এন্ড্রয়েড মোবাইল দিয়ে টিভি রিমোট এর সমস্ত কাজ গুলি আপনি করতে পারবেন, বিষয়টা হয়তো আপনি এখন অনেক ভালো করেই বুঝতে পেরেছেন।

দেখুন, যদি আপনার কাছে একটি android smart-tv এবং android smartphone আছে, সেক্ষেত্রে আমি অবশই আপনাকে Google TV App ব্যবহার করে মোবাইল দিয়ে টিভি চালানোর পরামর্শ দিবো।

তবে যদি গুগল টিভি অ্যাপ আপনার মোবাইলে কাজ না করে থাকে, সেক্ষেত্রে উপরে বলে দেওয়া অন্যান্য Mobile TV Remote Apps গুলি অবশই ব্যবহার করে দেখতে পারবেন।

অবশই পড়ুন: মোবাইল থেকে ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনার উপায়

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top