ফ্রীতে ছবি এডিট করার ওয়েবসাইট গুলো: অনলাইনে ছবি সাজানো

যদি আপনিও সম্পূর্ণ ফ্রীতে অনলাইন ছবি সাজানোর নানান সাইট গুলির বিষয়ে জেনেনিতে চাইছেন তাহলে আমাদের আজকের এই আর্টিকেল আপনার কাজে অবশই লাগবে।

কেননা, আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানবেন এমন ৭টি সেরা ওয়েবসাইটের বিষয়ে যেগুলির মাধ্যমে অনলাইনে প্রফেশনাল ভাবে ছবি এডিট করা যাবে। এই ছবি এডিট করার ওয়েবসাইট গুলি ব্যবহার করার জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবেনা।

ব্যাস, নিজের mobile, computer বা device থেকে website গুলিতে প্রবেশ করুন এবং পছন্দের ছবিটি এডিট করুন বা সাজান।

অবশই পড়ুন:

অনলাইন ফটো এডিটিং ওয়েবসাইটের সুবিধাগুলো কি কি?

ছবি এডিট করার ওয়েবসাইট
Best free websites to edit images online.

যেকোনো সফটওয়্যার বা মোবাইল অ্যাপ্লিকেশনের তুলনায় অনলাইনে ছবি এডিট করার ওয়েবসাইট গুলি ব্যবহার করার বেশ অনেকগুলো সুবিধা রয়েছে।

সেগুলো হল,

  • ডিভাইস হ্যাং করে না,
  • মোবাইল/কম্পিউটারের স্টোরেজ খায় না,
  • অ্যাপের মতো এখানে অ্যাড দেখতে হয় না,
  • সহজেই undo বা redo (↶/↷) করার সুবিধা থাকে,
  • কোনো প্রোগ্রাম ডাউনলোড/ইনস্টল করতে হয় না,
  • আসল ছবিগুলোর কোনোরকমের পরিবর্তন হয় না,
  • ওয়েবসাইটগুলো যথেষ্ট প্রাইভেসী ও সিক্যুরিটি দেয়,
  • যেকোনো সময়ে যেকোনো ইমেজ এডিট করা সম্ভব,
  • অনলাইন ফটো এডিটর গুলোতে অসংখ্য ফিচার থাকে,
  • কোনোরকমের পেমেন্ট ছাড়া ফ্রিতেই ব্যবহার করা যায়,
  • সমস্ত এডিট হওয়া ছবিগুলো আলাদা ভাবে সেভ/ডাউনলোড হয়,
  • কোনোরকমের টিউটোরিয়াল ছাড়াও সহজেই এডিট করা যায়,
  • এডিট করা ছবি অনলাইন সার্ভার থেকে অন্য কোনো থার্ড পার্টি অ্যাক্সেস করে না।

এখনের সময়ে ইন্টারনেটে প্রচুর অনলাইন ছবি সাজানোর ওয়েবসাইট গুলি রয়েছে। এই ধরণের অনলাইন ফটো এডিটিং ওয়েবসাইট গুলো ব্যবহার করা যেমন সহজ, তেমনই এখানে একদম প্রফেশনালভাবে ছবি এডিটও করা যেতে পারে।

এমনকি, এই ওয়েবসাইটগুলো মোবাইল, কম্পিউটার, ট্যাবলেটের মতো বিভিন্ন ডিভাইস গুলির সাহায্যে ব্যবহার করা যেতে পারে।

শুধুমাত্র, ভালো ইন্টারনেট কানেকশন ও একটি ওয়েব ব্রাউসার (যেমন- Google Chrome) থাকলেই, অনলাইনেই যেকোনো ছবি এডিট করে করে নিতে পারবেন।

আজকে আমাদের এই আর্টিকেলে আমরা, অনলাইনে ছবি এডিট করার সেরা ওয়েবসাইট কয়েকটির কথা আপনাদের বলবো, যেগুলো আপনাকে বিনামূল্যে ছবি এডিট করতে সাহায্য করবে।

এর জন্যে আপনাকে নিজের ডিভাইস এর মধ্যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টলও করতে হবে না, এমনকি সময় নষ্ট করে ভিডিও অ্যাডও দেখতে হবে না। চলুন, দেরি না করে দেখি, এই সেরা অনলাইন ফটো এডিটিং ওয়েবসাইট গুলো কি কি।

অবশই পড়ুন: মোবাইলের সেরা ছবি মেকআপ করার সফটওয়্যার/অ্যাপস

ফ্রিতে ছবি এডিট করার ওয়েবসাইট গুলো: সেরা ৭টি

অনলাইনে ছবি এডিট করার যেই সেরা ওয়েবসাইট গুলির বিষয়ে নিচে আমরা বলেছি, সেগুলি কিন্তু একেবারে ফ্রীতে ব্যবহার করা যাবে।

আপনাকে শুধুমাত্র নিজের মোবাইল বা কম্পিউটার ডিভাইস থেকে এই photo editor website গুলিতে ভিসিট করতে হবে। এর পর, যেই ছবি এডিট করতে চান সেটিকে আপলোড করে সরাসরি এডিট করে নিতে পারবেন।

১. Pixlr X:

Pixlr X photo editing website

সহজে ছবি এডিট করার একটি দারুন ওয়েবসাইট হিসেবে, Pixlr X ওয়েবসাইটিতে ফটো এডিটিং ও গ্রাফিক ডিজাইনিংয়ের অনেক টুল পাওয়া যায়। এই প্ল্যাটফর্মটি প্রায় Photoshop সফটওয়্যারের মতো প্রফেশনাল-স্টাইলে ছবি এডিট করতে পারে।

এখানে JPG/PNG-এর মতো বিভিন্ন ফর্ম্যাটের ফোটোতেই কাজ করা যায়। এছাড়াও, বিগিনার হিসেবে আপনি এই সাইটের ‘overlays’, ‘filters’, ‘borders’ ও ‘effects’ টুলগুলো ব্যবহার করে, সহজেই পিকচার এডিট করতে পারবেন।

অনলাইনে যেকোনো ছবিকে সাজানোর জন্য এই ওয়েবসাইট আপনার দারুন কাজে আসবে।

ফিচার:

  • বিভিন্ন ‘layers’-এ ছবি এডিট হয়,
  • AI জেনারেটার ও ফ্রি ইমেজ স্টক,
  • বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্যে আলাদা টেমপ্লেট আছে।

সুবিধা:

  • ফটো কোলাজ বানানো যায়,
  • প্রচুর রেসল্যুশনে ইমেজ সেভ করা যায়,
  • লোকাল ক্যাশ মেমোরিতে প্রজেক্ট সেভ হয়।

২. fotor:

fotor online image editing website

Fotor হল অন্যতম সেরা একটা ইউসার-ফ্রেন্ডলি অনলাইন ফটো এডিট করার সাইট। এখানে অনলাইন পিকচার এডিটিংয়ের ক্ষেত্রে আগে থেকেই প্রচুর কাস্টম অপশনস রয়েছে। এই ফটো এডিটর থেকে ছবি ক্রপ, রিসাইজ, রিটাচ, ফিল্টারের মতো টুলগুলো সহজেই ব্যবহার করা যায়। এছাড়াও, আপনি এখানে এক ক্লিকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন।

ফিচার:

  • AI ফটো এডিটর,
  • ফ্রি ফিল্টার ও এফেক্ট,
  • মার্কেটিং/সোশ্যাল মিডিয়া/থিমস-এর টেমপ্লেট।

সুবিধা:

  • ইমেজ লাইব্রেরি রয়েছে,
  • ফটো ড্র্যাগ-এন-ড্রপের সুবিধা,
  • ছবিতে টেক্সট অ্যাড করা যায়।

৩. Picsart:

Picsart best online image editing tool

অনলাইন ছবি এডিটিংয়ের পাশাপাশি Picsart-এর ওয়েবসাইটিতে আপনি ভিডিও কনটেন্টও এডিট করতে পারবেন।

এখানে ফ্রিতেই AI-পাওয়ার্ড ইমেজ এডিটিং টুলস ব্যবহার করে নিজের ছবিগুলোকে ইন্সটা-ওয়ার্দি করে নেওয়া যায়। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ফটো বা ভিডিওগুলোকে jpg, png, PDF অথবা 1080p এবং 4K রেসল্যুশনে ইচ্ছেমতো ডাউনলোড করতে পারেন।

ফিচার:

  • ব্যাকগ্রাউন্ড মোছার কাটআউট টুল,
  • ডিজাইনিংয়ের জন্যে কাস্টোমাইজেবল ব্রাশ,
  • ম্যাজিক এফেক্টস, স্টিকার ও কোলাজ মেকার,

সুবিধা:

  • প্রি-মেড টেম্প্লেট এডিট করা যায়,
  • সহজেই কালার অ্যাডজাস্ট করা যায়,
  • ডাবল এক্সপোজারে ফটো এডিটিংয়ের সুবিধা।

৪. Canva:

Canva free photo editor

অনলাইন ছবি সাজানো এবং ছবি এডিটিং এর দুনিয়ায় Canva হল একটা অনেক জনপ্রিয় নাম। এখানে অনলাইনে ফ্রিতে ফটো এডিট করা থেকে শুরু করে CV বানানো, এমনকি পোস্টার ডিজাইনিংয়ের মতো অনেক প্রফেশনাল গ্রাফিক ডিজাইনিংয়ের কাজও করা সম্ভব।

আপনি এখানে WEBP, SVG, JPEG,  HEIC, PNG, এবং PSD ফর্ম্যাটেও ছবি সেভ করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে ফটো অটো-অ্যাডজাস্টও করা যায়।

ফিচার:

  • হাজারের উপর রেডিমেড টেমপ্লেট আছে,
  • ড্র্যাগ-এন-ড্রপ করে নানা টুল ইউজ করা যায়,
  • ম্যাজিক এডিট টুল দিয়ে অবজেক্ট রিমুভ করা যায়।

সুবিধা:

  • কম সময়ে এডিট হয়ে যায়,
  • নিজস্ব ওয়াটারমার্ক বানানো যায়,
  • সোশ্যাল মিডিয়া কনটেন্ট বানানোর সুবিধা।

৫.  OIE:

OIE free image editor website

এই OIE ফটো এডিট করার ওয়েবসাইটি ব্যবহার করা সবথেকে সোজা। ছোট বাচ্চা থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষই এখানে সহজেই ছবি এডিট করতে পারবেন। এর ‘Test Image’ সেক্শনটির সাহায্যে নিজের কোনো ছবি ব্যবহারের আগে, একবার ট্রায়াল এডিট করেও দেখে নেওয়া যায়।

এখানে অ্যানিমেটেড gif-ও বানানো যায়। তাই, ফ্রীতে ছবি গুলিকে এডিট করার নানান ওয়েবসাইট গুলির মধ্যে OIE (Online-image-editor) সাইটটি আমার প্রিয় এবং পছন্দের সাইট।

ফিচার:

  • রিসাইজ ও ক্রপ টুল,
  • ইমেজ ফিল্টার ও গ্রিড এডিটিং,
  • অ্যানিমেটেড মাস্কস ও অ্যাড টেক্সট ফিচার।

সুবিধা:

  • অনেক ছবি একসাথে ব্লেন্ড করা যায়,
  • ট্রান্সপারেন্ট png ফর্ম্যাটের অপশন রয়েছে,
  • ফটো আপলোডের সময় ফর্ম্যাট বদলানো যায়।

৬. Adobe Express:

Adobe Express free online image editor

গ্রাফিক, PDF, ভিডিও বানানো এবং ছবি দ্রুত এডিট করার একটা ভালো প্ল্যাটফর্ম হল Adobe Express

আপনি এই ওয়েবসাইটের সাহায্যে দারুণ সব সোশ্যাল মিডিয়া গ্রাফিক নিজেই বানাতে পারবেন। এমনকি, যেকোনো ডিভাইস থেকে এই ওয়েবসাইট ব্যবহার করে ছবি এডিটও করা সম্ভব।

এই সাইটে যেকোনো টেম্পলেট ইউস করে, লেআউট ব্যবহার করে কোলাজ তৈরী করা যায়।

ফিচার:

  • ইমেজ রিসাইজ,
  • ব্যাকগ্রাউন্ড রিমুভার,
  • jpg/png/svg-তে ছবি কনভার্ট করা।

সুবিধা:

  • কনটেন্ট শিডিউল করা,
  • AI ব্যবহার করে ডিসাইন করা,
  • ফ্রি ইমেজ/ভিডিও/মিউসিক স্টক।

৭. LunaPic:

LunaPic edit images online free

অনলাইনে অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে যেকোনো ছবি এডিটি করার জন্যে LunaPic ওয়েবসাইটটি ব্যবহার করাই যায়। এর Ms Paint-এর মতো ইউসার ইন্টারফেসটি সবার ব্যবহারের সুবিধার জন্যে সোজাভাবে বানানো হয়েছে। এখানে বেসিক ফটো এডিটিং, যেমন- ইমেজ ক্রপিং, রিসাইজিং এবং ফিল্টার ও এফেক্টের ব্যবহার অনেকটাই ইজি ও ফাস্ট হয়।

ফিচার:

  • বিভিন্ন আর্ট এফেক্টস/ফিল্টারস,
  • স্মার্ট AI টুলস/অবজেক্ট রিমুভার,
  • ইন্ক্ পোট্রেইট ও ব্যাকগ্রাউন্ড রিমুভাল।

সুবিধা:

  • অনেক স্টক ফটোস আছে,
  • মাল্টি লেয়ার ছবিগুলো মার্জ করা যায়,
  • সোশ্যাল মিডিয়াতে সরাসরি শেয়ার হয়।

আজকে আমরা কি শিখলাম?

তাহলে বন্ধুরা, অনলাইনে ফ্রীতে ছবি এডিট করার জন্য কোন কোন ওয়েবসাইট গুলি ফ্রীতে ব্যবহার করা যাবে সেই বিষয়ে আজকের আর্টিকেলে আমি আপনাদের বললাম।

অনলাইন ছবি সাজানোর জন্য আপনারা অনেক পেইড বা প্রিমিয়াম ওয়েবসাইট গুলিও পাবেন যেগুলিতে উন্নত ও দারুন টুলস গুলি আপনাদের দেওয়া হবে। তবে, ছবি এডিট করার প্রিমিয়াম ওয়েবসাইট গুলি ব্যবহার করার জন্য আপনাকে কিছু টাকা অবশই খরচ করতে হবে।

তাই, কোনো টাকা না লাগিয়ে একেবারে ফ্রীতে ছবি এডিট করার জন্য উপরে বলে দেওয়া ওয়েবসাইট গুলিকে কাজে লাগাতে পারেন।

অবশই পড়ুন: ছবি দিয়ে ভিডিও বানানোর সফটওয়্যার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top