ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট কিভাবে করে?

নিজের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন? এখন বুঝতে পারছেননা যে কি করবেন? এতো চিন্তা কিসের? ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কেবল কিছু ক্লিক করেই রিসেট করে নিতে পারবেন নিজের পাসওয়ার্ড।

হ্যা, একটি নতুন পাসওয়ার্ড সেট করার মাধ্যমে আপনি আবার নিজের ফেসবুক একাউন্ট এক্সেস করতে পারবেন।

তবে মনে রাখবেন, ফেসবুকে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আপনার কাছে আপনার সেই মোবাইল নম্বর বা ইমেইল আইডিটি থাকতে হবে যেটি আপনার ফেসবুক একাউন্টের মধ্যে দেওয়া ছিল।

এখন, যদি আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি এবং আমার কাছে ফেসবুকে দেওয়া সেই মোবাইল নম্বর বা ইমেইল আইডি নেই। এক্ষেত্রে কি ভুলে যাওয়া পাসওয়ার্ড আবার পুনরুদ্ধার করা যাবে?

আমি নিচে আলাদা ভাবে ২টি উপায় অবশই বলে দিবো যেগুলিকে কাজে লাগিয়ে মোবাইল নাম্বার বা ইমেইল আইডি ছাড়া ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। তাহলে চলুন, নিজের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো সেটা নিচে জেনেনেই।

অবশই পড়ুন: ইন্টারনেট থেকে করুন মোবাইলে ফ্রি কল

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো – ২ টি সমাধান

ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি
How to reset forgotten Facebook Password in Bengali?

দেখুন, ফেসবুকের ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের কাছে মূলত পাসওয়ার্ড রিসেট করা ছাড়া আর কোনো অপসন বা বিকল্প থাকছেনা। পুরোনো পাসওয়ার্ড যদি মনে নেই তাহলে পাসওয়ার্ড রিকভার করার ৩টি উপায় রয়েছে যেগুলি আপনারা কাজে লাগাতে পারেন।

প্রথমত, 

যদি আপনি নিজের কম্পিউটারের ক্রোম ব্রউজারে নিজের ফেসবুক একাউন্ট লগইন করেছিলেন, তাহলে হতেপারে আপনি সেখানে নিজের লগইন আইডি (email) এবং পাসওয়ার্ড সেভ করেছেন।

এক্ষেত্রে আপনাকে chrome browser-এর settings অপশনে click করে Autofill and passwords-এর অপশনে click করতে হবে।

এবার আপনারা Google Password Manager-এর অপসন পাবেন, যেখানে click করলেই আপনার ক্রোম ব্রাউসারে সেভ থাকা প্রত্যেকটি website এবং সেগুলির আইডি/পাসওয়ার্ড আপনারা দেখে নিতে পারবেন।

এবার যদি আপনার কপাল ভালো থাকে এবং যদি আপনি নিজের ব্রাউসারে ফেসবুক এর পাসওয়ার্ড সেভ করে রেখেছিলেন, তাহলে ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং আইডি এখানেই দেখে নিতে পারবেন।

দ্বিতীয়ত,

এবার, যদি আপনার chrome browser-এর মধ্যে Facebook-এর password saved নেই, তাহলে আপনাকে নিজের পাসওয়ার্ড রিসেট করতেই হবে।

কেননা, পাসওয়ার্ড রিসেট না করলে ফেসবুক আপনাকে কখনোই নিজের একাউন্টে প্রবেশ হতে দিবেনা।

তাই, যদি আপনিও নিজের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন এবং পাসওয়ার্ড কোথাও সেভ নেই, তাহলে নিচে বলে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন।

ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড রিসেট করার নিয়ম:

ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার নিয়ম, কম্পিউটার, মোবাইল এবং ফেসবুক মোবাইল অ্যাপ, সব খানে একই। তাই, আপনি নিজের পছন্দ মতো যেকোনো ডিভাইস থেকেই পাসওয়ার্ড রিসেট প্রক্রিয়াটি অনুসরণ করতে পারবেন।

আমরা মোবাইলে গুগল ক্রোম ব্রাউসার ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট প্রক্রিয়াটি করে দেখিয়েছি। তবে আপনারা চাইলে Facebook Mobile App-এর মধ্যে রিসেট প্রক্রিয়াটি করে নিতে পারবেন।

স্টেপ ১. 

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবো

সবচেয়ে আগেই আপনাকে নিজের মোবাইলে Google Chrome Browser ওপেন করতে হবে এমন Facebook.com-এর সাইটে ভিজিট করতে হবে।

আপনারা Facebook-এর লগইন পেজ দেখতে পাবেন যেখানে আপনাকে আপনার লগইন আইডি এবং পাসওয়ার্ড দিতে বলা হবে।

যিহেতু আপনি নিজের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই আপনাকে সরাসরি “Forgotten password” এর লিংকে click করতে হবে।

স্টেপ ২.

Search profile with Mobile number

এবার আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে প্রোফাইল সার্চ করতে বলা হবে।

আপনি চাইলে নিচে থাকা “search by your email address or name” লিংকে click করার মাধ্যমে নিজের ইমেইল আইডি বা নাম টাইপ করেও প্রোফাইল সার্চ করতে পারবেন।

মনে রাখবেন, আপনাকে কেবল সেই মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিতে হবে যেটি আপনার ফেসবুক একাউন্টের সাথে রেজিস্টার করা আছে।

স্টেপ ৩. 

Try another way to login

এবার যখন আপনার ফেসবুক একাউন্ট/প্রোফাইল দেখানো হবে তখন একাউন্টে লগইন করার জন্য পাসওয়ার্ড দিতে বলা হবে।

অবশই, পাসওয়ার্ড আপনার মনে নেই, তাই নিচে থাকা “Try another way” লিখা অপশনে click করুন।

স্টেপ ৪. 

Send code to email or mobile

এবার, আপনারা send code via email-এর অপসন দেখবেন যেখানে click করতে হবে এবং নিচে থাকা continue-এর বাটনে click করতে হবে।

স্টেপ ৫.

Enter verification code

Continue-এর বাটনে click করার পর, ফেসবুক একাউন্টে থাকা আপনার ইমেইল আইডিতে ফেসবুকের তরফ থেকে একটি ৬ অংকের code number পাঠানো হবে।

আপনাকে সেই code-টি ভালো করে দেখে নিয়ে উপরে চলে আসা বাক্সে দিয়ে দিতে হবে।

Verification code-টি দিয়ে দেওয়ার পর সরাসরি নিচে থাকা continue-এর বাটনে click করুন।

স্টেপ ৬. 

Enter new facebook password

এখন আপনাদের সামনে Create a new password-এর একটি পেজ চলে আসবে। এখানে একটি বাক্স দেখবেন যেখানে আপনাকে নিজের নতুন ফেসবুক পাসওয়ার্ড দিতে বলা হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর, নিচে থাকা NEXT বাটনে click করুন।

এবার ফেসবুকে আপনার নতুন পাসওয়ার্ড সেট কয়ে যাবে এবং এই পাসওয়ার্ড ব্যবহার করেই লগইন করে নিতে পারবেন।

FAQ: কিছু রিলেটেড প্রশ্ন:

Q. পাসওয়ার্ড ছাড়া ফেসবুক লগইন করা যায়?

যদি আপনার ডিভাইস এর ব্রাউজারে পাসওয়ার্ড সেভ নেই এবং আপনিও নিজের ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে এক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করতেই হবে। কেননা পাসওয়ার্ড ছাড়া ফেসবুকে কোনো ভাবেই লগইন করতে পারবেননা।

Q. ফেসবুক ফরগেট পাসওয়ার্ড কোড আসে না কেন?

এক্ষেত্রে আপনি কোন ইমেইল আইডি বা মোবাইল নম্বর নিজের ফেসবুক একাউন্টের সাথে রেজিস্টার করেছিলেন সেটা আগেই ভালো করে দেখুন। কেননা, পাসওয়ার্ড রিসেট কোড কেবল আপনার ফেসবুক একাউন্টে রেজিস্টার থাকা ইমেইল বা মোবাইলেই পাঠানো হবে। যদি কোড আসছেনা তাহলে হতে পারে আপনি ভুল মোবাইল নম্বর বা ইমেইল চেক করছেন।

Q. নিজের ফেসবুক পাসওয়ার্ড কিভাবে দেখব?

ফেসবুকের মধ্যে নিজের পাসওয়ার্ড দেখার কোনো সুবিধা বর্তমানে দেওয়া হয়নি। তবে আপনি চাইলে নিজের পাসওয়ার্ড সরাসরি চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া, নিজের মোবাইল বা কম্পিউটারে গুগল একাউন্টে লগইন করে Password Manager-এর মধ্যে দেখতে পারেন যে আপনার ফেসবুক একাউন্টের তথ্য/পাসওয়ার্ড সেভ আছে কি নেই। সেভ থাকলে তবে ফেসবুকের পাসওয়ার্ড এখানেই দেখে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top