সবচেয়ে ভালো অটো কল রেকর্ডার সফটওয়্যার/অ্যাপ – ফ্রি ডাউনলোড

এখনকার সময়ে দাঁড়িয়ে ফোন কল রেকর্ডিংয়ের বিষয়টা কিন্তু বেশ জরুরি একটি ব্যাপার হয়ে উঠেছে। 

তা আপনি একজন প্রফেশনাল চাকুরিজীবী, বিসনেস ওনার বা প্র্যাঙ্কস্টারই হন না কেন, দরকারি মিটিংস বা কনভার্সেশনের সমস্ত রেকর্ড রাখার জন্যে বা সামান্য প্র্যাঙ্ক কল রেকর্ড করার জন্যেও কিন্ত একটি ভালো কল রেকর্ডার অ্যাপ এর দরকার হয়েই থাকে। 

তাহলে বর্তমান সময়ে, একটি এন্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? এছাড়া, কোন অ্যাপস গুলিতে অটোমেটিক কল রেকর্ডিং এর সুবিধা রয়েছে?

চিন্তা করতে হবেনা, আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা এমন লেটেস্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপস গুলির বিষয়ে বলবো যেগুলো ব্যবহার করে খুব সহজেই জেকেও নিজের মোবাইলে চলে আসা বা মোবাইল থেকে করা যেকোনো ফোন কল রেকর্ড করে রাখতে পারবেন।

এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা এই প্রতিটি অটো কল রেকর্ডার সফটওয়্যারগুলি আপনারা Google Play Store থেকে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

কল রেকর্ডার অ্যাপ গুলির কিছু গুরুত্বপূর্ণ বেসিক ফিচার:

একটি ভালো অটো কল রেকর্ডার অ্যাপ কিন্তু নিজে নিজেই আপনার সমস্ত ইম্পর্ট্যান্ট কলগুলোকে রেকর্ড সেভ করে রাখে, যাতে পরে সেগুলো আপনার সুবিধামতো কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগানো যেতে পারে। 

সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি
Best Android Apps To Record Phone Calls Automatically.

তবে, একটি সবচেয়ে ভালো কল রেকর্ডার বাছতে গেলে, যে ফিচারগুলো অবশ্যই দেখতে হবে, সেগুলো নিচে বলা হয়েছে।

  • রেকর্ডিং স্মুথভাবে প্লে হচ্ছে কিনা,
  • সহজে রেকর্ডিং অ্যাপে রেজিস্ট্রেশন করা যাচ্ছে কিনা,  
  • অ্যাপে বারবার অ্যাড দেখানোর ঝামেলা রয়েছে কিনা,
  • আনলিমিটেড লাইভ কল রেকর্ডিং এর সুবিধা আছে কিনা, 
  • অটোম্যাটিক কল রেকর্ডিংএর সুবিধা রয়েছে কিনা,  
  • হাই কোয়ালিটিতে রেকর্ডিং হয় কিনা,
  • অডিও রেকর্ডিংয়ের ফরম্যাট চেঞ্জ করা যায় কিনা,
  • ইন্টারনেট মাধ্যমে আসা কলগুলো রেকর্ড করে কিনা,
  • সরাসরি অডিও ফাইল শেয়ার করার অপশন আছে কিনা, 
  • ইনকামিং/আউটগোয়িং দুরকমের কলই রেকর্ড হচ্ছে কিনা,  
  • অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্যে সঠিক ইন্সট্রাকশন রয়েছে কিনা এবং সবশেষে,  
  • প্রিমিয়াম প্যাকেজের ফিচারগুলো আপনার কাজে লাগবে কিনা। 

এন্ড্রয়েড মোবাইলের সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি? অটো কল রেকর্ডার:

বিভিন্ন এন্ড্রয়েড স্মার্টফোনের জন্যে Google Play Store-এ প্রচুর কল রেকর্ডিং অ্যাপ্লিকেশন গুলি রয়েছে। আর, এই অ্যাপগুলোসবকটারই নিজস্ব কিছু ফিচার এবং সুবিধাও গুলি রয়েছে। 

তবে, আপনি নিজের চাহিদা অনুযায়ী, আমাদের বাছাই করা এই সেরা ৯টি অটো কল রেকর্ডার সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন

১. Talker ACR

কল রেকর্ডার অ্যাপ

রেটিং: 4.5/5 

ডাউনলোড: 10L+

হোয়াটস্যাপ, ফেসবুকের ইত্যাদির মাধ্যমে করা কলগুলো রেকর্ড করতে চান? যদি হ্যা, সেক্ষেত্রে, অবশ্যই Talker ACR অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করুন।  

এই অটো কল রেকর্ডার সফটওয়্যারটির দ্বারা লাইভ ইনকামিং-আউটগোয়িং কলের পাশাপাশি VoIP কলগুলো সহজেই রেকর্ড করা যেতে পারে।

আপনি এই অ্যাপ্লিকেশনটি মোবাইল বা ট্যাবলেটের মতো যেকোনো ডিভাইসেই ইনস্টল করতে ও ব্যবহার করতে পারেন। এছাড়া, এই অ্যাপে আপনি যে কন্ট্যাক্টের কল রেকর্ড করতে চান না, সেটা সহজেই বাদও দিতে পারেন।  

ফিচার: 

  • অ্যাপ থেকে ডিরেক্ট কল করা যায়, 
  • VoIP/Wi-Fi কল রেকর্ডিংয়ের সুবিধা, 
  • SD কার্ড/ক্লাউড স্টোরেজে ব্যাকআপ নেওয়া যায়, 
  • অটোম্যাটিক ও ম্যানুয়াল দুইভাবেই কল রেকর্ড হয়।

২. Google Phone

অটো কল রেকর্ডার সফটওয়্যার

রেটিং: 4.5/5 

ডাউনলোড: 100Cr+

Google-এর ১০০% নিরাপত্তার সাথে কল রেকর্ডিং এর সুবিধাও আপনি এই Google Phone অ্যাপে পেয়ে যাবেন। এই সেরা ফোন কলিং অ্যাপটি আপনাকে স্প্যাম কল থেকে বাঁচতেও সাহায্য করে। 

এছাড়াও, এর স্মার্ট কল রেকর্ডিং ফিচারটি প্রতিটা ইনকামিং ও আউটগোয়িং কল করার আগে আপনার থেকে কল রেকর্ডিং করার পারমিশন নিয়ে থাকে।  

Google Phone-এর নিজস্ব ডার্ক মোড, আপনার ফোনের ব্যাটারি সেভ করতেও সাহায্য করে থাকে।

ফিচার: 

  • স্প্যাম কল এলার্ট আসে,
  • কল এলে কলার ID শো করে, 
  • ভিডিও কলের সুবিধা রয়েছে, 
  • এমার্জেন্সি কলের সময় কারেন্ট লোকেশন শো করে।
  • হাই কোয়ালিটির সাথে কল রেকর্ড করা যায়।  

৩. Smart Automatic Call Recorder

অটোমেটিক কল রেকর্ডার ডাউনলোড

রেটিং: 4.4/5 

ডাউনলোড: 1L+

ফোনে বলে দেওয়া অফিস মিটিংয়ের দরকারি নোটস বারবার মিস করে ফেলছেন? তাহলে, চিন্তা না করে ডাউনলোড করে নিন এই কল রেকর্ডার অ্যাপটি। 

এখানে আপনি যাবতীয় ফোনকল গুলি রেকর্ড করতে পারবেন আর সেটাও সম্পূর্ণ অটোমেটিক ভাবে। এর অটোম্যাটিক কল রেকর্ডিং ফিচারের জন্যে আপনার কোনো ফোন কল এরই রেকর্ডিং মিস যাবে না। 

আর, এর নিজস্ব ফাইল ম্যানেজারে আপনি সহজেই সব ধরণের রেকর্ডিং ফাইল গুলি পেয়েও যাবেন। এখান থেকে রেকর্ডেড ফাইল সহজেই অন্য অ্যাপে শেয়ারও করা যায়। 

ফিচার: 

  • ইনবিল্ট অডিও প্লেয়ার আছে, 
  • HD-কোয়ালিটিতে ভয়েস কল রেকর্ডিং হয়,
  • ইমেইল ও মেসেজিং অ্যাপে রেকর্ডিং ফাইল শেয়ার হয়,  
  • রেকর্ডিং ফাইল রিনেম/ডিলিট/ট্রিম/মুভ/ডুপ্লিকেট করা যায়।

৪. Call Recorder by Call Team

Call recorder by call team

রেটিং: 4.2/5

ডাউনলোড: 5Cr+

এই অটোমেটিক কল রেকর্ডার অ্যাপের একাধিক অডিও ফরম্যাট থাকায় এর রেকর্ডিংগুলো বিভিন্ন মেসেজিং অ্যাপে সহজেই শেয়ার করা যায়। আপনি ডিফল্ট বা স্পেশাল লিস্ট অনুযায়ী ইচ্ছেমতো কল গুলি রেকর্ড করতে পারেন।

এখানেও আপনি অ্যাপ লক করা এবং ক্লাউড স্টোরেজে রেকর্ড করা ফাইল ব্যাকআপ করার মতো সুবিধাগুলোও পাবেন। এছাড়া, এখানে হাই কোয়ালিটিতে HD অডিও সহ কল রেকর্ড হয়ে থাকে।   

ফিচার: 

  • নানা ধরণের অডিও ফরম্যাট এর অপশন আছে, 
  • ক্লাউডে অটোম্যাটিক ভাবে রেকর্ডিং ব্যাকআপ হয়, 
  • নির্দিষ্ট ফোন নম্বরের কল আলাদাভাবে রেকর্ড করা যায়,
  • পাসওয়ার্ড প্রোটেকশান দিয়ে রেকর্ডিং সেভ করা যায়।   

৫. All Call Recorder – Starbox

অটো কল রেকর্ডার

রেটিং: 4.4/5 

ডাউনলোড: 50L+

যেকোনো ভালো কল-রেকর্ডিং অ্যাপের মতো এখানেও আপনি ফ্রীতেই লাইভ কল-রেকর্ডিং ফেসিলিটি পাবেন। 

এই সেরা অটো কল রেকর্ডার সফটওয়্যারটি একবার ইনস্টল করলেই এটা নিজে থেকেই ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে। তাই, ইনকামিং বা আউটগোয়িং কল গুলি নিজে থেকেই রেকর্ড হতে থাকে।

তবে, এখানে শুধুমাত্র .caf অডিও ফরম্যাটেই কল গুলি রেকর্ডিং হয়। 

ফিচার: 

  • ব্যাকগ্রাউন্ডে কল রেকর্ডিং হয়,
  • ফ্রি কল রেকর্ডিং অ্যাপ,
  • ভালো অডিও কোয়ালিটিতে রেকর্ডিং হয়, 
  • ফোন শেক করে রেকর্ডিং শুরু করা যায়, 
  • কল রেকর্ডিং ফাঙ্কশনগুলো কাস্টোমাইজ করা যায়।

রেটিং: 4.1/5

ডাউনলোড: 1Cr+

6. Automatic Call Recorder ACR

Automatic call recoder arc app to record call

রেটিং: 4.1/5

ডাউনলোড: 1Cr+

নিজের সেফটির জন্যে প্রাইভেট কল রেকর্ড করতে চান? তাহলে, এই ইউসার-ফ্রেন্ডলি কল-রেকর্ডিং অ্যাপটি ব্যবহার করে দেখুন। কেননা এই অ্যাপ্লিকেশনে কল ডিউরেশানের লেন্থও নিজের হিসেবে ঠিক করা যায়।

এছাড়াও, আপনি আনলিমিটেড রেকর্ডিংয়ের অপশনও এখানে পেয়ে যাবেন। এখানে আপনি সহজেই রেকর্ডিংগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করেও রাখতে পারবেন।

ফিচার:

  • কলার ID ফিচার আছে,
  • ইনবিল্ট অডিও প্লেয়ার পাবেন,
  • সিম্পল ইউসার ইন্টারফেস,
  • রেকর্ডিংগুলো রিনেম করে মার্ক ফেভারিট করা যায়।   

৭. Phone Call Recorder:

Phone call recorder by guru technology

রেটিং: 4.0/5

ডাউনলোড: 10L+

এই কল-রেকর্ডিং অ্যাপের অটো-স্টার্ট রেকর্ডিং, নিজে থেকেই কল রেকর্ডিং অটোমেটিক ভাবে শুরু করতে থাকে। এমনকি, ফোনের অফলাইন মোডেও এই অ্যাপটি অটোম্যাটিকভাবে কল রেকর্ড করতে পারে।

এখানে আপনি ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কল গুলিও আরামে রেকর্ড করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে বিভিন্ন অডিও ফরম্যাটে কল গুলি রেকর্ড করার সুবিধা রয়েছে।

ফিচার:

  • বিল্টইন অডিও প্লেয়ার রয়েছে,
  • বিভিন্ন ফর্ম্যাটে কল রেকর্ড করা যায়, 
  • রেকর্ডিং ফোল্ডার কাস্টমাইজ করা যায়,
  • ক্লাউড স্টোরেজে রেকর্ডিংয়ের ব্যাকআপ রাখা যায়।  

৮. CallApp: Caller ID & Block

Call app caller id block and call record

রেটিং: 3.9/5

ডাউনলোড: 10Cr+

এই CallApp-টি হোয়াটস্যাপের মতো যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন থেকে করা কলের কলার ID ডিটেক্ট
ও ব্লক করতে পারে।

অ্যাপ থেকে করা সমস্ত কল রেকর্ডিং গুলো ক্লাউড স্টোরেজে ব্যাকআপ করার ব্যবস্থাও রয়েছে। এছাড়া, এই অ্যাপটি অটোম্যাটিক কল রেকর্ডিংয়ের পাশাপাশি সমস্ত ধরণের স্প্যাম কল থেকে আপনাকে সেফ রাখতে সাহায্য করে।

এমনকি, এখানে আপনি সহজেই কোনো অচেনা নম্বর সার্চ করে, সেই নম্বরের ID-ও দেখে নিতে পারবেন।

ফিচার:

  • স্প্যাম কলিং ডিটেক্ট ও ব্লক করে,
  • অচেনা ফোন নম্বর চেক করতে পারে,
  • সমস্ত রেকর্ডেড ফাইল ব্যাকআপ করা যায়,
  • ডিফল্ট কলার/মেসেঞ্জার/অটো কল রেকর্ডিংয়ের সুবিধা।

৯. Call Recorder Automatic – Tap AI

Tap AI call recording app

রেটিং: 3.8/5 

ডাউনলোড: 5Cr+

বিজনেসের অফিসিয়াল কথবার্তা হোক বা টেলিফোনিক ইন্টারভিউ সমস্ত কল রেকর্ড করার অন্যতম সেরা প্ল্যাটফর্ম হল এই Call Recorder Automatic অ্যাপটি। 

এর স্মার্ট রেকর্ডিং টেকনোলজি কলার ও রিসিভার, দুজনের দিক থেকেই ভালো-কোয়ালিটিতে কল রেকর্ড করে। আর, এই অ্যাপের সব থেকে ভালো ব্যাপার হল এই যে, এখানে নিজস্ব স্প্যাম কল ডিটেক্টর আছে।

তাই, আপনি নিশ্চিন্তে স্প্যাম কলগুলো ইগনোর করতে পারবেন। 

ফিচার

  • রেকর্ডিং ট্রিম ও কাস্টমাইজ করা যায়,
  • রেকর্ডিংগুলোর ব্যাকআপ নেওয়া যায়, 
  • কলিংয়ের সময় আসল কলার ID দেখায়, 
  • রেকর্ডিংগুলো নেম/ডেট/গ্রুপ অনুযায়ী বাছা যায়।

আমাদের শেষ কথা,,

তাহলে বন্ধুরা, এন্ড্রয়েড মোবাইলের জন্য সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি, আশা করছি আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আপনারা ভালো করে পেয়ে গিয়েছেন।

আসলে, Google Play Store-এর মধ্যে থাকা বেশিরভাগ phone call recorder app গুলি প্রায় একই ভাবেই কাজ করে থাকে। আর সত্যি বলতে, বর্তমান সময়ে প্রায় বেশিরভাগ কল রেকর্ডার অ্যাপ গুলিতেই অটো কল রেকর্ডিং এর ফীচার রয়েছে।

তাই, আপনি চাইলে উপরে বলে দেওয়া যেকোনো একটি app ব্যবহার করলেই মোবাইলে চলে আসা যেকোনো ধরণের কল গুলি রেকর্ড করে রাখতে পারবেন।

অবশই পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top