আমার প্রথম বাংলা ব্লগ “https://onlinejano.info” নিয়ে হাজির হলাম।
এই ব্লগে আমি মূলত এন্ড্রয়েড মোবাইল টিপস এবং এন্ড্রয়েড এপ্লিকেশন রিলেটেড আর্টিকেল গুলো পাবলিশ করতে চলেছি।
Google Play Store-এ যেকোনো বিষয়ে নানান apps গুলো আপনারা পাবেন।
তবে এই একাধিক apps গুলোর মধ্যে কোন apps গুলো সেরা এবং apps গুলিতে কি কি সুবিধা এবং বৈশিষ্ট রয়েছে মূলত সেটা নিয়ে আমরা প্রত্যেকটি আর্টিকেল পাবলিশ করতে চলেছি।
এমনিতে, আমি অধিক প্রযুক্তিগত বিষয় গুলো নিয়ে লিখতে পছন্দ করে থাকি।
তবে, technology ছাড়াও অনেক অন্যান্য বিষয় রয়েছে যেগুলো নিয়ে লিখার ইচ্ছা আমার আগের থেকেই রয়েছে।
আমার সম্পূর্ণ কামনা রইলো যে এই ব্লগে লিখা প্রত্যেকটি আর্টিকেল এবং সেগুলোর বিষয় আপনাদের অবশই পছন্দ হবে।
তাছাড়া, যদি আপনারা আমাকে যেকোনো কারণে যোগাযোগ করতে চাচ্ছেন, তাহলে আমাকে ইমেইল করতে পারবেন।
আমার ইমেইল আইডি হলো – neha.onlinejano@gmail.com.