মোবাইলে ছবি সাজানোর সফটওয়্যার/অ্যাপস – সেরা ৯টি

ছবি সাজানো অ্যাপস: ছবি তুলতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। নিজেদের জীবনের সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হোক বা প্রকৃতির কোনও সুন্দর দৃশ্য – এসব ছবি তুলে রাখতে কে না ভালোবাসে! মুহূর্তদের স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি একমাত্র অপশন হলেও অনেক সময় অনেক ছবি আমদের মন মত ওঠেনা। আর এখেত্রেই আলাদাভাবে একটি সেরা ছবি সাজানো সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করার প্রয়োজন দেখা দেয়।

কখনও বা আলোর সঠিক ব্যবহার না করতে পারা আবার কখনও বা আশেপাশের অবাঞ্ছিত ব্যাকগ্রাউন্ড আমাদের সুন্দর ছবিকে নষ্ট করে দেয়। কখনও আবার মনের মত ছবি না উঠলে এক গাদা টাকা খরচ করে প্রফেশনালদের দিয়ে সেই ছবি এডিট করে তবেই সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায়।

এই সব সমস্যার কথা মাথায় রেখেই আজকে আপনাদের এমন কিছু সফটওয়্যার বা মোবাইল অ্যাপস গুলোর সন্ধান দেব যার মাধ্যমে আপনারা বাড়ি বসেই মোবাইলে নিজেদের ইচ্ছে মত ছবি ডিজাইন করে নিজের মতো সাজিয়ে নিতে পারবেন।

ইচ্ছেমত ব্যাকগ্রাউন্ড বদলে, কখনও বা নির্দিষ্ট অবজেক্ট ব্লার করে ছবিকে এমন ভাবে সাজিয়ে নিতে পারবেন যা দেখলে সবাই বাহবা দেবেই। আসুন এমনই কিছু সফটওয়্যারের বিষয়ে জেনে নেওয়া যাক। 

সেরা ৯টি ছবি সাজানো অ্যাপস: ছবি ডিজাইন করুন

ছবি সাজানো সফটওয়্যার
Android mobile image design software list.

নিচে ছবি সাজানোর যেই সফটওয়্যার গুলোর বিষয়ে আমি বলতে চলেছি সেগুলো Google Play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। প্রত্যেম অ্যাপস গুলোর গুগল প্লে ডাউনলোড লিংক আমি নিচে অবশই দিয়েছি।

  • Canva
  • Flyers, Poster Maker, Design
  • Photo Editor Pro
  • Collage Maker | Photo Editor
  • Photo Editor – Lumii
  • Fotogenic : Face & Body Tune
  • InstaSquare Photo Editor
  • Snapseed
  • PhotoShot Photo Editor

মোবাইলের ৯টি ছবি সাজানো সফটওয়্যার: ফ্রি ডাউনলোড

চলুন তাহলে, নিচে আমরা বলে দেওয়া এই প্রত্যেক ছবি সাজানো সফটওয়্যার গুলোর বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনেনেই। 

১. Canva

রেটিং: 4.8

ডাউনলোড: 100M+

ফটো এডিটিং বা সাজিয়ে নেওয়ার কথা ভাবলেই সবার আগে যে সফটওয়্যারের কথা মাথায় আসে তা হল ক্যানভা। প্রফেশনাল ফটো এডিটরদের ১ নং পছন্দ হল ক্যানভা। তবে এর এন্ড্রোয়েড ভার্সন দিয়ে খুব সহজেই যে কেউ নিজের মোবাইলেই সুন্দরভাবে যেকোনো ফটো সাজিয়ে তুলতে পারবেন।

নেট দুনিয়ায় অন্যতম জনপ্রিয় এই সফটওয়্যাটির এখনও পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ব্যবহার করছেন। এই একটি অ্যাপেই আপনি পেয়ে যাবেন ছবি সাজানোর সমস্ত রকম ফিচার। এমনকি, ভিডিও এডিটও করতে পারবেন।

কার্ড, ইনস্টা স্টোরি, গিফট কার্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট, কোলাজ, ফটোকে সুন্দর করে এডিট করা, ফিল্টার করা সব কিছু করতে পারবেন খুব সহজেই। 

সুবিধা এবং ফীচার:

  • ছবি সাজানোর জন্য জরুরি নানান filter, graphics, font, sticker ইত্যাদি পাবেন।
  • ৫০০ থেকেও অধিক ফন্ট স্টাইল এবং ইফেক্টস গুলো পাবেন।
  • সুন্দর সুন্দর photo collage তৈরি করার সুবিধা।
  • ছবির পাশাপাশি ভিডিও এডিট করার সুবিধা।
  • ছবিতে যুক্ত করা যাবে নানান ফ্রি গ্রাফিক্স গুলো।
  • মোবাইল এবং কম্পিউটার দুটোতেই ব্যবহার করা যাবে।

২. Flyers, Poster Maker, Design

রেটিং: 4.4

ডাউনলোড: 10M+

যদি ছবি সাজানোর বিষয়ে আপনার খুব বেশি ধারণা না থাকে তাহলে এই অ্যাপটি আপনার জন্য একদম উপযুক্ত। খুব সহজেই ফ্ল্যায়ার, ব্যানার, পোস্টার বানানোর পাশাপাশি ছবিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য নানা ফিচার পাবেন।

আপনি নিজের ইচ্ছে মত ব্যাকগ্রাউন্ড বদলানো, স্টিকার যুক্ত করা, পছন্দ মত রঙের ফন্ট ব্যবহার করে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনার ফটোকে। এছাড়া, এখানে রয়েছে ১০ হাজারের বেশি টেমপ্লেট। বিভিন্ন অনুষ্ঠান অনুযায়ী টেমপ্লেট বেছে নিয়ে আপনার ছবিটি সাজিয়ে নিলেই কেল্লাফতে।

যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে বা ইনস্টাগ্রামের জন্য স্টোরি তৈরি করতে হয় তবে এর মাধ্যমে খুব সহজেই বানাতে পারবেন থাম্বনেলও। 

সুবিধা এবং ফীচার:

  • এখানে পাবেন নানান ক্রিয়েটিভ টেমপ্লেট গুলো।
  • Font, background, sticker যুক্ত করার সুবিধা।
  • Text Arts-এর অপসন থাকছে।
  • ১০,০০০ থেকেও অধিক গ্রাফিক্স ডিজাইন টেমপ্লেট গুলো থাকছে।

৩. Photo Editor Pro

রেটিং: 4.6

ডাউনলোড: 100M+

ফটো সাজিয়ে তোলার ক্ষেত্রে InShot Inc-এর তরফ থেকে থাকা এই অ্যাপটি ওয়ান স্টপ সল্যুশন বলা চলে। ১০০ মিলিয়নেরও বেশি মানুষ এটি নিজেদের ফটো এডিট করার কাজে ব্যবহার করছেন।

এখানে, ৫০০ এর বেশি স্টাইলিশ এফেক্ট, ফেস টিউন, ফটো কোলাজ, ছবির বিশেষ কোনও অংশ ব্লার করা, ফিল্টার, ব্যাকগ্রাউন্ড বদলানো, বিউটি টুল সহ একাধিক দুর্দান্ত সব ফিচার রয়েছে।

ছবি সাজানোর পাশাপাশি এই অ্যাপের সাহায্যে বানাতে পারবেন মিমও। আর সরাসরি এডিট করা ছবি পোস্ট করতে পারবেন ফেসবুক, ইনস্টাগ্রামের, হোয়াটসঅ্যাপ সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

ছবিতে থাকা কোনও ওয়াটার মার্ক, লোগো সরিয়ে ফেলা, অবাঞ্ছিত অবজেক্টকে রিমুভ করতে পারবেন খুব সহজে। গ্লিচ, কার্টুন, নিয়ন সহ একাধিক ট্রেন্ডি এফেক্ট ব্যবহার করে আপনার ছবিকে করে তুলতে পারবেন দুর্দান্ত স্টাইলিশ।

সুবিধা এবং ফীচার:

  • ছবি থেকে যেকোনো অবজেক্ট রিমুভ করার সুবিধা।
  • Photo collage তৈরি করা যাবে।
  • ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা থাকছে।
  • ১০০ থেকে অধিক ফন্ট স্টাইল গুলো পাবেন।
  • ছবি থেকে ব্যাকগ্রাউন্স রিমুভ করার অপসন রয়েছে।
  • ২০০ থেকে অধিক ফিন্টার গুলো পাবেন।

৪. Collage Maker | Photo Editor

রেটিং: 4.7

ডাউনলোড: 100M+

এই সফটওয়্যারটির মাধ্যমে ছবি সাজানোর পাশাপাশি দুর্দান্ত সব কোলাজ বানাতে পারবেন নিমেষের মধ্যে। ১০০ মিলিয়নেরও বেশি মানুষ ফটো কোলাজ করতে বর্তমানে এই অ্যাপটি ব্যবহার করছেন। সর্বোচ্চ ১০০ টি পর্যন্ত ছবি আপনি নিজের কোলাজে যুক্ত করে ব্যবহার করতে পারবেন।

ফ্রেমের ক্ষেত্রে রয়েছে ১০০ টির বেশি ল্যেআউট। নিজের ইচ্ছে মত কোনও ছবির অনুপাত এবং আকার বদলে ফেলতে পারবেন এর মাধ্যমে। ইনস্টাগ্রামের জন্য রয়েছে একটি বিশেষ স্কোয়ার ফটো, ব্লার ব্যাকগ্রাউন্ড ফিচার। 

সুবিধা এবং ফীচার:

  • Pic collage তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০টি ছবি ব্যবহার করা যাবে।
  • ১০০ থেকেও অধিক ফ্রেম বা গ্রিড গুলো পাবেন।
  • পাবেন প্রচুর ব্যাকগ্রাউন্ড, স্টিকার এবং ফন্ট স্টাইল।
  • Free style এবং Grid style-এর মাধ্যমে collage তৈরি।

৫. Photo Editor – Lumii

রেটিং: 4.4

ডাউনলোড: 50M+

এই সফটওয়্যারটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি ভীষণ ইউজার ফ্রেন্ডলি। রয়েছে ১০০ টির বেশি ফটো ফিল্টার, যার মধ্যে অনেকগুলো এক্সক্লুসিভ। এছাড়া এখানে রয়েছে ১০০ টির বেশি ফটো এফেক্টও।

গ্লিচ, ডাবল এক্সপোজার ইত্যাদি এফেক্ট ব্যবহারে ছবি হয়ে উঠবে অনন্য। ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যবহার করে অপছন্দের অবজেক্ট সহজেই বাদ দেওয়া যাবে। নিজের ছবিটি পছন্দের ব্যাকগ্রাউন্ডেও খুব সহজেই সেট করতে পারবেন। 

ওভারঅল মোবাইল দিয়ে ছবি সাজানোর এটা একটি দারুন সফটওয়্যার অ্যাপ যেটিকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

সুবিধা এবং ফীচার:

  • ১০০ থেকে অধিক ফটো ইফেক্টস গুলো পাবেন।
  • ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সুবিধা।
  • Text এবং sticker যুক্ত করে ছবি সাজানোর অপসন।
  • ছবিতে সুন্দর সুন্দর বর্ডার এবং ফ্রেম যুক্ত করা যাবে।
  • ছবি এডিট করার ক্ষেত্রে পাবেন নানান সুন্দর সুন্দর টেমপ্লেট।

৬. Fotogenic : Face & Body Tune

রেটিং: 4.7

ডাউনলোড: 5M+

অনেক সময় আমরা সুন্দর ব্যাকগ্রাউন্ড এর সাথে সুন্দর মেকআপ করে ছবি তুললেও ছবি ভালো আসে না। এমন ছবি দেখে আমাদের মন খারাপ হয়ে যায়। তবে এই সফটওয়্যারের মাধ্যমে এবার সব ছবিই হবে ফটোজেনিক।

ছবিকে মন মত সাজিয়ে তোলার জন্য এটা হলো অন্যতম শ্রেষ্ঠ একটি অ্যাপ। ছবির নিচে নিজের ইচ্ছে মত ক্যাপশন দেওয়া, ছবিকে লম্বা করা, স্লিম দেখানো, ক্রপ, রোটেট সহ একাধিক ফিচার এখানে পাবেন।

এছাড়া রয়েছে একাধিক বিউটি অপশন। পছন্দ মত মেকআপ করা, ব্রাইটনেস বাড়ানো, স্মুথ করা সহ নানা বিউটি ফিচার ব্যবহার করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন আপনার ছবি। 

সুবিধা এবং ফীচার:

  • ছবির নিচে ক্যাপশন যুক্ত করার সুবিধা।
  • ছবি সুন্দর করার ক্ষেত্রে বিউটি ও মেকআপ টুলস গুলো আছে।
  • কালার এডজাস্টমেন্ট এবং টেক্সচার অপসন গুলো রয়েছে।

৭. InstaSquare Photo Editor

রেটিং: 4.5

ডাউনলোড: 1M+

নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এই সফটওয়্যারটি বিশেষভাবে ইনস্টাগ্রামের ছবি সাজানোর জন্য বানানো হয়েছে।

আপনি যদি ইনস্টা সুন্দরী হন তবে আপনার ফোনে এই অ্যাপটি অবশ্যই থাকা দরকার। তবে নামে ইনস্টাস্কোয়ার হলেও এর মাধ্যমে আপনি যে কোনও ছবিই এডিট করতে পারবেন।

যে কোনও ছবিকে ক্রপ না করেই ১:১ রেশিওতে এডিট করা সম্ভব এর মাধ্যমে। রয়েছে প্রফেশনাল ব্লার এফেক্ট। এছাড়াও ম্যাজিক ফটো এফেক্ট, স্টিকার, টেক্সট ব্যবহার করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবেন নিজের ছবি। 

সুবিধা এবং ফীচার:

  • ১০০ থেকেও অধিক ফিল্টার অপসন।
  • ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার সুবিধা।
  • Photo collage তৈরি করা যাবে।
  • ছবিতে সুন্দর সুন্দর স্টিকার এবং ফন্ট যুক্ত করা যাবে।
  • Sketch effect সহ পাবেন নানান photo effect অপসন।

৮. Snapseed

রেটিং: 4.2

ডাউনলোড: 100M+

গুগলের নিজস্ব ছবি সাজানোর সফটওয়্যার হলো এই Snapseed। তাই আমার হিসেবে চোখ বুজে একে ভরসা করাই যায়। ১০০ মিলিয়নেরও বেশি মানুষ ইতিমধ্যেই এটি ব্যবহার করছেন।

এখানে রয়েছে ২৯ টির বেশি টুল ও ফিচার। সবচেয়ে মজার ব্যাপার হল আপনি নিজের মনের মত করে একবার একটি ছবি এডিট করে সেভ করে রেখে দিলে পরবর্তীকালে সেই ফিচারগুলো সরাসরি অন্য ছবিতেও ব্যবহার করতে পারবেন। 

এছাড়া ছবিতে ফ্রেম যুক্ত করা, ছবির কালার কাস্টোমাইজেশন, ইমেজ টিউনিং, টেক্সট যুক্ত করার মতো প্রত্যেক জরুরি অপসন গুলো অবশই দেওয়া হয়েছে।

সুবিধা এবং ফীচার:

  • ২৯টি টুলস এবং ফিল্টার অপসন গুলো পাবেন।
  • Vignette, Text, Glamour Glow ইত্যাদি যুক্ত করা যাবে।
  • Lens Blur-এর সুবিধা রয়েছে।

৯. PhotoShot Photo Editor

রেটিং: 4.2

ডাউনলোড: 10M+

পুরনো, ব্লার হয়ে যাওয়া ছবিকে যদি নতুনভাবে সাজিয়ে তুলতে হয় তবে এই সফটওয়্যারটি আপনার জন্য আদর্শ।

পুরনো ছবিকে ২ গুন, ৪ গুন বড় করে দেওয়া, তাকে রঙিন করে তোলা, স্পষ্ট করে তোলার মত একাধিক ফিচার পাবেন এই অ্যাপটিতে। পাশাপাশি সমস্ত ধরণের এডিট, এফেক্ট, ফিল্টার ব্যবহার করতে পারবেন এর মাধ্যমে।

এছাড়া, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ফিল্টার যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড ব্লার, ছবিতে টেক্সট এবং স্টিকার যুক্ত করার মতো জরুরি প্রত্যেক অপসন গুলো আপনি পাবেন।

আমার হিসেবে মোবাইলে ছবি ডিজাইন করার ক্ষেত্রে এই ছবি সাজানো সফটওয়্যারটি অনেক ভালো এবং কার্যকর। 

সুবিধা এবং ফীচার:

  • ছবিতে যুক্ত করার নানান trending filters রয়েছে।
  • ১০০ থেকেও অধিক ব্যাকগ্রাউন্ড অপসন পাবেন।
  • ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সুবিধা।
  • ১০০ থেকে অধিক ফন্ট স্টাইল গুলো থাকছে।
  • ছবিতে স্টিকার যুক্ত করার সুবিধা।

শেষ কথা,,

তাহলে আর দেরি কিসের? আপনার পছন্দের সফটওয়্যারটি বেছে নিন আর মনের মত করে সাজিয়ে নিন আপনার মুহূর্তগুলোকে। ওপরে বলে দেওয়া এই প্রত্যেক ছবি সাজানো অ্যাপস গুলোতে ছবি সাজানোর ট্রেন্ডিং এবং উন্নত নানান টুলস, ইফেক্টস এবং ফিল্টার গুলো আপনারা পাবেন। তাই, আপনার পছন্দমতো যেকোনো সফটওয়্যার ডাউনলোড করে মোবাইলেই সাজিয়ে নিন সেরা ছবিটি।  

অবশই পড়ুন: 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top