মোবাইল থেকে ডিলিট করা ছবি কিভাবে ফিরিয়ে আনা যায়? ফটো রিকভারি অ্যাপ

ভুল করে মোবাইল থেকে সমস্ত ছবি ডিলিট হয়ে গিয়েছে? এখন ইন্টারনেটে গিয়ে, মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় গুলি খুঁজছেন? তবে, এক্ষেত্রে নানান ডিলিট ফটো রিকভারি অ্যাপ/সফটওয়্যার গুলি আপনি অবশই পেয়ে যাচ্ছেন যদিও, কোন সফটওয়্যারটি কার্যকর সেটা নিয়ে প্রশ্ন অবশই থেকে যায়।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়
How to recover deleted photos from mobile.

একটি বা একাধিক ছবি মোবাইলের গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া এবং সেগুলিকে পুনরুদ্ধার করা, যদি এটাই হয় আপনার সমস্যা তবে আজকে আমরা চলে এসেছি সেই সমস্যার সমাধান নিয়ে।

তাই, আমাদের আজকের এই গোটা আর্টিকেলটা পড়তে থাকুন আর জানতে থাকুন কিভাবে আপনিও আপনার ফোনের গ্যালারি থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ছবি গুলি খুব সহজ উপায়ে আবার ও রিকভার করতে পারবেন।

যদিও আমরা দেখে থাকি, প্লে স্টোরে এখন এমন প্রচুর অ্যাপ গুলি আছে যেগুলি দাবি করে যে, আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটো সঠিক ভাবে রিকভার করতে আপনাকে সাহায্য করবে।

কিন্তু মজার ব্যাপার হল, বেশিরভাগ ডিলিট ফটো রিকভারি অ্যাপ গুলির প্রত্যেকেই যে খুব একটা বিশ্বাসযোগ্য ফলাফল আপনাকে দেবে তা কিন্তু একেবারেই নয়।

আর তাই আজ আমাদের এই আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্য, যারা এখনো প্লে স্টোরের সমুদ্র সমান হাজারও অ্যাপের ভিড়ে খুঁজে বেড়াচ্ছেন বিশ্বাসযোগ্য কিছু অ্যাপ, যেটা খুব সহজেই আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি গুলি রিকভার করবে।

অবশই পড়ুন: মোবাইল থেকে ডিলিট করা ভিডিও ফিরিয়ে আনার উপায়

তাহলে, আর দেরি না করে নিচে আমরা সরাসরি জেনেনেই, মোবাইল থেকে ডিলিট করা ছবি কিভাবে ফিরিয়ে আনা যায় তার একটি কার্যকর সমাধান আর পাশাপাশি আমরা এমন কিছু সেরা মোবাইল অ্যাপস/সফটওয়্যার গুলির বিষয়েও জানবো, যেগুলির দ্বারা ডিলিট করা ফটো রিকভার করা যায়।

মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায়: স্টেপ বাই স্টেপ

এখানে আমরা DiskDigger photo recovery app ব্যবহার করে কিভাবে মোবাইল থেকে ডিলিট করা যেকোনো ছবি ফিরিয়ে আনা যায়, তার প্রত্যেকটি ধাপ গুলি বলে দিয়েছি।

স্টেপ ১.

Download Diskdigger android app

সবচেয়ে আগে আপনাকে নিজের মোবাইলে DiskDigger Photo Recovery App-টি ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রীতে app-টি ডাউনলোড করতে পারবেন।

স্টেপ ২.

Give permission to access files

App-টি ওপেন করে ফাইল স্ক্যান করার সময় আপনার ডিভাইস এর ফাইল এক্সেস করার জন্য পারমিশন চাওয়া হবে।

আপনাকে সরাসরি “Go to settings” এর মধ্যে ক্লিক করতে হবে।

Allow file access

Go to settings-এর মধ্যে click করার পর, allow access to manage files-এর একটি অপসন দেখবেন যেটাকে সরাসরি enable/on করতে হবে।

স্টেপ ৩.

Open diskdigger app

সব ধরণের পারমিশনের কাজ হয়ে যাওয়ার পর, আপনাকে আবার DiskDigger app-টি ওপেন করতে হবে।

App-এর একেবারে উপরে থাকা “Search For Lost Photos” এর অপশনে click করুন।

স্টেপ ৪.

Image scan completed

এবার আপনারা সেই প্রত্যেকটি ছবি গুলি দেখতে পাবেন যেগুলিকে DiskDigger app দ্বারা স্ক্যান করে বের করা হবে।

আপনার মোবাইল থেকে যেই ছবিটি ডিলিট হয়ে গিয়েছে বা যেই ডিলিট হওয়া ছবিটি রিকভার করতে চাইছেন, সেই ছবিটি খুজুন।

এবার, ছবির পাশে থাকা ৩ ডট আইকনে “⋮” ক্লিক করুন।

স্টেপ ৫.

Click on recover this file

ছবির পাশে থাকা ৩ ডট আইকনে “⋮” ক্লিক করার সাথে সাথে আপনারা, “Recover this file” এর অপসন পাবেন যেখানে click করতে হবে।

স্টেপ ৬.

save image to gallery

শেষে ছবিটি রিকভার করে সেভ করার জন্য আপনাকে কিছু অপসন দেখানো হবে। আপনি চাইলে ইমেইল, হোয়াটসআপ, ইত্যদি অপশনের দ্বারা সরাসরি ছবিটি শেয়ার করতে পারবেন।

এছাড়া, রিকভার করা ছবিটি নিজের মোবাইলের স্টোরেজে সেভ করার জন্য “My Files” বা “File manager” এর মতো অপসন সিলেক্ট করতে হবে।

স্টেপ ৭.

Select folder to save file

এবার ছবিটি নিজের মোবাইলের স্টোরেজের যেই ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডার বা লোকেশন সিলেক্ট করে নিচে থাকা “Save” অপশনে ক্লিক করুন। বাস, আপনার ডিলিট করা ছবি আবার আপনার মোবাইলের স্টোরেজে চলে আসবে।

ডিলিট করা ছবি কিভাবে ফিরিয়ে আনা যায়? সোজা উত্তর

দেখুন, যখন আমাদের android mobile থেকে কোনো ছবি ডিলিট করা হয়, তখন সেই ছবি রিকভার করার মূলত ৩টি উপায় আমাদের কাছে থাকে।

আর এই উপায় গুলি হলো, Google Photos, Recently Deleted Folder এবং কিছু সেরা ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার দ্বারা।

১. Google Photos:

Google Photos App

আমাদের প্রত্যেকের এন্ড্রয়েড মোবাইলেই শুরু থেকেই Google Photos App-টি install করা থাকে।

Google Photos হলো গুগল দ্বারা ডেভেলপ করা একটি ক্লাউড মিডিয়া স্টোরেজ প্লাটফর্ম যার দ্বারা আপনার মোবাইলের সমস্ত images এবং videos গুলি নিজে নিজেই গুগলের ক্লাউড স্টোরেজ সার্ভারে সেভ হতে থাকে।

তাই, যদি আপনার মোবাইলের ফাইল ম্যানেজার বা স্টোরেজ থেকে কোনো ছবি ডিলিট হয়েও যায়, তাহলে অনেকটা চান্স রয়েছে যে ডিলিট হয়ে যাওয়া সেই ছবিটি আপনার মোবাইলে থাকা Google Photos App-এর মধ্যে সেভ করা আছে।

এছাড়া, Google Photos App থেকে আপনি আপনার ছবি এবং ভিডিও গুলিকে খুব সহজেই এবং যেকোনো ডিভাইস থেকে লগইন করে আবারও ডাউনলোড করে নিতে পারবেন।

২. Recently Deleted Folder:

Android Recently Deleted Folder

আমাদের প্রত্যেকের এন্ড্রয়েড মোবাইলেই একটি Recently Deleted Folder অবশই থাকে। আসলে যখন আমরা আমাদের মোবাইল থেকে কোনো ছবি বা ভিডিও ডিলিট করে থাকি, তখন সেই ছবি/ভিডিও সরাসরি এই recently deleted folder-এর মধ্যে চলে যায়।

মনে রাখবেন, ফাইল গুলি এই ফোল্ডারে শুধুমাত্র ৩০ দিনের জন্যে সেভ হয়ে থাকে। আর এই ৩০ দিনের মধ্যে যদি আপনি আপনার ডিলিট করা ছবি গুলিকে রিকভার করতে চান তাহলে অসহায় করতে পারবেন।

তবে মনে রাখবেন, ছবি ডিলিট করার ৩০ দিন পর কিন্তু চিরতরের জন্য ছবিটি ডিলিট হয়ে যায়।

Recently Deleted Folder দ্বারা যেকোনো ডিলিট করা ছবি ফিরিয়ে আনার জন্য আপনাকে যেতে হবে,

“Photos >> Albums >> Recently Deleted”.

আপনি যেই ছবিটি রিকভার করতে চান সেই ছবিতে ক্লিক করে “Recover” এর অপশনে click করতে হবে।

৩. সেরা কয়েকটি ডিলিট ফটো রিকভারি অ্যাপস: Photo Recovery Apps

আসুন, এখন দেখে নেয়া যাক আমাদের তালিকায় থাকা বিশ্বাসযোগ্য সেরা কয়েকটি ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার গুলির নাম। প্রত্যেকটি অ্যাপস গুলির Google Play Download লিংক আমরা অবশই দিয়ে দিয়েছি।

Dr. Fone Data Recovery

ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার

এই প্রবন্ধে আমাদের প্রথম রেকমেন্ডেশান হল এই Dr. Fone Data Recovery অ্যাপটি।

আপনি যদি WhatsApp থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো বা ভিডিও রিকভার করতে চান, তাহলে এটি হবে আপনার জন্য একেবারে পারফেক্ট অপসন।

Dr. Fone অ্যাপটি একেবারেই নিরাপদ এবং রিলাইএবেল যেটা প্রধানত android mobile এর জন্য ব্যবহার করা হয়। Dr. Fone অ্যাপটি বেছে নেয়ার প্রধান কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো,

  • এটার ব্যবহার খুবই সহজ। একটিমাত্র click এই আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করতে পারেন।
  • এটা মেইনলি JPG, PNG ফাইল ফরম্যাট গুলো সাপোর্ট করে।
  • এই অ্যাপটি প্রধানত ডিজাইন করা হয়েছে ডেটা রিকভার, ডেটা ট্রান্সফার, ডেটা রিস্টোর, ডেটা ব্যকআপ আর সিস্টেম রিপেয়ার এর জন্যই।
  • যদি কোন ব্যক্তি টেকনিক্যাল ব্যাপারটা সম্পর্কে খুব একটা অবগত নাও হন তাও খুব সহজেই এই অ্যাপটিকে ব্যবহার করতে পারেন।
  • Dr. Fone অ্যাপের সাকসেস রেট এতটাই বেশি যে শুধুমাত্র Whatsapp থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোই নয়, damage devices বা system crash এর মত সমস্যাতেও এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমাধান।
  • Photo রিকভার করার সময় এই অ্যাপ অটোমেটিক্যালি রিকভার হওয়া ছবিগুলির কোয়ালিটি বাড়াতে সাহায্য করে, AI এর মাধ্যমে।

তালিকার প্রথমে থাকা সত্ত্বেও প্রধানত যে কারণগুলির জন্য এই অ্যাপটি কে মাঝে মাঝে তালিকা থেকে বাদ দেওয়া হয় সেগুলি হল:

  • Dr. Fone কখনোই Encrypted Photo File গুলিকে রিকভার করতে পারেনা।
  • Android File Manager থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলোকে Dr. Fone Data Recovery App এর দ্বারা কখনোই রিকভার করা সম্ভব হয় না।
  • এটা ব্যবহার করতে গেলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা পে করতে হবে অর্থাৎ এটা একেবারেই free of cost নয়।

Disk Digger Photo Recovery App

ডিলিট করা ছবি কিভাবে ফিরিয়ে আনা যায়

যদি আপনি আপনার ফোনের internal এবং external মেমোরি থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো অর্থাৎ ডাটা রিকভার করতে চান, তাহলে এই Disk Digger Photo Recovery অ্যাপটি আপনার জন্য একেবারেই সঠিক।

আপনি যদি কখনো আপনার মেমোরি কার্ড রি ফরম্যাট করেন বা ভুলবশত আপনার ফোন থেকে সমস্ত ফটো ডিলিট করে ফেলেন তাহলে একেবারে ideal solution হল এই Disk Digger App।

কেন আপনি এই Disk Digger App ব্যবহার করবেন? চলুন জেনে নেওয়া যাক এটির মূল আকর্ষণীয় বৈশিষ্ট্য গুলি:

  • Disk Digger অ্যাপটি আপনার ডিভাইস কে স্ক্যান করে আপনার ফোনের ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করে।
  • এটি আপনার ফোনের hard drive বা storage device কে scan করে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফাইল রিকভার করতে সক্ষম।
  • ভীষণ critical সিচুয়েশনের ক্ষেত্রেও, যেমন file যদি কখনো overwritten হয়ে যায় Disk Digger সম্পূর্ণরূপে এই পরিস্থিতি সামাল দিতে পারে।
  • Email, Bluetooth কিংবা যেকোনো অন্য কিছুর সাহায্যেই আপনি রিকভার করা ফাইল গুলিকে শেয়ার করতে পারেন।

এত কিছু সুবিধা প্রদান করলেও Disk Digger এর মেইন সমস্যা হল:

  • এই অ্যাপ ব্যবহারের জন্য খানিকটা Technical Knowledge থাকা প্রয়োজন।
  • এই অ্যাপটি কিন্তু একেবারেই free of cost নয়।
  • এই অ্যাপের যে ফ্রি ভার্সন আছে সেটা কেবলমাত্র কিছু লিমিটেড সংখ্যক ফাইল রিকভার করতেই আপনাকে সাহায্য করবে।

Dumpster Photo and Video Recovery

ডিলিটেড ফটো রিকভারি

যদি আপনি সেরা ফটো রিকভারি অ্যাপ খুজে থাকেন তাহলে আমরা আপনাকে সাজেস্ট করব অবশ্যই একবার এই Dumpster অ্যাপটি ব্যবহার করুন।

অ্যাপটি এতটাই user friendly যে আপনার Android mobile বা SD card এর ডিলিট হয়ে যাওয়া ফটো রিকভার করার জন্য এটা আপনাকে একটা ultimate solution দিয়ে থাকে।

Dumpster এর বিশেষ বৈশিষ্ট্য যেটি আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করবে সেগুলি হল:

  • Dumpster এর সবথেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হলো, এই অ্যাপটিকে আপনি একেবারেই বিনামূল্যে এক্সেস করতে পারেন।
  • Dumpster এমন একটি অ্যাপ যেটা অটোমেটিক ভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইল বা ফটোগুলোকে রিকভার করতে সাহায্য করে।
  • ডেটাকে প্রটেক্ট করার জন্য এর যে ডেটা প্রটেকশন ফিচারস টি রয়েছে সেটা এক কথায় অসাধারণ।
  • আপনার ডেটাকে সিকিউর করার জন্য এই অ্যাপটিতে আপনি 4 digit পিন ব্যবহার করতে পারেন।
  • এটা এতটাই user friendly যে, যেকোন নতুন ব্যক্তি এই অ্যাপটিকে সহজেই ব্যবহার করতে পারেন।
  • এই অ্যাপটির সাহায্যে বিভিন্ন ধরনের মিডিয়া যেমন ফটো, ভিডিও সকল প্রকার ফাইল ই রিকভার করা সম্ভব।

তবে যতই সুবিধা থাকুক না কেন প্রত্যেকটি অ্যাপের ই যেমন কোনো না কোনো অসুবিধা আছে ঠিক সেরকমই এই অ্যাপটার ক্ষেত্রেও প্রধান যে দুটি সমস্যা আমরা দেখতে পাই সেটি হল:

  • এই অ্যাপটি old এবং outdated Android ভার্সন এর ক্ষেত্রে খুব একটা ব্যবহারযোগ্য না।
  • অ্যাপটি আপনার Android device এর কিছুটা বাড়তি জায়গা দখল করে।

Play store এর মধ্যে উপস্থিত হাজার টা অ্যাপের মধ্যে থেকে সেরা ফটো রিকভারি অ্যাপকে বেছে নেওয়া মোটেই এত সহজ ব্যাপার নয়। আর তাই আপনাদের ছবি রিকভার করার কাজটিকে আরও সহজ করে তোলার জন্য আমরা এখানে প্রধানত যে তিনটি অ্যাপের কথা উল্লেখ করলাম সেগুলি প্রত্যেকটিই খুবই ব্যবহারযোগ্য এবং highly Recommend অ্যাপ।

 

শেষ কথা,,

তাহলে বন্ধুরা, মোবাইলের ডিলিট করা ছবি ফিরিয়ে আনার উপায় কি এবং মোবাইলের সেরা ডিলিট ফটো রিকভারি অ্যাপ কোনগুলি, এই দুটো বিষয়ই হয়তো আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন।

আজকের এই আর্টিকেলের মধ্যে প্রত্যেকটি স্টেপ যেভাবে বলে দেওয়া হয়েছে, সেই স্টেপ গুলি ভালো ভাবে অনুসরণ করে আপনিও যেকোনো ডিলিটেড ফটো রিকভারি করে নিতে পারবেন। আমাদের আজকের আর্টিকেলটি কেমন লাগলো, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন।

অবশই পড়ুন: মোবাইলের সেরা ভয়েস চেঞ্জ করার সফটওয়্যার

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top