নেটফ্লিক্স কি এবং নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করব? সম্পূর্ণ তথ্য

স্মার্টফোন, স্মার্ট টিভি এবং ইন্টারনেটের এই যুগে সিনেমা হলে গিয়ে পছন্দের মুভি দেখার শখ বর্তমানে প্রায় নাই হয়ে গিয়েছে বললে আমি ভুল হবোনা। কেননা, এখনের সময়ে লোকেরা পছন্দ করে প্রতিদিন নতুন নতুন ওয়েব সিরিজ এবং মুভি দেখতে।

আর হাতের মুঠোয় থাকা এই স্মার্টফোনে যেকোনো সময় যেকোনো ধরণের মুভি এবং ওয়েব সিরিজ দেখার ক্ষেত্রে বিশ্বজুড়ে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে নেটফ্লিক্স (Netflix)।

তবে অনেকেই, নেটফ্লিক্স কি (What is Netflix in Bengali) এবং নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করব, এই বিষয়ে ভালো করে জানেননা। এছাড়া, নেটফ্লিক্স ফ্রি একাউন্ট নিয়েও অনেকের মাথায় নানান প্রশ্ন গুলি রয়েছে।

তাহলে চলুন, দেরি না করে Netflix কি এবং এর সাথে জড়িত নানান প্রশ্নের উত্তর গুলি এই আর্টিকেলের দ্বারা জেনেনেই।

নেটফ্লিক্স কি – About Netflix in Bengali

নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করব
What is Netflix? How to use Netflix? Bangla Guide

Netflix হল একধরণের জনপ্রিয় সাবস্ক্রিপশন-বেসড স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে টাকা দিয়ে সাবস্ক্রাইব করলে সারা বিশ্বের বেস্ট TV শো, মুভি, Netflix Originals বা ওয়েব সিরিজ দেখা যায়।

তবে, নেটফ্লিক্সে প্রোগ্রাম দেখার জন্যে অবশ্যই আপনার কাছে একটা স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকতেই হবে।

এছাড়াও, আপনার পেইড সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ প্ল্যানের ভিত্তিতে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, স্মার্ট টিভির মতো একাধিক ডিভাইসেও এর কনটেন্ট স্ট্রিম বা ডাউনলোড করা যায়।

এমনকি, এখানের মেম্বারশিপ প্ল্যানে ইন্টারনেট ছাড়াও অডিও-ভিডিও কনটেন্ট দেখার সুবিধা রয়েছে।

Netflix-এ কি পাবেন?

নেটফ্লিক্স হল এমন একটা OTT মিডিয়া সার্ভিস যেখানে টপ-ক্লাস এন্টারটেইনমেন্টের লাইব্রেরি রয়েছে।

Netflix Subscription যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে ধরণের কন্টেন্ট বা সুবিধাগুলো পাবেন, সেগুলো হল,

  1. অ্যাওয়ার্ড-জেতা Netflix Originals সিরিজ/মুভিস গুলি দেখা,
  2. পুরোনো ও নতুন মুভিস,
  3. ডকুমেন্টারি এপিসোড ও মুভি,
  4. দেশে ও বিদেশের TV শোস,
  5. এনিমেটেড মুভি ও সিরিজ,
  6. কোরিয়ান ড্রামা,
  7. চাইনিজ ড্রামা,
  8. স্যাটেলাইট ব্রডকাস্টের কনটেন্ট,
  9. আনলিমিটেড মোবাইল গেম্স,
  10. একসাথে অনেক ডিভাইসে কনটেন্ট দেখার সুবিধা,
  11. কনটেন্ট ডাউনলোড করার সুবিধা এবং অন্যান্য।

একটি নেটফ্লিক্স ফ্রি একাউন্ট কিভাবে পাবেন?

অনেকেই রয়েছেন যারা নেটফ্লিক্স ফ্রি একাউন্ট পাওয়ার নানান উপায় গুলি খুঁজে থাকেন। তবে মনে রাখা দরকার যে, নেটফ্লিক্সে ফ্রি মেম্বারশিপ বা ফ্রি একাউন্ট তৈরির কোনো ধরণের সুবিধা বা প্ল্যান নেই।

তাই, এক্ষেত্রে আপনাকে নেটফ্লিক্স ব্যবহার করে মুভি বা ওয়েব সিরিজ দেখার জন্যে সবচেয়ে আগে এর একটি পেইড মেম্বারশিপ অবশই নিতে হবে। মনে রাখা দরকার যে, প্রতি মাসে মাত্র ১৪৯ টাকা দিয়ে নিজের মোবাইল ও ল্যাপটপে Netflix-এর মজা নিতে পারবেন।

এতটা সস্তা প্ল্যান থাকতে ফ্রীতে নেটফ্লিক্স দেখার উপায় খুজার কোনো মানেই আমার হিসেবে হয়না।

কিভাবে নেটফ্লিক্স একাউন্ট তৈরি করব?

Netflix ব্যবহার করা খুবই সোজা।

তবে তার আগে আপনাকে একটি নেটফ্লিক্স একাউন্ট তৈরি করতে হবে এবং একটি প্ল্যান সিলেক্ট করে সেটিকে কিনে নিতে হবে। কয়েকটি সহজ ধাপেই আমরা নিজের একটি নেটফ্লিক্স একাউন্ট তৈরি করে নিতে পারি।

১. মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউসার বা ক্রোম থেকে www.netflix.com/signup-এ যান।

২. নিজের ডিটেলস ফিলআপ করে প্রোফাইল তৈরী করুন।

৩. যেকোনো সাবস্ক্রিপশন প্ল্যান সিলেক্ট করুন।

৪. Payment method-এর সাহায্যে পে করুন।

৫. পেমেন্ট কন্ফার্ম হয়ে গেলেই নিজের প্রোফাইল থেকে নেটফ্লিক্স অ্যাক্সেস করা যাবে।

নেটফ্লিক্সের প্ল্যান্স ও প্রাইস রেট:

আমাদের এন্টারটেইনমেন্টের চাহিদা আর বাজেটের উপর নির্ভর করে নেটফ্লিক্সে অনেক রকমের সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। এখানে একটা অ্যাকাউন্ট খুললেই পরিবার-পরিজনের সকলে ব্যবহার করতে পারবেন।

এমনকি, এই প্ল্যাটফর্মে মাঝেমাঝে বিভিন্ন অফার ও ডিসকাউন্ট প্ল্যানেরও সুবিধা রয়েছে। এই OTT-তে ইচ্ছেমতো বার্ষিক বা মাসিক পেমেন্টের ব্যবস্থাও আছে। এর পাশাপাশি আপনি যখন খুশি Netflix Plans ক্যানসেল বা চেঞ্জ করতে পারবেন।

আর, এখানে মোট চারটি প্ল্যান্স নিয়ে আলোচনা করা হল-

১. মোবাইল প্ল্যান:

  • 480p SD কোয়ালিটিতে ভিডিও স্ট্রিমিং,
  • এক সময়ে একটা ট্যাবলেট বা ফোনে অ্যাক্সেস করা যাবে,
  • আনলিমিটেড বিজ্ঞাপন-ছাড়া TV শোস, মুভিস ও মোবাইল গেমস,
  • এক সময়ে একটা ফোন বা ট্যাবলেটে কনটেন্ট ডাউনলোড করা যাবে।

প্রাইস রেট: মাসে ১৪৯ টাকা/ $১১.৯৯

২. বেসিক প্ল্যান:

  • HD কোয়ালিটিতে কনটেন্ট স্ট্রিম করা যাবে,
  • 720p ভিডিও কোয়ালিটি সহ কনটেন্ট দেখা যাবে,
  • আনলিমিটেড অ্যাড-ফ্রি TV শোস, মুভিস ও মোবাইল গেমস,
  • এক সময়ে মাত্র একটা সাপোর্টেড ডিভাইসেই কনটেন্ট দেখা যাবে।

প্রাইস রেট: মাসে ১৯৯ টাকা/(N/A)

৩. স্ট্যান্ডার্ড প্ল্যান:

  • Full-HD 1080p কোয়ালিটিতে কনটেন্টের অ্যাক্সেস করা যাবে,
  • একসাথে দুটো সাপোর্টেড ডিভাইসে কনটেন্ট দেখা যাবে,
  • আনলিমিটেড অ্যাড-ফ্রি TV শোস, মুভিস ও মোবাইল গেমস,
  • মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার, টিভি যেকোনো ডিভাইসে কনটেন্ট দেখুন।

প্রাইস রেট: মাসে ৪৯৯ টাকা/$১৫.৪৯

৪. প্রিমিয়াম প্ল্যান:

  • Ultra-HD কোয়ালিটিতে ভিডিও দেখা যাবে,
  • একসাথে ৪টে সাপোর্টেড ডিভাইসে কনটেন্ট দেখা যাবে,
  • একসাথে ৬টা ডিভাইসে কনটেন্ট ডাউনলোড করা যাবে,
  • আনলিমিটেড অ্যাড-ফ্রি TV শোস, মুভিস ও মোবাইল গেমস,
  • Netflix Spatial Audio-এর সাহায্যে সারাউন্ড স্পিকার ছাড়া অডিও শোনার সুবিধা।

প্রাইস রেট: মাসে ৬৪৯ টাকা/$২৩

Netflix-এর জন্যে কি কি লাগবে?

নেটফ্লিক্স চালু ও ব্যবহার করার জন্যে অনেক কিছুর প্রয়োজন না হলেও, বেশ কয়েকটা বেসিক জিনিসের প্রয়োজন হবেই,

১. স্মার্টফোন/ট্যাবলেট/সেট-টপ বাক্স/কম্পিউটার/ল্যাপটপ/স্মার্ট TV/গেমিং কনসোল,

২. ইন্টারনেট কানেকশন, (দ্রুত ইন্টারনেট স্পিড হলে ভালো),

৩. Netflix অ্যাপ/ নেটফ্লিক্স ওয়েবসাইট,

৪. অনলাইন ট্রান্সঅ্যাকশন/অনলাইন পেমেন্ট মেথড,

৫. নিজের ব্যক্তিগত ডিটেলসযুক্ত Netflix অ্যাকাউন্ট বানাতে লাগবে,

৬. রেজিস্টার করার জন্যে একটা ইমেইল ID ও পাসওয়ার্ড দিতে লাগবে।

চলুন, নেটফ্লিক্স কি এবং এর প্রতিটি প্ল্যান ও তাদের দাম গুলি জানার পর, এখন নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে সরাসরি জেনেনেই।

নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করব?

আসলে নেটফ্লিক্স মূলত দুইভাবে ব্যবহার করা যায়,

১. ডিভাইসে নেটফ্লিক্স অ্যাপ ইনস্টল করে,

২. গুগল ক্রোম থেকে সরাসরি নেটফ্লিক্স ওয়েবসাইট ওপেন করে।

তবে এই দুটো ক্ষেত্রেই আপনার নিজের একটি নেটফ্লিক্স একাউন্ট থাকতে হবে এবং যেকোনো একটি নেটফ্লিক্স প্ল্যান এক্টিভেটও থাকা দরকার।

প্রথমে জানি, নেটফ্লিক্স অ্যাপ কিভাবে ডাউনলোড করবো?

চলুন, সবচেয়ে আগেই জেনেনেই মোবাইলে নেটফ্লিক্স অ্যাপ কিভাবে ডাউনলোড করতে হবে।

  • প্রথমে মোবাইল/ট্যাবলেটে Google Play Store ওপেন করুন।
  • এরপর সার্চ বারে গিয়ে ‘Netflix’ লিখে সার্চ করুন।
  • সার্চে আসা Netflix অ্যাপটি ডাউনলোড করুন।
  • ইনস্টল হওয়ার পর ‘Open’ বাটনে ক্লিক করুন।
  • যদি একাউন্ট আছে তাহলে লগইন করুন আর নাহলে নতুন একাউন্ট তৈরি করুন।

ব্রাউসার থেকে নেটফ্লিক্স চালানোর উপায়:

কোনো ধরণের নেটফ্লিক্স অ্যাপ ছাড়া সরাসরি যেকোনো ডিভাইস থেকে নেটফ্লিক্স ব্যবহার করার উপায়টি নিচে বলে দেওয়া হলো।

  • ডিভাইস থেকে ইন্টারনেট ব্রাউসার/ Google Chrome ওপেন করুন।
  • সার্চ বারে গিয়ে http://www.netflix.com লিখে সার্চ করুন।
  • সার্চে পাওয়া Netflix ওয়েবসাইট লিংকে ক্লিক করলেই নেটফ্লিক্স ওপেন হয়ে যাবে।
  • এবার নিজের একাউন্টে লগইন করুন বা নতুন একাউন্ট তৈরি করুন।

নেটফ্লিক্স ব্যবহারের নিয়ম সম্পর্কে সহজে আলোচনা করা হল:

স্মার্টফোনে বা কম্পিউটারে দুই জায়গাতেই একই উপায়ে নেটফ্লিক্সে রেজিস্টার করতে হয়।

চলুন, তাহলে দেখি নেটফ্লেক্স ব্যবহারের সহজ উপায়গুলো কি কি,

ধাপ

নেটফ্লিক্স কি

Netflix অ্যাপ বা ওয়েবসাইট ওপেন হলে প্রথমেই লাল রঙের ‘Get Started’ বাটনটি দেখতে পাবেন।

এই বাটনের বাঁ পাশে থাকা স্পেসে ক্লিক করে নিজের ইমেইল ID টাইপ করুন।

এরপর ‘Get Started’-এ ক্লিক করুন।

ধাপ

Finish setting up netflix account

এরপর ‘Finish setting up your account’ নামের পেজ ওপেন হলে, সেখানে থাকা ‘Next’ বাটনে ক্লিক করুন।

ধাপ :

Select a netflix plan

এই ধাপের পরে ‘Choose the plan that’s right for you’ পেজটি ওপেন হয়।

এখানে আপনি নিজের পছন্দমতো mobile, basic, standard বা premium পেমেন্ট প্ল্যানটা বেছে নিয়ে স্ক্রল ডাউন করে ‘Next’ বাটনে প্রেস করুন।

ধাপ :

Pay amount using debit or credit card

এই ধাপে আপনি পেমেন্টের দুটো অপশন পাবেন, যেমন- Credit or Debit Card এবং UPI AutoPay।

যেকোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে নিজের কার্ড নম্বর, এক্সপিরেশন ডেট, UPI ID ও অন্যান্য অপশনগুলো ফিলআপ করবেন।

সমস্ত ডিটেলস দেওয়া হলে ‘I agree’ বক্সে ক্লিক করে ‘Start Membership’-এ ক্লিক করুন।

ধাপ

এরপর, Google reCAPTCHA-এর ফিলআপ করে আপনার ট্রান্সঅ্যাকশন সাকসেসফুল হলেই আপনার Netflix অ্যাকাউন্ট খুলে যাবে।

এরপর Netflix-এর ‘☖’ বা ‘Home’-এ ক্লিক করলেই আপনি এর মেইন পেজ ওপেন করে নিতে পারবেন।

কিভাবে Netflix-এ মুভি বা TV শো সার্চ করবেন?

একবার নিজের প্রোফাইল তৈরী হয়ে গেলে, নেটফ্লিক্স আপনা থেকেই শো আর মুভির রেকমেন্ডেশন দিতে থাকে। যেগুলো আপনি একদম হোম পেজেই দেখতে পারবেন।

তবে, আপনি যদি নিজের ইচ্ছেমতো কনটেন্ট সার্চ করতে চান, তাহলে প্রথমেই ‘🔍’ বা ‘Search’ আইকনে যাবেন এবং নিজের পছন্দের সিরিজ/মুভি/শোর নাম টাইপ করবেন।

এরপর সার্চ করলেই আপনার পছন্দের কনটেন্ট পেয়ে যাবেন। সেই কন্টেন্টের থাম্বনাইলে ক্লিক করলেই কনটেন্টটা ওপেন হবে। এরপর, কনটেন্টটা প্লে করে দেখা শুরু করতে পারেন।

যদি, আপনার পছন্দের কনটেন্ট না পান, তাহলে এর ‘Menu’ থেকে ‘TV Shows or Movies’-এর অপশনগুলো সিলেক্ট করতে পারেন।

এরপর মেন্যুতে থাকা ‘Genres or Categories’ বিভাগ থেকেই ইচ্ছেমতো বিষয় বেছে নেওয়া যায়। নতুন কনটেন্ট পাওয়ার জন্যে ‘Menu’-তে থাকা ‘New & Popular, Latest, or New & Hot’-এ ক্লিক করতে পারেন।

তাহলে বন্ধুরা আশা করছি, Netflix কি এবং নেটফ্লিক্স কিভাবে ব্যবহার করব, বিষয়টি অনেক ভালো ভাবেই বুঝতে পেরেছেন হয়তো।

অবশই পড়ুন:

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top