যখন কথা হচ্ছে ইন্টারনেট থেকে অনলাইনে টাকা ইনকাম করার বিষয়টি নিয়ে, তখন ইন্টারনেটের সেরা টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলির বিষয়ে না বললে বিভাবে হবে বলুন। অনলাইনে টাকা ইনকাম করার সাইট গুলি ব্যবহার করে আপনারা নানান মাধ্যমে ইনকাম করার সুযোগ পাবেন।
এমন নানান ইনকাম সাইট রয়েছে যেগুলিকে কাজে লাগিয়ে অনলাইনে প্রতিদিন 200 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। আবার এমনও নানান ওয়েবসাইট আছে যেগুলির থেকে লোকেরা দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন।
তবে মনে রাখবেন, এই অনলাইনে টাকা ইনকাম করার সাইট গুলির থেকে আপনি কি সত্যি টাকা ইনকাম করতে পারবেন, বা কত টাকা ইনকাম করতে পারবেন, সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে থাকে আপনার সিলেক্ট বা ব্যবহার করা ইনকাম ওয়েবসাইট বা প্লাটফর্মটির উপর।
কোন সাইট থেকে টাকা ইনকাম করা যায়? কোন সাইট গুলি সত্যি টাকা দিয়ে থাকে এবং কোন ওয়েবসাইট গুলি অন্যান্য লোকেরা ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন, এই বিষয়ে আপনাকে ভালো ভাবে জেনে নেওয়া দরকার।
আর তাই, আজকের এই আর্টিকেলের মধ্যে আমরা, সেরা টাকা ইনকাম করার ওয়েবসাইট 2023 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
তবে মনে রাখবেন, অনলাইনে টাকা ইনকাম করার ক্ষেত্রে আপনি যেই ওয়েবসাইট ব্যবহার করছেননা কেন, সেই ওয়েবসাইটের বিষয়ে নিজের থেকে ভালোভাবে যাচাই অবশই করে নিবেন।
ওয়েবসাইট গুলি কি ভালো এবং সত্যি আপনাকে টাকা দেয়? এই বিষয়ে অনলাইনে খানিকটা রিসার্চ করে সবটা জেনেই সাইট গুলি ব্যবহার করবেন।
অবশই পড়ুন:
- স্টুডেন্টদের জন্য অনলাইনে পার্ট টাইম জব শুরু করার উপায়
- এড দেখে ইনকাম করার ওয়েবসাইট (2023)
- গুগল থেকে টাকা ইনকাম করার ৭টি উপায়
অনলাইনে ইনকাম করার ওয়েবসাইট গুলো থেকে আয় করার জন্যে কিসের প্রয়োজন?
ইন্টারনেটে থাকা বেশিরভাগ ইনকাম সাইট গুলোর থেকে অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম করার জন্যে খুব বেশি জিনিসের প্রয়োজন না হলেও, আপনার বেশ কিছু বিষয়ের উপর নজর অবশই রাখা দরকার।
- স্মার্টফোন/কম্পিউটার,
- সিকিউর ইন্টারনেট কানেকশন,
- অনলাইন পেমেন্টের গ্রহণের ব্যবস্থা,
- নিজের কাজের প্রতি আগ্রহ,
- বিভিন্ন মানুষের রিভিউ পড়া,
- ওয়েবসাইটের সত্যতা যাচাই করা,
- একাধিক টাকা ইনকাম সাইট গুলোর খোঁজ করা,
- নিজের কাজের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানো,
- অনেকটা ধৈর্য ধরে দিনে ৩-৪ ঘন্টা সময় দেওয়া,
- এক ধরণের টাস্ক বারবার করার জন্য রেডি থাকা,
- কারণ ছাড়া নিজের ব্যক্তিগত তথ্য কাউকে না দেওয়া।
অনলাইনে টাকা ইনকাম করার সাইট গুলো ব্যবহার করে কত টাকা ইনকাম করা যাবে?
এই ধরণের ওয়েবসাইটগুলো থেকে কোনো ফিক্সড টাকা ইনকাম করা যায় না।
এখানে আপনি যে ধরণের টাস্ক বাছবেন বা করবেন, সেই অনুযায়ী টাকা আয়ের সুযোগ পাবেন। তবে, এখান থেকে যে পরিমাণ টাকা পাবেন সেটা আপনার সাইড ইনকাম বা সাধারণ পকেট মানি হিসেবে নিয়ে চলতে পারে, তার বেশি নয়।
যদিও, এই ধরণের মাইক্রো টাস্ক জব ওয়েবসাইটগুলো থেকে আপনি প্রতি ঘন্টাতে কয়েক ডলার পেতেই পারেন। যেমন, পেইড সার্ভে সাইট গুলিতে গিয়ে অনলাইনে সারাদিনে ২০টা মতো সার্ভে ফর্ম ফিলআপ করলে, আপনি গড়ে ১২০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
এমন অনেক ওয়েবসাইটই আছে, যেগুলো আপনাকে অন্যান্য ওয়েবসাইটগুলোর তুলনায় কিছু বেশি টাকা পেমেন্ট অবশই করে থাকে। আর তাই, যারা খালি সময়ে এক্সট্রা টাকা রোজগার করতে চান, তাদের জন্যে এই ওয়েবসাইটগুলো খুবই ভালো ও কাজের।
YouTube, Blogger.com, Freelancer.com, fiverr.com, ইত্যাদি এই ধরণের ওয়েবসাইট গুলিতে গিয়ে কাজ করে হাজার হাজার লোকেরা প্রতিমাসে হাজার লক্ষ টাকা ইনকাম করে নিতে পারছেন।
তাই, অনলাইন ইনকামের ক্ষেত্রে আপনি কি ধরণের ওয়েবসাইটে গিয়ে কি ধরণের কাজ গুলো করছেন, মূলত সেটার উপর নির্ভর করছে আপনার ইনকাম।
[টিপস: এই মাইক্রো টাস্কগুলো থেকে বেশি পরিমাণে টাকা ইনকাম করতে চাইলে, দিনে ৭-৮ ঘন্টা ধরে একাধিক ওয়েবসাইটের টাস্কগুলো করে দেখতে পারেন।]
অনলাইনে কি ধরণের বা কোন সাইট থেকে টাকা ইনকাম করা যায়?
বর্তমানে, এমন অনেকেই রয়েছেন, যারা ফিক্সড ইনকামের পাশাপাশি সাইড ইনকামের জন্যে একাধিক উপায়ের সাহায্য নিচ্ছেন। এই উপায় গুলোর মধ্যে অন্যতম একটা উপায় হল এই টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলো।
আমাদের আজকের এই সেরা ইনকাম করার ওয়েবসাইট 2023-এর লিস্টে আমরা বিভিন্ন ধরণের মাইক্রো জবগুলোকে প্রথমে ৩টে ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। যাতে, আপনি নিজের পছন্দমতো কাজের ভিত্তিতে এই ওয়েবসাইটগুলো বেছে নিতে পারেন।
আর, এই ক্যাটেগরিগুলো হল,
১. অনলাইন মাইক্রো জব/টাস্ক:
মাইক্রো টাস্ক বা জবের ক্ষেত্রে আপনাকে বিশেষ কোনো স্কিলস শেখার দরকার পড়ে না। এখানে অনলাইনে ডেটা এন্ট্রি, একাউন্ট রেজিস্ট্রেশন, ইমেজ বা অ্যাকশন প্রসেসিং-এর মতো কাজগুলো কমপ্লিট করতে হয়। আপনি ইচ্ছেমতো যখন খুশি এই কাজগুলো করতে পারেন। আর, এখানে আপনি প্রতিটা টাস্কের বিনিময়ে টাকা বা রিওয়ার্ড পেতে পারবেন।
২. অনলাইন সার্ভে টাস্ক:
এই ধরণের কাজে আপনাকে বিভিন্ন অনলাইন পেইড সার্ভে গুলিকে ফিলআপ করতে হয়। এমন অনেক কোম্পানি রয়েছে, যারা তাদের সার্ভিস এবং প্রোডাক্ট গুলিকে অধিক উন্নত করতে অথবা নানা মার্কেটিং রিসার্চের কারণে এই ধরণের সার্ভে গুলি বানিয়ে থাকে। আর, এই সার্ভেগুলো কমপ্লিট করার বদলে তারা আপনাকে কিছু টাকা বা রিওয়ার্ড পেমেন্ট করে থাকে। এখানে প্রতিটা সার্ভে থেকে ২০-১৫০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।
৩. অনলাইন গেমিং প্ল্যাটফর্ম:
বিভিন্ন অনলাইন গেমিং ওয়েবসাইটগুলো আপনাকে নানা ধরণের গেম খেলে ক্যাশ রিওয়ার্ড বা গিফট কার্ড জেতার সুযোগ করে দেয়।
২০২৩-এর সেরা ১১টি টাকা ইনকাম করার ওয়েবসাইট:
উপরের ক্যাটেগরির ভিত্তিতে এখানে মোট ৯টি বেস্ট ওয়েবসাইট নিয়ে আলোচনা করা হল,
১. Toluna:
Toluna হল অনলাইন সার্ভে ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম আরেকটি। এখানে সাইন আপ করলেই ৫০০ পয়েন্ট পাওয়া যায়। আর, একবার প্রোফাইল কোয়েশ্চেন কম্প্লিট করলেই এটি আপনাকে ১২০০ পয়েন্ট দেয়।
এখানে আপনি নিজের ইন্টারেস্ট অনুযায়ী সার্ভে ফর্ম ফিলআপ করতে পারবেন। প্রতিটা সার্ভে ফিলআপ করলেই ১০০০-১২০০ পয়েন্ট পাওয়া যায়।পেটিএম বা গিফট কার্ড হিসেবে টাকা পেতে গেলে কম করে ১৯,৮০০ পয়েন্ট জিততে হয়।
ফিচার:
- এই ওয়েবসাইটে সার্ভে সম্পূর্ণ করে ইনকাম করা যায়,
- সপ্তাহে অনেক সার্ভে আসে,
- গিফ্ট ভাউচার বা ক্যাশ দুটোই পাওয়া যায়।
সুবিধা:
- সার্ভেগুলো সহজ হয়।
- ১০-১৫ মিনিটে সার্ভে কম্প্লিট হয়।
- আগ্রহ অনুযায়ী সার্ভে সিলেক্ট করা যায়।
২. ySense:
এই ওয়েবসাইটে একবার সাইনআপ করলেই, এর সার্ভেগুলো থেকে সপ্তাহে প্রায় ৫০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। এখানে প্রায় প্রতিটা সার্ভেতে $০.৫ থেকে $৩ পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়াও, এখানে প্রতি সপ্তাহতেই ২০-৪৫টা সার্ভে আসে।
তবে, সার্ভে বাদেও এই ySense থেকে গেম খেলে, ভিডিও দেখে বা অন্য ওয়েবসাইটে রেজিস্টার করেও ইনকাম করা যায়। এখানে একটি রেফারেল প্রোগ্রামও রয়েছে। তাই, অন্যান্য ব্যক্তিদের এই ওয়েবসাইটে রেফার করে টাকা ইনকাম করা যাবে।
ফিচার:
- রেফারাল প্রোগ্রাম আছে,
- রেফার করে প্রতি রেফারে $0.10 বা $0.30 কমিশন পেতে পারবেন,
- PayPal বা Gift card হিসেবে টাকা তুলতে পারবেন।
সুবিধা:
- সহজে রেজিস্টার করা যায়।
৩. Prime Opinion:
এই ওয়েবসাইটে এক-একটা সার্ভে থেকে প্রায় ৪১৬ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাওয়া যেতে পারে। এখানে মাসে প্রায় ১০০-এরও বেশি সার্ভে ফর্ম ফিলআপ গুলো করা যায়। এই ওয়েবসাইট থেকে আপনি মাত্র ৫ টাকাও PayPal অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
সবথেকে মজার ব্যাপার হল, এখানে আপনি প্রায় ২২টিরও বেশি ব্র্যান্ডের গিফট কার্ডের পাশাপাশি সরাসরি ক্যাশ হিসেবে রিডিমও করতে পারবেন।
ফিচার:
- মিনিমাম টাকা রিডিং করা যায়,
- ২০টির বেশি গিফ্ট কার্ড অপশন,
- PayPal দিয়েও টাকা তুলার অপসন আছে।
সুবিধা:
- ১৫ মিনিটের মধ্যে সার্ভে কমপ্লিট হয়।
৪. Swagbucks:
কেবলমাত্র সার্ভেই নয়, Swagbucks ওয়েবসাইট থেকে একাধিক আয়ের রাস্তা আপনারা পেয়ে যেতে পারবেন। যেমন- এখানে আপনি ভিডিও দেখে, গেইম খেলে এবং স্টারবাক্স বা আমাজন অনলাইন শপিং প্ল্যাটফর্ম থেকে শপিং করেও টাকা পেতে পারেন।
এই ওয়েবসাইট থেকে Amazon, iTunes বা Walmart-এর ক্যাশ কার্ড বা কুপন হিসেবে টাকা রিডিম করা যায়। এছাড়া, PayPal এর মাধমেও টাকা তুলার অপসন পাবেন।
ফিচার:
- বেশিরভাগ প্রায় ৩-২০ মিনিটের সার্ভে,
- PayPal অ্যাকাউন্টে ক্যাশ রিডিম হয়।
সুবিধা:
- অ্যাপ ও ওয়েবসাইট- দুটোই আছে।
৫. PollPay:
PollPay হল এমন একটা অনলাইন সার্ভে ওয়েবসাইট, যেখানে অনেক ধরণের টপিকের সার্ভে রয়েছে। অন্যান্য ওয়েবসাইটের মতোই এখানে আপনি সার্ভে অনুযায়ী ইনকাম করার সুযোগ পাবেন। এখানে মোটামুটি, এক-একটা সার্ভে ১২ মিনিটের মতো হয়।
আপনি নিজের ইন্টারেস্ট অনুযায়ী এখানে পোল বা সার্ভে বেছে নিয়ে ফিলআপ করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে ইনকাম করা ক্যাশ রিওয়ার্ড গুলি আপনারা amazon gift card বা PayPal এর মাধ্যমে তুলে নিতে পারবেন।
ফিচার:
- সার্ভে লেন্থ কম হয়,
- রেফারাল কোড থেকে বোনাস ইনকাম পাওয়া যায়।
সুবিধা:
- বিভিন্নভাবে টাকা রিডিম করার সুবিধা।
৬. PlayerzPot:
ফ্যান্টাসি স্পোর্টস গেমিং ওয়েবসাইট হিসেবে Playerzpot, আপনাকে নানান গেম খেলে টাকা ইনকামের সুযোগ করে দেয়। এর অ্যাপ থেকে সরাসরি লুডো, ক্যারম, চেস বা পোকারের মতো সিম্পল গেম খেলে, আপনি সহজেই ক্যাশ রিওয়ার্ড জিতে নিতে পারেন। এছাড়াও, এখানে আপনি ফ্যান্টাসি ক্রিকেট, ফুটবল, কাবাডির মতো সব স্পোর্টসও পেয়ে যাবেন। এখানে প্রতিটা রেফারাল কোড থেকে ১০০ টাকা পর্যন্ত আর্ন করা যায়।
ফিচার:
- রেফার অ্যান্ড আর্ন প্রোগ্রাম,
- ই-ওয়ালেট বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়,
সুবিধা:
- ২ দিনের মধ্যেই ক্যাশ ট্রানসাকশান হয়।
৭. Winzo:
Winzo হল একটা গেমিং ওয়েবসাইট বা অ্যাপ। এখানে আপনি ১০০-এর বেশি গেম খেলার অপশন পেয়ে যাবেন। আর এখানে দিয়ে দেওয়া গেমগুলোও বেশ সোজা। আপনি এখানে একের বেশি পেমেন্ট গেটওয়ে পাবেন, যেমন- PhonePe, Google Pay ও অন্যান্য।
এই অ্যাপ বা সাইটে আপনি নিজের ফ্যান্টাসি টিম বানিয়ে টুর্নামেন্ট খেলেও রিওয়ার্ড জিততে পারবেন। অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করার ক্ষেত্রে এই সাইট অনেকেই ব্যবহার করে দেখেছেন।
ফিচার:
- ফ্রড ডিটেকশন ফিচার,
- একাধিক পেমেন্ট গেটওয়ে।
সুবিধা:
- মাত্র ২ টাকাও ট্রান্সফার হয়।
৮. MPL:
একটা স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স ও তার পাশাপাশি দুর্দান্ত সব গেম গুলি খেলে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট গুলির মধ্যে একটি হল এই MPL। এখানেও আপনি ৫০-এর বেশি গেম পেয়ে যাবেন।
এই ওয়েবসাইটে পাজেল, আর্কেড ও বিভিন্ন ব্রেন গেম খেলতে পারবেন। এইখান থেকে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার, UPI, Paytm ও আমাজন পে-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন।
ফিচার:
- রেফারাল বোনাস,
- বিভিন্ন গেম টুর্নামেন্ট।
সুবিধা:
- সম্পূর্ণ নিরাপদ গেমিং প্ল্যাটফর্ম।
৯. Dream11:
যেকোনো ফ্যান্টাসি গেমিং ওয়েবসাইটের সেরা চ্যাম্পিয়ন হল এই Dream11। এই ফ্যান্টাসি ক্রিকেট গেমিং অ্যাপে আপনি ক্রিকেট ছাড়াও বাস্কেটবল, ফুটবল ও আরও নানা ফ্যান্টাসি টীম তৈরী করে খেলতে পারবেন।
আপনার টিমের সিলেক্ট করা প্লেয়াররা ভালো স্কোর করলে, আপনি তাদের পারফর্ম্যান্স অনুযায়ী পুরস্কার জিততে পারবেন।
ফিচার:
- ৫০০ টাকা পর্যন্ত রেফারাল বোনাস।
- বিভিন্ন ধরণের স্পোর্টস অপশন আছে।
সুবিধা:
- মাত্র ৫০ টাকাও ট্রান্সফার করা যায়।
- ৫ মিনিটের মধ্যে টাকা ট্রান্সফার হয়।
১০. Blogger.com
Blogger.com হলো Google দ্বারা পরিচালিত একটি Website Builder platform যেখানে গিয়ে জেকেও নিজের জন্য একটি ফ্রি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন। বর্তমান সময়ে blogging হলো ঘরে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার একটি সেরা ও প্রমাণিত উপায়।
এক্ষেত্রে, আপনি সম্পূর্ণ ফ্রীতে কোনো টাকা না লাগিয়ে এই blogger.com সাইট থেকে নিজের জন্য একটি ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন।
ধীরে ধীরে যখন আপনার সাইটে নিয়মিত ট্রাফিক এবং ইউসার আসতে শুরু করবে তখন আপনারা এই সাইটে থাকা EARNING TAB থেকে সরাসই Google AdSense-এর জন্য এপ্লাই করে নিজের ব্লগ সাইটে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগিং করে আপনি অনলাইনে আনলিমিটেড টাকা ইনকাম করার সুযোগ পেতে পারবেন।
১১. Shutterstock
যদি আপনি নিজের mobile দিয়ে বা DSLR camera দিয়ে প্রফেশনাল ভাবে ছবি তুলতে জানেন, তাহলে অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই shutterstock ওয়েবসাইট এর।
আপনাকে নিজের ছবি গুলিকে shutterstock ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবার যখনি কোনো ব্যক্তি বা কোম্পানি আপনার ছবি বা ভিডিও গুলিকে সাইট থেকে ডাউনলোড করবেন বা কিনবেন, তখন প্রতিটি ডাউনলোড এর জন্য আপনাকে দেওয়া হবে কমিশন।
এখানে আপনারা প্রতি ছবি বিক্রির বিপরীতে $0.25 থেকে সর্বোচ্চ $120 পর্যন্ত কমিশন ইনকামের সুযোগ পেতে পারবেন।
FAQ:
ইন্টারনেট থেকে অনলাইনে টাকা ইনকাম করার উপায় এবং সাইট প্রচুর রয়েছে। তাই, যদি আপনি সঠিক উপায় বা প্লাটফর্ম ব্যবহার করে সঠিক নিয়মে কাজ করে থাকেন, তাহলে ইনকাম অবশই করতে পারবেন।
দেখুন, অনলাইন ইনকামের আলাদা আলাদা ওয়েবসাইট গুলিতে আলাদা আলাদা কাজ গুলি করার জন্যে টাকা দেওয়া হয়। যেমন ধরুন, কিছু কিছু সাইট আছে যেগুলিতে গিয়ে পেইড সার্ভে সম্পূর্ণ করার জন্য ক্যাশ রিওয়ার্ড দেওয়া হয় আবার এমনও ওয়েবসাইট রয়েছে যেখানে ভিডিও বানিয়ে আপলোড করতে হয়। আবার চাইলে নিজের তোলা ছবি গুলিকে আপলোড করেও অনলাইনে ইনকাম করা যাবে।
শেষ কথা,,
তাহলে আশা করছি, ইন্টারনেটে কোন কোন সাইট থেকে টাকা ইনকাম করা যায় সেই বিষয়ে খানিকটা জ্ঞান ও ধারণা আপনার অবশই হয়ে গিয়েছে হয়তো। এমনিতে, অনলাইনে টাকা ইনকাম করার সাইট প্রচুর রয়েছে যদিও প্রত্যেক ওয়েবসাইট কিন্তু আমাদের টাকা দিয়ে থাকেনা।
তাই, এই ধরণের ওয়েবসাইট গুলিতে কাজ করার আগে অবশই নিজের তরফ থেকে রিসার্চ বা যাচাই অবশই করে নিবেন। এমনিতে, এই ইনকাম ওয়েবসাইট গুলির বিষয়ে ইন্টারনেটে থাকা নানান রিভিউ গুলি পড়লেই কোন সাইট ভালো এবং কোনটা খারাপ সবটা বুঝে নিতে পারবেন।