অনলাইনে সিনেমা দেখার সেরা ৯টি মুভি স্ট্রিমিং এন্ড্রয়েড অ্যাপ গুলো

আপনি কি Amazon Prime Video, Hoichoi, Netflix-এর মতো দামি OTT প্ল্যাটফর্মগুলোর বাইরে গিয়ে ভালো কোনো মুভি স্ট্রিমিং অ্যাপের খোঁজ করছেন? তাহলে, আমাদের এই আর্টিকেলটাতে ঝটপট চোখ বুলিয়ে নিন!

কারণ, আমরা আজকে YouTube-এর মতো ফ্রি ফিল্ম স্ট্রিমিং সাইটের বাইরে গিয়ে সেরা ৯টা মুভি স্ট্রিমিং অ্যাপ্লিকশনের কথা বলবো- যেখান থেকে আপনি দুর্দান্ত সব ইউনিক কন্টেন্টের খোঁজ পাবেন।

অবশই পড়ুন: মোবাইলের ৭টি সবচেয়ে ভালো ক্যামেরা অ্যাপস

সিনেমা দেখার সেরা ৯টি মুভি স্ট্রিমিং এন্ড্রয়েড অ্যাপ গুলো:

Cinema dekhar streaming apps

চলুন তাহলে দেরি না করে জানি, মোবাইলে অনলাইন সিনেমা দেখার সেরা apps গুলোর ব্যাপারে।

১. ZEE5:

রেটিং: 4.5/5

ডাউনলোড: 10Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: ডিভাইসের উপর নির্ভর করে।

পেইড সাবস্ক্রিপশন হলেও ZEE5 হল অন্যতম সেরা মুভি স্ট্রিমিং অ্যাপসগুলোর মধ্যে একটা। এখানে আপনি ইংলিশ, বাংলা, হিন্দি, তামিলসহ মোট ১৫টি ভাষার অসংখ্য ফিল্ম, সিরিয়াল, প্রোগ্রাম ও ওয়েব সিরিজ পাবেন। এই OTT প্ল্যাটফর্মে ৪০টির উপর TV চ্যানেল, ৩৯০০টিরও বেশি সিনেমা, ও ২০০-এরও বেশি অরিজিনাল ওয়েব সিরিজ রয়েছে। এখানে আপনি কনটেন্ট ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারবেন। এছাড়াও, এর সমস্ত কনটেন্টগুলোর প্রায় ৭টি ভাষাতে ভিডিও ডাব্বিংও আছে।

ফিচার:

✔ যেকোনো ডিভাইসে দেখা যায়।

✔ 4K কোয়ালিটির ভিডিও ও ডলবি অডিও স্ট্রিমিং।

✔ নিউস/গান/কার্টুন/সিরিয়াল/সিনেমা/সিরিজ সব আছে।

সুবিধা:

⇾ সম্পূর্ণ অ্যাড-ফ্রি কনটেন্ট।

⇾ নতুন-নতুন কনটেন্ট আসতেই থাকে।

⇾ ডাউনলোড করে অফলাইনে দেখার সুবিধা।

অসুবিধা:

⇾ পেইড সাবস্ক্রিপশন আছে।

২. Proreal:

রেটিং: 4.4/5

ডাউনলোড: 10T+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

এই অন-ডিম্যান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনি সারা পৃথিবীর জনপ্রিয় সিনেমা বা ওয়েব সিরিজ সহজেই দেখতে পারবেন। এখানে বেশ অনেকগুলো কনটেন্ট বিনামূল্যেই দেখা যায়। তবে, এখানেও আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হতে পারে। বিশেষ করে, এই প্ল্যাটফর্মটিতে কোরিয়ান, ইংলিশ, বাংলা হিন্দির পপুলার টিভি সিরিজের বেশ ভালো কালেকশন আছে। এখানে আপনি লাইভ স্পোর্টস ইভেন্টস ও নিউস চ্যানেলও স্ট্রিম করতে পারেন।

ফিচার:

✔ ফ্রি লাইভ টিভি।

✔ সমস্ত কন্টেন্টের সাবটাইটেল আছে।

✔ ৮টি ভাষা ও ৯টি মুভি ক্যাটেগরির কনটেন্ট আছে।

সুবিধা:

⇾ খুব কম ডেটা ব্যবহার করে।

⇾ বেশিরভাগ অ্যাড-ফ্রি কনটেন্ট।

⇾ একবার সাবস্ক্রাইব করলে যেকোনো ডিভাইসে দেখা যায়।

অসুবিধা:

⇾ সাবস্ক্রিপশন নিতে হয় ও সাবস্ক্রাইব না করলে অ্যাড দেয়।

৩. Vi Movies & TV:

রেটিং: 4.1/5

ডাউনলোড: 1Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.1+

Vi-এর এই OTT প্ল্যাটফর্মের সবথেকে ভালো ব্যাপার হল এর TVOD ফাঙ্কশানটি। এই ফাঙ্কশানের সাহায্যে এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট কোনো কনটেন্ট সামান্য টাকার বিনিময়ে ভাড়া করে দেখা যায়। এছাড়াও, Zee5, Hungama, Discovery, Yupptv Firework-এর মতো বিভিন্ন এন্টারটাইমেন্ট প্ল্যাটফর্ম হল এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এর ফলে, এই একটা অ্যাপ থেকেই অন্যান্য প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা সম্ভব।

ফিচার:

✔ ১৩+ ভাষাতে কনটেন্ট রয়েছে।

✔ আনলিমিটেড অ্যাড-ফ্রি মিউসিক ডাউনলোড হয়।

✔ ১০,০০০+ মুভি/ওয়েব সিরিজ, ৪০০+ লাইভ TV চ্যানেল আছে।

সুবিধা:

⇾ মোবাইল রিচার্জ থাকলেই চলবে।

⇾ ইচ্ছেমতো ফিল্ম কম দামে ভাড়া করা যায়।

⇾ অফলাইন কনটেন্ট ডাউনলোড করা যায়।

অসুবিধা:

⇾ ভোডাফোন/আইডিয়া নেটওয়ার্কের সিম না থাকলে চলে না

৪. dIGIPLEX:

রেটিং: 4.3/5

ডাউনলোড: 100K+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.1+

বাংলা ওয়েব সিরিজ ও মুভি দেখার সেরা অ্যাপস হিসেবে dIGIPLEX অ্যাপটি কিন্তু বেশ ভালো। এখানে আপনি সুপারহিট বাংলা ওয়েব সিরিজ ও ফিল্মের লিস্ট পেয়ে যাবেন। আপনি যদি থ্রিলার কনটেন্ট দেখতে ভালোবাসেন, তাহলে এই OTT প্ল্যাটফর্মে সেরা-সেরা সিনেমা এবং সিরিজও পাবেন।এছাড়াও, এখানে কমেডি, ড্রামা, রোম্যান্স, অ্যাকশন জনারেরও ভালো কনটেন্ট রয়েছে।

ফিচার:

✔ ১০০+ ঘন্টার কনটেন্ট আছে।

✔ নতুন কনটেন্ট আসতে থাকে।

✔ বাংলা গানের কালেকশন আছে।

সুবিধা:৮৭

⇾ অ্যাড-ফ্রি কন্টেন্টের সুবিধা।

⇾ খুব কম বার্ষিক সাবস্ক্রিপশন ফী।

⇾ নিজস্ব অরিজিনাল সিরিজ আছে।

অসুবিধা:

⇾ শুধু বাংলা ভাষার কনটেন্ট আর পেইড সাবস্ক্রিপশন আছে।

৫. Lionsgate Play:

রেটিং: 4.0/5

ডাউনলোড: 50L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

কম সাবস্ক্রিপশন ফীতে লেটেস্ট সমস্ত হলিউড ফিল্ম ও TV শো হিন্দি ভাষাতে দেখার সেরা ঠিকানা হল এই Lionsgate Play। তাছাড়াও, এখানকার কন্টেন্টগুলো অন্য ভাষার ডাবিংয়েও রয়েছে। এই প্ল্যাটফর্মে সাই-ফাই, সাইকো-থ্রিলার, ক্রাইম ড্রামা, রম-কমের উপর ভালো হিন্দি, তামিল, তেলেগু ওয়েব সিরিজ ও সিনেমা রয়েছে। এখানে প্রায় সব কন্টেন্টেরই সাবটাইটেল আছে। তাই, দেখতে কোনো অসুবিধাই হবে না।

ফিচার:

✔ Full HD কোয়ালিটির ভিডিও প্লে।

✔ অফলাইনে HD কোয়ালিটির কনটেন্ট দেখায়।

✔ সহজেই মুভি/সিরিজের ওয়াচলিস্ট বানানো যায়।

সুবিধা:

⇾ একদম বিজ্ঞাপন দেখায় না।

⇾ প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট অ্যাড হয়।

⇾ একসাথে ৫টা ডিভাইসে ব্যবহার করা যায়।

অসুবিধা:

⇾ অনলাইনে স্ট্রিমিং সামান্য আটকে-আটকে যায়।

৬. MX Player:

রেটিং: 4.0/5

ডাউনলোড: 100Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

ফ্রি মুভি অ্যাপ হিসাবে MX Player-এ আপনি প্রচুর ফিল্ম, TV শো এবং ওয়েব সিরিজ পেয়ে যাবেন। এমনকি, এই OTT মুভি স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনি 4K থেকে শুরু করে 8K পর্যন্ত কোয়ালিটিতে ভিডিও দেখতে পারবেন। এখানে নানান ধরণের ভিডিও ফর্ম্যাট চালানো যায়। এদের অরিজিনাল ওয়েব সিরিজও রয়েছে। এখানে কোরিয়ান, ইংলিশ, হিন্দি, বাংলা, পাঞ্জাবি আরও নানান ভাষার কন্টেন্ট রয়েছে। আর, এখানেও প্রায় সব কনটেন্টেরই সাবটাইটেল আছে। তবে, এর Gold মেম্বারশিপ পেতে হলে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে।

ফিচার:

✔ OTT প্ল্যাটফর্ম ও ভিডিও প্লেয়ার।

✔ সব ধরণের ভিডিও ফর্ম্যাট সাপোর্ট করে।

✔ আলট্রা-UHD কোয়ালিটির অডিও/ভিডিও রয়েছে।

সুবিধা:

⇾ পেইড ও ফ্রি- দুটো ভার্সনই আছে।

⇾ ডাব্বিং করা ইন্টারন্যাশনাল/ন্যাশনাল শো।

⇾ সহজে ভিডিওপ্লেয়ারে জেশ্চার কন্ট্রোল হয়।

অসুবিধা:

⇾ পেইড সাবস্ক্রিপশন ছাড়া প্রচুর অ্যাড আসে।

৭. JioCinema:

রেটিং: 4.0/5

ডাউনলোড: 10Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

JioCinema হল এমন একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি HBO originals, Paramount লাইব্রেরি, স্পোর্টস, TV শোস, ওয়েব সিরিজ ও সিনেমা সবকিছু দেখতে পারবেন। এখানে আপনি বিনামূল্যেই প্রচুর বলিউড সিনেমাও পাবেন। এমনকি, এই অ্যাপ থেকে ফ্রীতে 4K কোয়ালিটিতে নানান ইন্টারন্যাশনাল স্পোর্টসের লাইভ ও হাইলাইট দেখা যায়। এর ওয়েবসাইট থেকে এর ফ্রি কনটেন্টগুলো জিও সিমকার্ড ছাড়াও দেখা যায়।

ফিচার:

✔ রিয়াল-টাইম TV ব্রডকাস্ট।

✔ ভিডিও/অডিও কোয়ালিটি চেঞ্জ করা যায়।

✔ ৪টে ডিভাইসে একইসাথে ব্যবহার করা যায়।

সুবিধা:

⇾ বিভিন্ন অডিও ফর্ম্যাট সাপোর্ট করে।

⇾ ক্রোমকাস্টের সাহায্যে টিভিতে কনটেন্ট প্লে হয়।

⇾ PiP মোডে ফিল্মের পাশাপাশি অন্য অ্যাপ ব্যবহার করা যায়।

অসুবিধা:

⇾ জিও সিমকার্ড না থাকলে অ্যাপটা চলে না।

৮. FilmRise:

রেটিং: 4.0/5

ডাউনলোড: 10L+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

FilmRise হল এমন একটা বেস্ট মুভি স্ট্রিমিং অ্যাপস, যেখানে বিনামূল্যেই বিভিন্ন ধরণের সিনেমা ও টিভি শোস স্ট্রিম করা সম্ভব। সম্পূর্ণ ফ্রি এই প্ল্যাটফর্মে অ্যাডের সংখ্যাও অন্য অ্যাপের তুলনায় অনেকটা কম। এছাড়াও, এখানে সব ভিডিওগুলোই HD কোয়ালিটিতে দেখা যায়। তবে, এর ফ্রি ভার্সনে আপনি ইংলিশ ইন্টারন্যাশনাল ফিল্ম, TV শোস, অ্যানিমে, ক্লাসিক কার্টুন ছাড়া অন্য কোনো ভাষার কনটেন্ট পাবেন না।

ফিচার:

✔ নতুন-নতুন কনটেন্ট বাড়তে থাকে।

✔ একসাথে অনেক ডিভাইসে চালানো যায়।

✔ সহজে মুভি খোঁজা ও ওয়াচলিস্টে অ্যাড করা যায়।

সুবিধা:

⇾ কোনো ধরণের সাবস্ক্রিপশন লাগে না।

⇾ ইন্টারন্যাশনাল ইংলিশ কনটেন্ট আছে।

⇾ বিভিন্ন ধরণের OTT প্লাটফর্মের কনটেন্ট দেখা যায়।

অসুবিধা:

⇾ ইংলিশ ছাড়া কনটেন্ট নেই।

৯. Plex:

রেটিং: 3.9/5

ডাউনলোড: 1Cr+

অ্যান্ড্রয়েড ভার্সন: 5.0+

একদম ফ্রিয়ের ওয়েস্টার্ন মুভি স্ট্রিমিং অ্যাপ্লিকেশন হিসেবে Plex যথেষ্ট উপযুক্ত একটা OTT প্ল্যাটফর্ম। এখানে আপনি জনার অনুযায়ী ইচ্ছেমতো ফিল্ম ও টিভি শোস খুঁজে নিতে পারেন। এমনকি, আপনি এর ওয়েবসাইট থেকে শুধুমাত্র ইমেইল লগইন করেও যেকোনো কনটেন্ট দেখতে পারবেন।এখানে লাইভ টিভি চ্যানেল, নিউস এবং স্পোর্টস চ্যানেলও আছে। আর, এই অ্যাপটা ব্যবহার করে যেকোনো ডিভাইস থেকে বিনামূল্যে অ্যাড-ফ্রি গান ও পডকাস্ট স্ট্রিম করাও যায়।

ফিচার:

✔ ৩০০+ লাইভ টিভি চ্যানেল।

✔ পরিবারকে নিয়ে দেখার মতো কনটেন্ট আছে।

✔ শোগুলো চেক করার সময় ব্যাকগ্রাউন্ডে থিম সং প্লে হয়।

সুবিধা:

⇾ সাবস্ক্রিপশন ফী নেই।

⇾ একসাথে একাধিক ডিভাইসে চলে।

⇾ বাচ্চাদের জন্যে যথেষ্ট প্রোগ্রাম আছে।

অসুবিধা:

⇾ ফিল্ম ও টিভি শোয়ের সংখ্যা সীমাবদ্ধ।

⇾ অনেক কনটেন্ট প্রিমিয়াম ভার্সন ছাড়া চলে না।

 

পরিশেষে:

উপরের লিস্টের প্রতিটা অ্যাপেরই পেইড সাবস্ক্রিপশনের ব্যবস্থা রয়েছে। তবে, এই প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন ফী অন্যান্য OTT প্ল্যাটফর্মের তুলনায় অনেকটাই কম। এছাড়াও, এদের ফ্রি ভার্সনগুলোতেও আপনি ফ্রি কনটেন্ট দেখতে পারবেন।

তবে, সেখানে আপনাকে বাধ্যতামূলকভাবে অ্যাড দেখতেই হবে। আর, ফ্রি ভার্সনগুলোর ক্ষেত্রে কন্টেন্টের পরিমাণও বেশ কম থাকে। তাই, আপনি নিজের পছন্দমতো এক বা একাধিক OTT প্ল্যাটফর্ম থেকে নিজের মুভি দেখার চাহিদা মেটাতে পারেন।

অবশই পড়ুন: 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top