ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার – ৮টি এন্ড্রয়েড অ্যাপস

এখন আর সেই দিন নেই যেখানে ছবি এবং গান সহ একটি স্লাইডশো ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক দামি দামি এবং প্রফেশনাল সফটওয়্যার গুলো ব্যবহার করতে হতো। কেননা, বর্তমান সময়ে এন্ড্রয়েড মোবাইলের জন্য যেকোনো ধরণের সফটওয়্যার গুলো উপলব্ধ রয়েছে।

গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই ছবি দিয়ে ভিডিও বানানোর প্রচুর অ্যাপস গুলিও আপনারা পেয়ে যাবেন। ছবি দিয়ে ভিডিও গান তৈরি করার ক্ষেত্রে বা একটি সেরা ভিডিও স্টোরি তৈরি করার ক্ষেত্রে আরামে এই অ্যাপস গুলো ব্যবহার করা যাবে।

এছাড়া, সম্পূর্ণ ফ্রীতে এবং কোনো ধরণের ওয়াটারমার্ক ছাড়া তৈরি করা ভিডিও গুলো নিজের মোবাইলে ডাউনলোড করার সুবিধাও আপনারা পাবেন। তাহলে দেরি না করে চলুন নিচে আমরা এমনই ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার কিছুর বিষয়ে জেনেনেই।

রিলেটেড:

ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার/অ্যাপস – সেরা ৮টি

ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার
Best Android Photo to Video Maker Apps

বন্ধুরা, নিচে বলে দেওয়া এই ছবি দিয়ে ভিডিও বানানোর অ্যাপস গুলো গুগল প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করে নিজের মোবাইলের ব্যবহার করতে পারবেন।

ছবি দিয়ে ভিডিও তৈরি করার এই অ্যাপস গুলোর মধ্যে আপনারা কিছু বেসিক এবং প্রয়োজনীয় ফীচার গুলো অবশই পাবেন। যেমন ধরুন, ভিডিও এবং ছবি এডিটিং টুলস, ভিডিওতে ব্যবহার করার জন্য নানান অ্যানিমেশন স্টিকার, স্টাইলিশ টেক্সট, ফিল্টার এবং ভিডিও এফেক্ট।

তাই, নিজের পছন্দের ছবি এবং গান একসাথে জোড়া লাগিয়ে একটি সেরা ও আকর্ষণীয় photo slideshow video তৈরি করার ক্ষেত্রে আপনি নিচে দিয়ে দেওয়া যেকোনো একটি বা একাধিক এন্ড্রয়েড ভিডিও মেকার সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন।

১. FotoPlay Video Maker

Photo play video maker app for android

যদি আপনি নিজের পছন্দের ফটো বা ছবি গুলো ব্যবহার করে একটি দারুন ভিডিও তৈরি করতে চাইছেন, তাহলে FotoPlay video maker app-টি একবার ব্যবহার করে দেখতে পারেন। আপনারা তৈরি করা নিজের ভিডিও গুলোতে নানান FX এবং video effects গুলো ব্যবহার করতে পারবেন। এছাড়া, ভিডিওতে গান বা পছন্দের মিউজিক যুক্ত করার অপসন তো থাকছেই।

অ্যাপ এর সুবিধা:

  1. সহজেই ফটো স্লাইডশো তৈরি করা যায়।
  2. ছবিতে নানান ইফেক্টস গুলো এপ্লাই করতে পারবেন।
  3. কোনো ধরণের ওয়াটারমার্ক ছাড়া ভিডিওগুলো এক্সট্র্যাক্ট করা যাবে।
  4. ভিডিওতে নানান Animated Emoji Stickers গুলো এপ্লাই করা যাবে।
  5. চাইলে নিজের ভয়েস রেকর্ড করে ভিডিওতে যুক্ত করা যাবে।

২. Photo Video Maker – Volio

Volio slideshow maker app

এই Slideshow Maker App-টি সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করে ছবি এবং গান সহ সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যাবে। ভিডিও বানানোর জন্য আপনাকে কেবল কিছু সাধারণ ধাপ গুলো অনুসরণ করতে হয়। App-টি ব্যবহার করে তৈরি করা ভিডিও গুলোকে কোনো ধরণের ওয়াটারমার্ক ছাড়া 720p, 1080p এবং 4K resolution সহ মোবাইলে download করে নিতে পারবেন।

অ্যাপ এর সুবিধা:

  1. ছবি দিয়ে ভিডিও তৈরির ক্ষেত্রে video transition, theme এবং frame গুলো রয়েছে।
  2. ভিডিও বানানোর জন্য আনলিমিটেড ছবি ব্যবহার করা যাবে।
  3. ছবি দিয়ে ভিডিও গান তৈরি করা যাবে।
  4. ভিডিওতে ব্যবহার করার জন্য slideshow music collection গুলো রয়েছে।
  5. কোনো ওয়াটারমার্ক ছাড়া হাই কোয়ালিটি সহ ভিডিও আউটপুট পাবেন।
  6. Background blur এবং slideshow transition effects গুলো ব্যবহার করা যাবে।

৩. Music Video Maker

ছবি দিয়ে ভিডিও গান তৈরি অ্যাপস

Google play store-এ প্রায় ৫ লক্ষ থেকেও অধিক ডাউনলোড হওয়া এই ছবি এবং গান দিয়ে ভিডিও বানানোর এই অ্যাপটিতে নানান effects এবং options গুলো পাবেন। ব্লার ব্যাকগ্রাউন্ড এবং নানান ভিডিও ফিল্টার গুলো ব্যবহার করার মাধ্যমে তৈরি করতে পারবেন একটি আকর্ষণীয় ফটো স্লাইডশো ভিডিও।

এছাড়া, তৈরি করা ভিডিও গুলো কোনো ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করা যাবে। এটা একটি ফ্রি এন্ড্রয়েড ভিডিও মেকার সফটওয়্যার।

অ্যাপ এর সুবিধা:

  1. ভিডিও তৈরির জন্য সর্বোচ্চ ৬০টি ছবি যুক্ত করা যাবে।
  2. আকর্ষণীয় ছবির স্লাইড তৈরির ক্ষেত্রে ৬৫টি transitions effects পাবেন।
  3. নিজের পছন্দমতো গান বা মিউজিক ব্যবহার করা যাবে।
  4. ভিডিওটি অধিক আকর্ষণীয় করার ক্ষেত্রে blur এবং color background অপসন থাকছে।
  5. ছবিতে একাধিক stickers, gif এবং stylish text ব্যবহার করা যাবে।
  6. নানান সুন্দর সুন্দর ভিডিও ফিল্টার গুলিও এপ্লাই করা যাবে।

৪. Photo Slideshow with Music – Opals Apps

ছবি দিয়ে ভিডিও তৈরি

প্লে স্টোরে প্রায় ৫০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড এবং প্রায় ৪ রেটিং সহ একটি সেরা ইমেজ ভিডিও মেকার সফটওয়্যার হিসেবে এই অ্যাপটি প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। অন্যান্য অ্যাপস গুলোর মতোই ভিডিও তৈরি করার ক্ষেত্রে এখানে আপনারা নানান tools, effects এবং filters গুলো অবশই পাবেন। দেখা তৈরি করা ভিডিও গুলোতে আপনারা animation এবং Video FX effects এর মতো উন্নত ইফেক্টস গুলিও এপ্লাই করতে পারবেন।

অ্যাপ এর সুবিধা:

  1. পছন্দের ছবি এবং গান ব্যবহার করে ভিডিও স্টোরি তৈরি করুন।
  2. ভিডিও তৈরি করার জন্য সুন্দর সুন্দর থিম (theme) গুলো রয়েছে।
  3. আনলিমিটেড ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করা যাবে।
  4. তৈরি করা ভিডিও গুলো সরাসরি শেয়ার করার অপসন পাবেন।
  5. ভিডিওতে 2D & 3D animations গুলো ব্যবহার করার সুবিধা।
  6. মিউজিক সহ ফ্রি মুভি মেকার এর অপসন রয়েছে।

৫. Photo video maker – Eco Mobile

Eco mobile photo video maker

Google play store-এ ফটো দিয়ে ভিডিও বানানোর এই অ্যাপ এর রেটিং রয়েছে 4.2 এবং অ্যাপটি টোটাল ১০ মিলিয়ন থেকেও অধিক ডাউনলোড করা হয়েছে। নিজের ভিডিও গুলোতে যুক্ত করার জন্য নানান গান এবং মিউজিক গুলো অ্যাপের মধ্যেই পেয়ে যাবেন। এছাড়া, আপনি চাইলে নিজের পছন্দের মিউসিক অবশই ব্যবহার করতে পারবেন।

ভিডিও তৈরি করার জন্য পছন্দমতো transitions, effects, music এবং filters গুলো আপনি ব্যবহার করতে পারবেন।

অ্যাপ এর সুবিধা:

  1. ফটো ভিডিও তৈরি করার জন্য সর্বোচ্চ ১০০টি ছবি সিলেক্ট করতে পারবেন।
  2. এখানে থাকা মিউজিক লাইব্রেরি থেকেই free background music এবং beats সিলেক্ট করা যাবে।
  3. App-এর মধ্যে একটি transition tool পাবেন।
  4. Photo Video Maker App-টিতে আলাদা ভাবে effect tool এর অপসন পাবেন।
  5. তৈরি করা ভিডিও সরাসরি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে।
  6. High Quality Resolution সহ ভিডিও গুলো ডাউনলোড করার সুবিধা।

৬. Videoshow Video Editor & Maker 

Videoshow video maker app for android

এটা একটি সেরা Music & video editor যেখানে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করার সুবিধার পাশাপাশি ছবি এবং গান জোড়া লাগিয়ে সুন্দর সুন্দর image slideshow video গুলিও তৈরি করতে পারবেন। ভিডিও তৈরির ক্ষেত্রে আপনারা মিউজিক, অ্যানিমেশন স্টিকার, সুন্দর সুন্দর থিম, সাবটাইটেল এবং ট্রানসিশন ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন।

এছাড়া, যদি আপনি স্লো মোশন ভিডিও তৈরি করার ক্ষেত্রে আগ্রহী, তাহলে এই ধরণের ভিডিও গুলিও এখানে বানানো যাবে।

অ্যাপ এর সুবিধা:

  1. নানান ভিডিও টেম্প্লেটস গুলো রয়েছে।
  2. স্লো মোশন ভিডিও তৈরি করার অপসন পাবেন।
  3. ভিডিওতে অ্যানিমেশন স্টিকার এবং ডুডল ব্যবহার করার অপসন।
  4. সুন্দর সুন্দর styles এবং transitions অপসন গুলো রয়েছে।
  5. চাইলে ভিডিও গুলোতে নিজের ভয়েস রেকর্ড করে যুক্ত করা যাবে।
  6. HD quality সহ তৈরি করা ভিডিও গুলো export করুন।
  7. এখানে দিয়ে দেওয়া trendy music গুলো ভিডিওতে ব্যবহার করা যাবে।

৭. InShot Video Editor

Inshot video editor and maker

InShot, এন্ড্রয়েড মোবাইলের জন্য থাকা একটি অনেক জনপ্রিয় প্রফেশনাল ভিডিও এডিটর এবং ভিডিও তৈরি করার অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রীতে একটি আকর্ষণীয় ইমেজ স্লাইডশো ভিডিও বানিয়ে নিতে পারবেন।

ভিডিও তৈরির পাশাপাশি ভিডিওতে গান যুক্ত করা, নানান ইফেক্টস এবং ফিল্টার এপ্লাই করা, ভিডিওতে Transition Effects-এর ব্যবহার, ইত্যাদি নানান কাজ গুলো করে নিতে পারবেন। এই শক্তিশালী ভিডিও এডিটর সফটওয়্যার ব্যবহার করে ভিডিওতে Text এবং Sticker-ও ব্যবহার করা যাবে।

অ্যাপ এর সুবিধা:

  1. এটাকে ভিডিও কনভার্টার এবং ভিডিও কাটার হিসেবে ব্যবহার করা যাবে।
  2. ভিডিও গুলোতে Fast/Slow motion ব্যবহার করা যাবে।
  3. সুন্দর সুন্দর filters, backgrounds এবং blur background এপ্লাই করা যাবে।
  4. ভিডিওতে সুন্দর সুন্দর স্টাইলিশ টেক্সট গুলো যুক্ত করা যাবে।
  5. ৫৫ থেকে অধিক ট্রান্সিশন ইফেক্ট গুলো রয়েছে।
  6. ১০০০ থেকে অধিক স্টিকার গুলো পাবেন।

৮. Photo Slideshow – SHELEN

Shelen photo slideshow maker software

ছবি দিয়ে ভিডিও বানানোর এই সফটওয়্যারটি নতুন হলেও গুগল প্লে স্টোরে ৪.৬ রেটিং এর সাথে অ্যাপটি প্রচুর জনপ্রিয়তা লাভ করছে। একাধিক ছবির মিশ্রণ, মিউজিক, ইফেক্টস, ফিল্টার এবং ট্রান্সিশন এর ব্যবহার করে আপনিও নিজের মোবাইলে তৈরি করে নিতে পারবেন একটি দারুন ও আকর্ষণীয় ফটো স্লাইডশো ভিডিও। অ্যাপটি আপনারা সম্পূর্ণ ফ্রীতে ব্যবহার করতে পারবেন।

অ্যাপ এর সুবিধা:

  • একটি free photo slideshow video maker app।
  • ভিডিওতে sticker এবং text গুলো যুক্ত করা যাবে।
  • আকর্ষণীয় ভিডিও তৈরি করার জন্য filters এবং transitions ব্যবহার করতে পারবেন।
  • ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান লাগাতে পারবেন।
  • পছন্দমতো video aspect ration সেট করার অপসন পাবেন।

শেষ কথা,,

যদি আপনি নিজের পছন্দের ছবি গুলো ব্যবহার করে তাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান লাগিয়ে একটি দারুন ভিডিও তৈরি করার কথা ভাবছেন, তাহলে আপনাকে কম্পিউটারে দামি দামি সফটওয়্যার গুলো ব্যবহার করতে হবেনা। নিজের android mobile দিয়েই এই কাজ অনেক সহজে করে নিতে পারবেন।

Google play store-এর মধ্যে থাকা জনপ্রিয় ও প্রফেশনাল ভিডিও মেকার এবং ভিডিও এডিটর গুলো ব্যবহার করে সম্পূর্ণ ফ্রীতে একটি প্রফেশনাল এবং হাই কোয়ালিটির ইমেজ স্লাইডশো ভিডিও তৈরি করে নিতে পারবেন।

মনে রাখবেন, আগের থেকে তৈরি নানান slideshow theme এবং templates গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি সাথে সাথেই একটি ভিডিও বানিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে, আপনাকে কেবল নিজের মোবাইল থেকে পছন্দের ছবি এবং গান/মিউজিক গুলো সিলেক্ট করে আপলোড করতে হবে।

তাহলে আশা করছি, ছবি দিয়ে ভিডিও বানানোর আজকের এই সফটওয়্যার গুলো আপনার কাবাজে অবশই লাগবে।

রিলেটেড:

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top