অনলাইনে প্রতিদিন 200 টাকা ইনকাম করা উপায়? সেরা ৯টি

আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজের পড়াশোনা বা চাকরির পাশাপাশি ঘরে বসে পার্ট-টাইম ইনকাম ইনকাম করার কথা ভেবে থাকেন। যদি আপনিও একই ভাবছেন, তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনার অবশই কাজে লাগবে।

কেননা, আজকে এই আর্টিকেলে আমি আপনাদের এমন কয়টি অনলাইন ইনকামের উপায় বা রাস্তা দেখিয়ে দিবো, যেগুলিকে কাজে লাগিয়ে প্রতিদিন 200 টাকা ইনকাম করার মতো সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। এই উপায় গুলি অনেকেই ব্যবহার করছেন এবং দৈনিক কিছুটা হলেও টাকা অনলাইনে ইনকাম করার সুযোগ তারা পাচ্ছেন।

অনলাইনে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করাটা কি সত্যিই সম্ভব?

প্রতিদিন 200 টাকা ইনকাম
How to earn 200 daily online?

অনলাইনে কাজের সুযোগ যেমন অনেক বেশি, তেমনই ঠিকমতো না জেনে কাজ করলে সেখানে ঠকে যাওয়ারও চান্স বেশি।

এমন অনেক জালি ওয়েবসাইট ও এজেন্সি রয়েছে, যারা মানুষকে অনলাইনে কাজ দেওয়ার লোভ দেখিয়ে, তাদের থেকে টাকা নিয়ে ফ্রড করে থাকেন। তাই, অনলাইন টাকা ইনকামের বিষয়ে ভালোভাবে খোঁজ নিয়েই যেকোনো কাজের সন্ধান করা উচিত।

তবে চিন্তা নেই, বর্তমান সময়ে অনলাইনে কাজ করে প্রতিদিন কমেও 200 টাকা ইনকাম করার অনেক ভালো এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম গুলিও রয়েছে। আমার হিসেবে এই উপায় গুলিকে কাজে লাগিয়ে প্রতিদিন ২০০ টাকা ইনকাম করাটা মোটেই কঠিন ব্যাপার না।

এছাড়া, অনলাইনে এমন নানান রিয়েল টাকা ইনকাম সাইট গুলোও রয়েছে যেগুলিতে গিয়ে নানান কাজ গুলি করে নিয়মিত ইনকাম করা সম্ভব।

মনে রাখবেন, যে কোম্পানি বা ওয়েবসাইট গুলো কাজ দেওয়ার নামে আপনার থেকে রেজিস্ট্রেশন ফী বা অন্য কোনোভাবে টাকা চায়, সেই কোম্পানিগুলো থেকে দূরে থাকাই ভালো। কেননা বেশিরভাগ সময়েই এই কোম্পানিগুলো জালি হয়ে থাকে।

এছাড়াও, কোনো অপরিচিত ব্যক্তিকে বিনা কারণে নিজের ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্ক ডিটেইলস একদমই শেয়ার করবেন না। এইসব বিষয়গুলো মাথায় রেখে চললে, অনলাইন থেকে কোনো সমস্যা ছাড়া আরামে টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে ডেইলি 200 টাকা ইনকাম করার জন্যে কিসের প্রয়োজন?

অনলাইনে প্রতিদিন কমেও ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করার জন্যে আপনার নির্দিষ্ট কয়েকটি বিষয়ের প্রয়োজন হবেই। এই বিষয় গুলির ব্যাপারে নিচে বলে দেওয়া হয়েছে।

  • স্মার্টফোন/ল্যাপটপ/ইন্টারনেট থাকতে হবে ,
  • ভালো কম্যুনিকেশন স্কিল জানা থাকলে ভালো,
  • আয়ের একের বেশি উপায় ভাবতে হবে,
  • দিনে কমপক্ষে ৩-৫ ঘন্টা সময় দিয়ে কাজ করতে হবে ,
  • অনলাইনে কাজ করার ইচ্ছা ও ধৈর্য লাগবে,
  • নিজের স্কিলস ও কাজের অভিজ্ঞতা বাড়াতে হবে,
  • টার্গেট অডিয়েন্স/কন্সিউমার/ক্লায়েন্ট বেস লাগবে,
  • নিজের কাজের মার্কেট রেট সম্পর্কে জানতে হবে,
  • অনলাইন কাজগুলো সম্পর্কে রিভিউ দেখতে হবে,
  • অনলাইনে পেমেন্ট মেথড সম্পর্কে জানতে লাগবে,
  • কোন ধরণের অনলাইন কাজে আপনার আগ্রহ আছে সেটা ঠিক করা,
  • নিজের একটা বিশ্বাসযোগ্য অনলাইন প্রোফাইল/প্রেসেন্স তৈরী করা।

দেখুন, অনলাইনে কাজ দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করাটা বর্তমান সময়ে কোনো বড় ব্যাপার নয়। আজকাল blogging, affiliate marketing, YouTube, online course selling ইত্যাদি এমন নানান ইনকামের উপায় গুলিকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছেন।

আপনিও পারবেন ইন্টারনেট থেকে নিয়মিত ২০০ থেকে ৩০০ টাকা ইনকাম করতে। তবে এর জন্যে আপনাকে এমন একটি অনলাইন ইনকামের রাস্তা খুঁজতে হবে যেটিকে কাজে লাগিয়ে সহজেই ইনকাম করা যাবে।

এছাড়া, আপনাকে এমন একটি কাজ খুঁজতে হবে যেই বিষয়ে আপনার আগ্রহ এবং রুচি রয়েছে। এছাড়া, কাজটি করেও আপনার ভালো লাগতে হবে।

এবার, আপনি চাইলে সেই কাজটি করার নিয়ম, প্রক্রিয়া, ধরণ এবং কাজের সাথে জড়িত কৌশল গুলির বিষয়ে YouTube এবং Google-এর দ্বারা অধিক ভালো ভাবে শিখে ও জেনেনিতে পারবেন।

আপনি কি জানেন, মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস গুলি ব্যবহার করেও আজকাল লোকেরা ঘরে বসে ছোটখাটো পরিমানের ইনকাম করতে পারছেন? এছাড়া, এমন নানান মোবাইল অ্যাপস গুলি রয়েছে যেগুলিকে সরাসরি রেফার করে টাকা ইনকাম করার সুযোগ দেওয়া হচ্ছে।

তাই, অনলাইনে কাজ করে প্রতিদিন ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করার উপায় অনেক রয়েছে। আপনার কোন উপায় পছন্দ, সেটা আগে ভাবুন।

দিনে ২০০ টাকা ইনকামের সেরা অনলাইন উপায়:

নিচে দিয়ে দেওয়া অনলাইন কাজ বা প্লাটফর্ম গুলিকে কাজে লাগিয়ে অনেক সহজেই দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আরামে ইনকাম করা যাবে।

ইনকামের উপায়:কাজের ধরণ:
১. Bloggingব্লগ সাইট তৈরি করে আর্টিকেল পাবলিশ করতে হয়।
২. YouTube channelচ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতে হয়।
৩. ySense ওয়েবসাইটপেইড সার্ভে করে ও রেফার করে ইনকাম করতে হয়।
৪. Affiliate marketingকোম্পানির পণ্য গুলিকে রেফার করে ইনকাম।
৫. মোবাইলে গেম খেলে টাকা ইনকামগেম খেলে ইনকাম করার অ্যাপস ব্যবহার করুন।
৭. অনলাইনে পেইড সার্ভে সম্পূর্ণ করাসার্ভে সম্পূর্ণ করে ইনকাম করার সাইট গুলি ব্যবহার করুন।
৮. অনলাইনে ছবি বিক্রি করাছবি বিক্রির ওয়েবসাইট গুলি ব্যবহার করতে হয়।
৯. রেফার করে টাকা ইনকাম করার অ্যাপসঅ্যাপস গুলি অন্য ব্যক্তিদের কাছে রেফার করুন।

উপরে বলে দেওয়া কাজ গুলি ব্যবহার করে খুব সহজেই অনলাইনে টাকা ইনকাম করা যায়। তবে যদি আপনি এই কাজ গুলির বিষয়ে কিছুই জানেননা, তাহলে গুগলে সার্চ করে অধিক জেনেনিতে পারবেন।

অবশই পড়ুন: গুগল থেকে টাকা ইনকাম করার ৭টি উপায়

অনলাইনে প্রতিদিন 200 টাকা ইনকাম করার দারুন ৯টি উপায়:

অনলাইন মাধ্যমের বেশিরভাগ কাজেই ঘন্টা অনুসারে ইনকাম করার সুযোগ থাকে। যে কারণে, ফিক্সড জবের মতো মাসিক আয়ের বদলে আপনি এখানে ঘন্টা প্রতি, প্রজেক্ট বা কনট্র্যাক্ট অনুযায়ী কাজ করে আয় করতে পারবেন।

তাই, অনলাইনে দৈনিক ২০০ টাকা ইনকাম করার দারুণ সমস্ত উপায় সহজেই পাওয়া যায়, যার মধ্যে এখানে সেরা ও বিশ্বাসযোগ্য ৯টি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিকমতো কাজ করলে অন্যদের মতো আপনিও অবশই আয় করার সুযোগ পাবেন।

নিচের লিস্টে আমরা এমন কয়েকটি সুরক্ষিত ও বৈধভাবে নিজের স্কিলস ব্যবহার করে প্রতিদিন রোজগারের উপায় নিয়ে আলোচনা করেছি, যেগুলো প্রায় বিনা খরচেই এবং কয়েক ঘন্টার মধ্যেই ইনকাম করতে সাহায্য করবে।

তবে, কাজ গুলি করে নিয়মিত টাকা ইনকাম করার ক্ষেত্রে কাজের সাথে জড়িত কৌশল গুলি জানা থাকতে হবে এবং প্রয়োজনমতো নিজের স্কিলগুলোকে আপডেট করতে লাগবে।

নাহলে, আপনার টার্গেট অনুযায়ী আয় করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। আবার এটাও হতে পারে যে আপনি এগুলির মাধ্যমে কোনো টাকা ইনকাম করতে পারছেননা। তাহলে এইবার উপায়গুলো সম্পর্কে জানা যাক।

১. ফ্রিল্যান্সিং:

কোডিং, গ্রাফিক ডিজাইনিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রাইটিং, ম্যানেজমেন্ট বা অন্যান্য পেশা সম্পর্কে আপনার স্কিল বা অভিজ্ঞতা থাকলে, একজন ফ্রিল্যান্সার হিসেবে এই কাজগুলি করে প্রচুর টাকা আয় করা সম্ভব। অনেকেই করছেন।

Upwork এবং Fiverr-এর মতো এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি আপনার স্কিলের উপর নির্ভর করে নানা ফ্রিল্যান্স কাজ খুঁজতে পারবেন। এখানে খুশিমতো প্রজেক্ট ও ক্লায়েন্ট খুঁজে নিয়ে পছন্দমতো পেমেন্টে কয়েক ঘন্টা কাজ করেই ডেইলি ২০০ বা তার বেশি টাকা রোজগার করার সুযোগ অবশই পাওয়া যায়।

২. অনলাইন টিউটোরিং:

ইংরেজি, ম্যানেজমেন্ট, ডিজিটাল আর্টের মতো যেকোনো বিষয়ে যদি আপনার দক্ষতা থাকে, তাহলে অনলাইন টিউটোরিং থেকেও আয়ের বিশাল সুযোগ রয়েছে।

Vedantu, TutorMe-এর মতো ভার্চুয়াল টিউটোরিং সার্ভিসের সাথে যুক্ত হয়ে ঘন্টার ভিত্তিতে প্রতিটা ক্লাস থেকে ২০০-এর বেশি টাকা ইনকাম করা যায়।

এছাড়াও, আপনার পাবলিক নেটওয়ার্ক ভালো হলে, হোয়াটস্যাপ, Zoom বা Google Meet-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করেও নিজের ব্যক্তিগত অনলাইন টিউশন ক্লাস শুরু করে প্রতিটা ক্লাসের ভিত্তিতে স্টুডেন্টের থেকে টিউশন ফী নিতে পারেন।

৩. কনটেন্ট রাইটিং:

যদি আপনি নিজের ঘরে বসে খালি সময়ে কম্পিউটার বা মোবাইলে কাজ করে প্রতিদিন কমেও ২০০ টাকা ইনকাম করে নিতে চাইছেন, তাহলে এই কনটেন্ট রাইটিং এর কাজটি অবশই করে দেখতে পারবেন।

কনটেন্ট রাইটিং হল এমন একটা পেশা, যেখানে লেখালেখির মাধ্যমে ১০০-২০০০ টাকা পর্যন্ত প্রতিদিন ইনকাম করা যায়।

একজন ফ্রীলান্সার রাইটার হিসেবে আপনি প্রতি ওয়ার্ড বা আর্টিকেলের ভিত্তিতে পেমেন্ট চার্জ করতে পাবেন। এখানে বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্টের হয়ে ব্লগস, ওয়েবসাইট, বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা আর্টিকেল গুলি লিখতে হয়।

বিভিন্ন টপিক, যেমন- ট্রাভেল, ফুড, ব্র্যান্ড, ফ্যাশন, লাইফস্টাইল ও অন্যান্য অনেক বিষয়ে লেখা যায়। তবে, এই ধরণের লেখাতে SEO (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান) সম্পর্কে শিখতে লাগে।

সারাদিনে, ২-৩ ঘন্টা সময়ের মধ্যেই এই কনটেন্ট রাইটিং কাজ থেকে ২০০ টাকার বেশি আরামে ইনকাম করতে পারবেন।

৪. অনলাইন কনসাল্টিং/কোচিং:

আইন, ট্যাক্স, অডিট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা মার্কেটিং বিষয়ে আপনার পেশাগত জ্ঞান থাকলে, অনলাইন কনসাল্টেশন হতে পারে আপনার আয়ের অন্যতম সেরা উপায়। আপনি প্রতিটা কনসালটেশনের ভিত্তিতে ক্লায়েন্টের থেকে প্রতি ঘন্টায় আয় করতে পারবেন।

এমনকি, অ্যাস্ট্রোলজি, সাইকোলজি বা ল্যাঙ্গুয়েজ কোচ হিসেবেও প্রতিদিন ইনকাম করতে পারেন। তাছাড়াও, মেডিটেশন বা নিউট্রিশান কোচ, কিংবা ডায়েটিশিয়ান হলেও, অনলাইন কনসাল্ট বা কোচিং থেকে রোজগার করা যায়।

৫. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স:

আপনার ভার্বাল/নন-ভার্বাল কম্যুনিকেশন ভালো হলে, আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঘন্টা প্রতি 200 টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।

একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে কোনো বিসনেস বা ক্লায়েন্টের হয়ে ইমেইল ম্যানেজমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও আরও নানান অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ গুলো করতে হয়।

তবে, এক্ষেত্রে আপনাকে প্রতিটা ক্লায়েন্টের সাথে একদম পরিষ্কার ভাবে কনট্র্যাক্ট করে নিতে হবে। এই কাজের জন্যে কম্যুনিকেশন টুলস, যেমন- Google Workspace বা MicroSoft Excel-এর ব্যবহার জানাটা খুবই জরুরি।

৬. অনলাইনে ছবি বিক্রি:

প্রতিদিন কমবেশি ২০০ টাকার রোজগারের একটা ভালো মাধ্যম হল অনলাইন প্ল্যাটফর্মে নিজের তোলা ছবি গুলিকে সেল করা। হ্যা, আপনি ঠিক শুনেছেন, অনলাইনে ছবি বিক্রি করে টাকা ইনকাম করাটাও এখন সম্ভব।

ফটোগ্রাফির ক্যামেরা সেটিংস, কম্পোসিশন ও লাইটিং সম্পর্কে ভালো ধারণা থাকলে, আপনি প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে কাজ করতেই পারেন।

এছাড়াও, Lightroom বা Photoshop-এর মতো এডিটিং সফটওয়্যারের সামান্য জ্ঞান থাকলেই, আপনি দুর্দান্ত সব Stock ছবি তুলতে পারবেন। তবে, Shutterstock-এর মতো অনলাইন ফটো সেলিং প্ল্যাটফর্মগুলোতে ছবি সেল করার জন্যে আপনাকে টার্গেটেড কীওয়ার্ডের ব্যবহার শিখতে হবে।

যদিও, আপনি এই ধরণের প্ল্যাটফর্ম থেকে প্রতিটা ছবি সেল হলে ৭৫% পর্যন্ত কমিশন পেয়ে যাবেন।

৭. কনটেন্ট ক্রিয়েশন:

ইউটিউব চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়াতে নিজের ইন্টারেস্ট বা টপিক অনুযায়ী ভিডিও কনটেন্ট পাবলিশ করেও অনেক টাকা ইনকাম করতে পারেন। এখানে আপনাকে টার্গেট অডিয়েন্স অনুসারে কনটেন্ট বানিয়ে নিজের চ্যানেল, পেজ বা প্রোফাইলের ভিউ বাড়াতে হবে।

একবার আপনার ভিউয়ার সংখ্যা বাড়তে থাকলে, আপনি স্পনসরশিপ, মেম্বারশিপ, অ্যাডভারটাইসমেন্ট ও অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও নিয়মিত টাকা পেতে থাকবেন।

তবে, এক্ষেত্রে আপনাকে নিয়ম মেনে হাই-কোয়ালিটি এনগেজিং কনটেন্ট বানাতে ও শেয়ার করতে হবে।

৮. ব্লগিং করে ইনকাম:

ব্লগিং হল অনলাইন থেকে আয়ের নিরাপদ ও প্রায় বিনামূল্যের একটা মাধ্যম। সঠিক ভাবে কাজ করতে জানলে, একটি ব্লগ তৈরি করে দিনে ২০০ টাকা ইনকাম করাটা আপনার জন্য একটি অনেক সামান্য বিষয় হয়ে দাঁড়াবে।

আপনি Wix, WordPress-এর মতো ব্লগিং সাইট থেকে সহজেই নিজের ব্লগ সাইট খুলতে পারবেন। এরপর, রিভিউ আর্টিকেল, ট্রাভেল, আর্ট ও আরও নানান টপিকের উপর নির্ভর করে নিয়মিত কনটেন্ট গুলি ব্লগে পাবলিশ করে ব্লগের রিডারশিপ বাড়াতে পারেন।

ব্লগ পেজে একবার ট্রাফিক আসতে শুরু হলে, সহজেই নিজের ব্লগ সাইটে অ্যাড দেখিয়ে ডলারে টাকা ইনকাম করা সম্ভব।

পেজের ট্রাফিক ও রিডার সংখ্যার উপর নির্ভর করে এখান থেকে মাসে ২০০-১০০০-১৫০০০ বা তার থেকেও অধিক ইনকাম হতেই পারে। এখানেও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে নিয়মিত ইনকাম করার সুযোগ পাবেন।

৯. শেয়ার মার্কেট:

সাইড ইনকাম হিসেবে, কোনো কাজ না করে প্রতিদিন টাকা রোজগারের একটা রাস্তা হল শেয়ার মার্কেট। এই ধরণের বিনিয়োগে আর্থিক ঝুঁকি থাকলেও, মার্কেট সম্পর্কে সামান্য জ্ঞান থাকলেই, এখানে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় করা যায়।

অনেকেই ইন্ট্রাডে ট্রেডিংকে (Intraday Trading) কাজে লাগিয়ে কম টাকা বিনিয়োগে প্রতিদিন ছোট ছোট অংকের লাভ আয় করে থাকেন। তবে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে, আপনাকে এই বিষয়ে একটু পড়াশোনা করতে ও জ্ঞান লাভ করতেই হবে।

এক্ষেত্রে, প্রথমে আপনাকে Zerodha-এর মতো কোনো অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাপে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। এমনকি, এখানে আপনি নূন্যতম ৫০ টাকা থেকেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন।

একবার ভালো মতো মার্কেট এবং মার্কেটের গতিবিধির ধরণ বুঝতে পারলে এখান থেকে লক্ষ-লক্ষ টাকাও আয় করা যায়। তবে মনে রাখবেন, শেয়ার মার্কেট বিনিয়োগে প্রচুর রিস্ক রয়েছে। এখানে প্রচুর লস হওয়ার সম্ভাবনা থাকছে।

FAQ:

১. অনলাইনে প্রতিদিন ১০০-২০০ টাকা ইনকাম করাটা কি সহজ?

দেখুন, অনলাইন থেকে টাকা আয় করাটা কোনো ভাবেই একটি অনেক সোজা কাজ না। তবে, যদি আপনি সঠিক প্লাটফর্ম, উপায়, কৌশল এবং নিয়ম গুলি ব্যবহার করতে জানেন, তাহলে অবশই টাকা ইনকাম করাটা আপনার জন্য অনেক সহজ কাজ হয়ে দাঁড়াবে।

২. অনলাইনে কি কি মাধ্যমে ইনকাম করা যায়?

এমনিতে অনলাইন ইনকামের প্রচুর কার্যকর উপায় গুলি রয়েছে। এবার এদের মধ্যে YouTube channel, blogging, online course selling, freelancing, content writing, এই ধরণের উপায় গুলি আমার হিসেবে সেরা ও কার্যকর।

৩. ইন্টারনেট থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা যাবে?

বিশ্বজুড়ে এমন প্রচুর লোকেরা রয়েছেন, যারা affiliate marketing, freelancing, blogging ইত্যাদি নানান মাধ্যমে ঘরে বসে ইন্টারনেট থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। তাই হ্যা, ইন্টারনেট থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা যায় তবে এক্ষেত্রে প্রচুর জ্ঞান, অভিজ্ঞতা, সময় এবং আগ্রহের প্রয়োজন।

উপসংহার:

তাহলে বন্ধুরা, ঘরে বসে অনলাইনে কাজ করে প্রতিদিন 200 টাকা ইনকাম করার উপায় গুলি কেমন লাগলো, নিচে কমেন্ট করে অবশই জানিয়ে দিবেন। এছাড়া, আমি অবশই আশা করবো যে আমাদের বলা এই উপায় গুলি আপনাদের কাজে অবশই লাগবে এবং আপনিও প্রতিদিন অন্তত ২০০ টাকা অনলাইনে ইনকাম করার সুযোগ ও সুবিধা পাবেন। অনলাইন ইনকাম এর সাথে জরিত মজার মজার আর্টিকেল গুলি পড়ার জন্য আমাদের অনলাইন ইনকাম ক্যাটাগরি অবশই ভিসিট করবেন।

Leave a Comment

error: